কবি মধু কান -এর আসল নাম মধুসূদন কিন্নর | তিনি অধুনা বাংলাদেশের যশোহর জেলার বনগ্রাম মহকুমার উলুশিয়াই গ্রামে জন্ম গ্রহণ করেন | পিতা তিলকচন্দ্রর চার পুত্রের মধ্যে ইনি জ্যেষ্ঠ ছিলেন |
ঘোর দারিদ্রের জন্য মধুকান শৈশবে লেখা পড়া শিখতে পারেন নি | এমনও শোনা যেতো যে তিনি অল্পস্বল্প পড়তে পারলেও লিখতে পারতেন না | তাঁর রচনার শব্দবিন্যাস, অনুপ্রাস ও যমক আদি অলংকারের কারুকার্য দেখে অবশ্য ওই কথার সত্যতা সম্বন্ধে সন্দেহ থেকেই যায় |
বাল্যকাল থেকেই তাঁর গীত রচনার আশ্চর্য ক্ষমতা দেখা গিয়েছিল | যৌবনে ঢাকার ছোটো খাঁ ও বড়ো খাঁর কাছে তিনি সঙ্গীত শিক্ষা লাভ করেন | এর পর যশোহর জেলার রাঢ়খাদিয়া নিবাসী রাধামোহন বাউলের কছে তিনি ঢপ সঙ্গীত শিক্ষা করেন | তাঁর গান প্রধানতঃ ভক্তিমূলক | তাঁর গানের সুর অন্য কোথাও থেকে অনুকরণ করেন নি, সবই তাঁর নিজের রচনা | উনবিংশ শতকের প্রথমার্ধে, কলকাতা ও তার পার্শবর্তী এলাকায় তাঁর ঢপসঙ্গীত বিশেষ জনপ্রিয় হয়েছিল |
১৮৯১ সালে তাঁর চারটি পালা "অক্রূর সংবাদ", "কলঙ্কঙঞ্জন", "মাথুর" এবং "প্রভাস" প্রকাশিত হয় | তাঁর কথায় "মধু পাছে বিষ হয় এই ভয়ে মধু নাম দিতে আমার সাহস হয় না |" তাই তিনি "সূদন" ভণিতায় তাঁর অধিকাংশ গান রচনা ক'রে গেছেন | ১৮৬৮ সালে কৃষ্ণনগরে ঢপ গান গাইতে গাইতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেই অসুস্থতার দরুণ তাঁর মৃত্যু হয় |
আমাদের কাছে কবি মধুকান-এর কোনো ছবি নেই | একটি ছবি এবং কবি সম্বন্ধে আরও তথ্য আমাদের কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের নাম এইখানে ছবির ও তথ্যে সাখে উল্লেখ করবো | আমাদের ঠিকানা- srimilansengupta@yahoo.co.in