হল এই সুখলাভ, পিরিতে চিরদিন গেল কাঁদিতে || হয়েছে না হবে কলঙ্ক আমার, গিয়েছে না যাবে কুল| ডুবেছি না ডুব দিয়ে দেখি পাতাল কতদূর শেষে এই হল, কান্ডারি পালাল, তরণি লাগিল ভাসিতে|| ধন প্রাণ যৌবন দিয়ে, শরণ লইলাম যার, তবু তার মন পাওয়া আমার হল ভার | না পুরিল সাধ, উদয়ে বিচ্ছেদ, মিছে পরিবাদ জগতে|| . **************** উপরে