মধুকান এর গান
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
এখন কেন পারবে চিনতে, হয়েছ যে নিশ্চিন্তে,
.        চিন্তে থাকলে পারতে চিনতে,
.        চন্তো না শ্যাম সে সব চিন্তে |
করো তব সম স্বচিন্তে, চিন্তে থাকলে পারতে চিনতে
আমি পেরেছি চিনতে, তুমি তো পার না চিনতে |
বট নবীন নবীন চিন্তে, নবীন হলে পারতে চিনতে,
নীনে নবীনে চিনতে, কী কাজ অসার চিন্তা চিন্তে
এখন তব কা চিন্তে, রাজা বট রাজ্যচিন্তে,
.        গিয়েছে পা-ধরার চিন্তে,
.        যে চিন্তে শ্যাম আমায় চিন্তে ;
এসেছি যে ভেবে চিন্তে, পার কি না পার চিনতে |
যে ছিল তোমার চিন্তে, তোমায় এখন সে চিন্তে,
সূদন বলে দিয়ে চিন্তে, তুমি তো আছ নিশ্চিন্তে ||

.       ****************                                                                   
উপরে


মিলনসাগর
*
.        দেখোনা চেয়ে পায় মরি হায়,
.        প্যারি তোর রাঙা পায়,
চরণকমলে নীলকমল আহামরি কী শোভা পায় |
.        ধ্বজবজ্রাঙ্কুশ যাঁর পায়,
তাঁর শিরে কি পা শোভা পায়,
.        প্যারি আর থেলিসনে দুপায়,
.        কৃষ্ণধন কি যে পায় সে পায় |
সূদন বলে ওরাঙা পায়, বলি পাতালে পদ পায়,
আর শুনেছি ও রাঙা পায়, জাহ্নবী জনম পায় ||

.       ****************                                                                   
উপরে


মিলনসাগর
*
.        এই আমি কি সেই আমি চিনিতে নারি |
.        একী অপরূপ হেরি, হইলাম পুরুষ কি নারী ||
ও হরি অন্তর্যামী, কী ছিলাম কী হইলাম আমি,
আমি হেরে ভুলি আমি, আমি যে চিনিতে নারি ||
.        আ মরি কী বজ্রের বাঁকা,
.        বাঁকা হেরে ঘুচল বাঁকা,
চিন্তে নারি চিন্তামণি, তুমি হরি দীনের সখা |
তুমি সৃষ্টি-স্থিতি-প্রলয়, সূদনের মনে এই লয়,
হইগে ও চরণ লয়, কেনে ভ্রমে ভ্রমে মরি ||

.       ****************                                                                   
উপরে


মিলনসাগর
*
.        সামান্যে কি রাধারে পায় |
.        বিনা আরাধনে কি পায় ||
.        ভক্তিভাবে ডাকিলে পায়,
.        মুক্তি শক্তি আছে যার পায় |
ত্যাজে বিষয় বাসনা, বশ করিয়ে বাসনা,
করিলে তার উপাসনা, হৃদিপদ্মাসনেতে পায় ||
.        রাধা আকাঙ্ক্ষিত হয়ে,
.        ত্যজিলাম গোলক অধিকার ;
.        গোকুলে গোপবাদ নিলাম,
.        পরিচয় কী দিই অধিক আর?
কাননে করি গোচারণ, করে কইলাম শৈলধারণ,
.        সূদন বলে রাধার কারণ,
.        বাঁধা সে গোলাম নন্দের পায় ||

.               ****************                                                           
উপরে


মিলনসাগর
*
.        নিল মুনি নীলমণি যে দিন |
.        আমার মনে হইল সেদিন,
.        ফিরে কি আর হবে আমার সুদিন ||
.        যে থাকে না তিলেক ছেড়ে,
.        জানলে কি রে দিতেম ছেড়ে,
.        গোকুল ছেড়ে সঙ্গে যেতেম সেদিন ||
"ও মা, যাই যাই" বলে, কারে শুধায় গো,
"নে রে খা রে ক্ষীর ননী" কে তারে বা কয় গো,
.        খায় কি রেসে ক্ষীর ননী |
.        দুখিনীরে মনে হয় কি এক দিন  ||

.               ****************                                                           
উপরে


মিলনসাগর