কবি কেষ্টা মুচি-র গান
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
১।
হরি কে বুঝে, তোমার এ লীলে
*
হরি কে বুঝে, তোমার এ লীলে |
ভালো প্রেম করিলে |
হইয়ে ভূপতি, কুবুজা যুবতি পাইয়ে শ্রীপতি,
শ্রীমতী রাধারে রহিলে ভুলে ||
শ্যাম সেজেছে হে বেশ, ওহে হৃষীকেশ,
রাখালের বেশ, এখন কোথা লুকালে
মাতুল বধিলে, প্রতুল করিলে,
গোপগোপীকুলে, গোকুলে অকূলে ভাসায়ে দিলে ||
. ****************
উপরে
মিলনসাগর
কবির পরিচিতির পাতা