কবি মিহির চৌধুরী জন্ম গ্রহণ করেন উত্তর কলকাতার বাগবাজার এলাকার বোসপাড়া লেনে | তিনি টাউন স্কুল থেকে স্কুল ফাইনাল পাশ করে, সংস্কৃত কলেজ থেকে প্রি-ইউনিভার্সিটি করে মৌলানা আজাদ কলেজ থেকে দর্শন শাস্ত্রে অনার্স নিয়ে স্নাতক হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাশ করেন | তাঁর কর্ম জীবন কাটে কলকাতার কালীঘাট হাইস্কুলে শিক্ষকতা করে | তিনি সেখান থেকেই অবসর গ্রহণ করেন |
স্কুল কলেজ থেকেই তাঁর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ শুরু হয় | কলকাতা দূরদর্শনে রবীন্দ্রনাথের 'ছোটগল্প', 'ঠাকুরবাড়ি' প্রভৃতি সিরিয়ালে এবং 'জটায়ু', 'রসময়ীর রসিকতা', 'গোপালভাঁড়', 'শক্তি' প্রভৃতি চলচিত্রে অভিনয় করেছেন | তিনি মূলত নাট্যকার ও অভিনেতা হিসেবেই বেশী পরিচিত | তাঁর রচিত একাঙ্ক 'আদাব', 'মুসলমানীর গল্প', 'ছোট বকুলপুরের যাত্রী' সুখ্যাতি অর্জন করেছে এবং পুরস্কৃতও হয়েছে | পূর্ণাঙ্গ নাটকের মধ্যে রয়েছে 'ছোটোলোক', 'প্রহরা পাল্টাও', 'শান্তির জন্য' ইত্যাদি | তিনি 'সাগ্নিক' নাট্যগোষ্ঠির প্রতিষ্ঠাতা এবং 'প্রতিকৃতি' নাট্যগোষ্ঠির প্রতিষ্ঠাতা সদস্য |
কলেজে পড়ার সময় শেলির 'নাইটিঙ্গেলের প্রতি' অনুবাদ করার মধ্য দিয়ে কবিতাচর্চা শুরু করেন | তাঁর কবিতা গ্রন্থের মধ্যে রয়েছে 'আমার ছড়া তোমার ছড়া' (২০০২) এবং 'দাঁড়িয়ে আছি' (২০০৭) | তাঁর কবিতা নিয়মিতভাবে প্রকাশিত হয়েছে 'বঙ্গ বসুন্ধরা', 'আকিঞ্চন', 'শতক একুশ', 'সৌহার্দ্য', 'তারুণ্য', 'উন্মুক্ত', 'উচ্ছ্বাস' (দিল্লী) প্রভৃতি লিটল ম্যাগাজিনে | কানোরিয়া আন্দোলন, সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন প্রভৃতির প্রতিফলন তাঁর কবিতায় স্পষ্টভাবে আমরা দেখতে পেয়েছি | তাঁর কিছু কবিতা আমাদের সাইটে প্রকাশিত করার অনুমতি পেয়ে আমরা আনন্দিত | কবির সঙ্গে যোগোযোগ : ঠিকানা - ১৯৭বি যদুনাথ উকিল রোড, কলকাতা ৭০০০৪১, দূরভাষ - ৯১ ৩৩ ২৪০২২২৫৭ আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in