"বাঙালীর গান" সংকলনে দুর্গাদাস লাহিড়ি এই কবির পরিচিতিতে লিখেছেন ---
"কেষ্টা মুচি নামক আর একজন কবিওয়ালার পরিচয় এই সময় পাওয়া যায় | এই কৃষ্ণ মুচি, জাতি-ব্যবসাও করিত ; কবির গাহনাও গাইত | ইঁহার একটি মাত্র সংগীত আমরা এস্থলে প্রকাশ করিলাম |"
এই কবির আর কোনো গান দুর্গাদাস বাবু পেয়েছিলেন কি না যা তিনি প্রকাশ করেন নি, তা এখন জানবার আর উপায় নেই | আমরাও অন্য কোনো সূত্রে এই কবির আর কোনো গান পাই নি |
আমাদের কাছে কবি কেষ্টা মুচি-র কোনো ছবি নেই | একটি ছবি এবং কবি সম্বন্ধে আরও তথ্য আমাদের কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের নাম এইখানে ছবির ও তথ্যে সাখে উল্লেখ করবো | আমাদের ঠিকানা- srimilansengupta@yahoo.co.in