কবি মণিদীপা নন্দী বিশ্বাস এর পিতা শ্রী নীরজ বিশ্বাস ছিলেন কবি, শিশু সাহিত্যিক, নাট্যকার ও পরিচালক | মা মনিষা বিশ্বাস ছিলেন ৬০ এর দশকের বিশিষ্ট অভিনেত্রী |
কবি ১৯৮২ সালে বিসর্জন নাটকে "অপর্না"র চরিত্রে অভিনয় করে "দিশারী" পুরস্কার লাভ করেন | ১৯৮৬ তে "এল সালভাদর" নাটকে "রুফিনা" চরিত্রে অভিনয়ের জন্য "ঋত্বিক ঘটক" পুরস্কার লাভ করেন |
১৯৮৭ তে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নানকোত্তর বাংলায় প্রথম স্থান অধিকার করেন এবং সে বছরই বিশ্ববিদ্যালয়ে "সাংস্কৃতিক চ্যাম্পিয়ন" নির্বাচিত হন | ২০০৬ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্র সংগীতে এম.এ. পাশ করেন | কলকাতায় অ্যাকাডেমীর আহ্বানে কবিতা পাঠে অংশ গ্রহণ করেন | এ ছাড়া বাংলাদেশে সাংস্কৃতিক মঞ্চে যোগদান করেছেন | অধ্যাপক অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় "রূপসাগরে অরূপরতন" নামে তাঁর একটি সিডিও প্রকাশিত হয়েছে |
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে "পুনশ্চরণ" (২০০০), "দীক্ষণ" (২০০৭) এবং "ধূপছায়া বিকেল" (২০০৯ বইমেলা, পত্রলেখা) | ২০০৯ সালে প্রকাশিত হয়েছে গল্পগ্রন্থ "শঙ্খচিলের ডানা" (বইওয়ালা) |
জলপাইগুড়ির সাংস্কৃতিক মহলে তিনি এক অতি পরিচিত নাম | "ফেরী" নামে একটি লোকসংস্কৃতি ও সাহিত্যের শাখার সাথে জড়িত আছেন ২০০০ সাল থেকে | তাঁর নিজস্ব সংস্থা "রবীন্দ্র বীথি" ১৯৯৭ থেকে প্রতি বছর রবীন্দ্র জয়ন্তিতে মনোজ্ঞ অনুষ্ঠান করে আসছে | নিয়মিত লিখছেন জলপাইগুড়ি, শিলিগুড়ি ও কলকাতার বিভিন্ন পত্র- পত্রিকায় | ১৯৮৮ সাল থেকে তিনি জলপাইগুড়ির রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করছেন |