কবি কালী মির্জার গান
HOME
HOME BANGLA
কালী মির্জা
সম্ভবত ১৭৪৯/ ৫০ ~ ১৮১৯/২০
কবি কালী মির্জা -র আসল নাম কালিদাস চট্টোপাধ্যায় | তিনি ঊনবিংশ শতাব্দীর কলকাতায় টপ্পাগানের
রচয়িতা ও গায়ক হিসেবে খ্যাতি লাভ করেন | এ ছাড়া তিনি শ্যামাসংগীতও রচনা করেন |

তাঁর জন্ম হয় পলাশির যুদ্ধের সাত-আট বছর আগে এবং ৭০ বছর  বয়সে তিনি দেহত্যাগ করেন | এই তথ্যের
উপর ভিত্তি করেই তাঁর জন্ম ও মৃত্যুর বছর আমরা আন্দাজ করছি ১৭৪৯ / ৫০ ~ ১৮১৯ / ২০ | তাঁর জন্ম হয়
হুগলী জেলার গুপ্তিপাড়া গ্রামে | পিতার নাম বিজয়রাম চট্টোপাধ্যায় |

অল্প বয়সেই তিনি সংস্কৃত সাহিত্যে পারদর্শী হয়ে ওঠেন | তিনি ফারসী ভাষাও অধ্যয়ন করেন | সংগীত
শিক্ষালাভের জন্য তিনি কাশী, লখনউ, দিল্লী প্রভৃতি স্থানে ঘুরে বেড়িয়েছেন | পশ্চিমে বা উত্তরে দীর্ঘকাল থাকার
পর তিনি হিন্দুস্থানী বেশভূষা পড়তেন, তাই কলকাতার গণ্যমান্যরা তাঁকে "মির্জা" নাম দিয়েছিলেন |

এরপর কিছুকাল তিনি বর্দ্ধমানের যুবরাজ প্রতাপচন্দ্রের সভাসদ ছিলেন | পরে তিনি কলকাতায় চলে আসেন
এবং গোপীমোহন ঠাকুরের পৃষ্ঠপোষকতা লাভ করেন | বর্দ্ধমান ছেড়ে আসার পরেও প্রতাপচন্দ্র তাঁর ১৫ টাকা
মাসোহারা চালু রেখেছিলেন |

কলকাতায় থাকাকালীন মাঝে মাঝে তাঁর কাছে সংগীত শিখতে আসতেন
রাজা রামমোহন রায় |

তাঁর শেষ জীবন তিনি কাশীতে বা বেনারসে অতিবাহিত করেন | সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন |

.                                       --- উত্স:   
দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত "বাঙালীর গান" ১৯০৫  
.                                                    
ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩

আমাদের ঠিকানা :
srimilansengupta@yahoo.co.in
আমাদের কাছে
কবি কালী মির্জার  কোনো ছবি নেই |
একটি ছবি আমাদের কাছে পাঠালে
আমরা কৃতজ্ঞতা স্বীকার করে  
প্রেরকের নাম এইখানে ছবির সাখে
উল্লেখ করবো |
আমাদের ঠিকানা-
srimilansengupta@yahoo.co.in