কবি লালু নন্দলাল-র গান
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
হল এই সুখলাভ,
পিরিতে চিরদিন গেল কাঁদিতে ||
হয়েছে না হবে কলঙ্ক আমার,
গিয়েছে না যাবে কুল
|
ডুবেছি না ডুব দিয়ে দেখি পাতাল কতদূর
শেষে এই হল, কান্ডারি পালাল,
তরণি লাগিল ভাসিতে
||
ধন প্রাণ যৌবন দিয়ে,
শরণ লইলাম যার,
তবু তার মন পাওয়া আমার হল ভার |
না পুরিল সাধ, উদয়ে বিচ্ছেদ,
মিছে পরিবাদ জগতে
||


.        ****************                 
                                         উপরে


মিলনসাগর