ডঃ নবারুণ ঘোষাল
জন্ম ০৯.০২.১৯৬১
কবি নবারুণ ঘোষাল -  জন্ম কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হলেও
শৈশব কেটেছে ধানবাদ শহরে | পিতা শ্রী কেশবচন্দ্র ঘোষাল  এবং মাতা শ্রীমতী মায়া ঘোষাল |

এগারো বছর থেকে পনেরো বছর পর্যন্ত পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের আবাসিক থেকে মাধ্যমিক পাশ
করেন | পরের দুবছর উচ্চ মাধ্যমিক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন মহাবিদ্যালয়ের আবাসিক হিসেবে | এই দুটি
প্রতিষ্ঠানেই তিনি ভারত সরকারের মেরিট স্কলার হিসেবে ছিলেন |

১৯৮০ থকে ১৯৮৭ পর্যন্ত কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজের ছাত্র ও জুনিয়ার ডাক্তার হিসেবে
কাটিয়ে, ১৯৮৭ থেকে ১৯৯১ পর্যন্ত ধানবাদের বিভিন্ন নার্সিং হোমে কর্মরত ছিলেন | ১৯৯১ থেকে এখন পর্যন্ত
ধানবাদে স্বাধীন চিকিৎসক হিসেবে কর্মরত | সেই বছরেই বিয়ে হয় স্ত্রী সুতপা ঘোষালের সঙ্গে |

পেশায় ডাক্তার হলেও ভালবাসেন বাংলা ও ইংরেজী সাহিত্য পাঠ এবং পদার্থবিদ্যা। পনেরো বছরের পরিশ্রমে
বিশ্বপ্রকৃতির গঠন সম্বন্ধে মৌলিক একটি বই লিখেছেন কিন্তু পদার্থবিদ্‌রা একজন ডাক্তারের লেখা বই পড়তে
ইচ্ছুক নন!

তাঁর, কোনও ইস্যু পেলে মাঝে মাঝে কবিতা লিখতে ইচ্ছে করে। কখনও কখনও এমনিও ইচ্ছে করে, কিন্তু
সবসময় সময় হয়ে ওঠে না। কলেজ জীবনে লিখেছেন নানা ইস্যু নিয়ে | তাঁর রাজ্য ঝাড়খণ্ডে বাংলা ভাষা
আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছেন এবং সে সুত্রেও কবিতা লেখা হয়েছে |

আমরা মিলনসাগরে তাঁর কবিতা প্রকাশিত করার অনুমতি পেয়ে আনন্দিত |

কবির সঙ্গে যোগাযোগ : ইমেল -
nabarunghoshal@yahoo.co.in

আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
কবি নবারুণ ঘোষালের কবিতা   
HOME
HOME BANGLA