নন্দলাল বন্দ্যোপাধ্যায়
কবির জন্মদিন আমাদের সঠিকভাবে জানা নেই তবে তিনি কবি
শক্তি চট্টোপাধ্যায়ের  সমসাময়িক | যদি কেউ আমাদের এই কবির
জন্মদিন ও জীবন সম্বন্ধে আরও কিছু তথ্য জানান তবে আমরা প্রেরকের নাম
এই পাতায় কৃতজ্ঞতার সাথে উল্লেখ করবো |
আমাদের ই-মেল
: srimilansengupta@yahoo.co.in
কবি নন্দলাল বন্দ্যোপাধ্যায়  - এর জন্ম হুগলী জেলার রাধানগর গ্রামে | তিনি প্রকৃত অর্থে একজন
শক্তিমান কবি অথচ প্রচার বিমুখ এবং মানুষ হিসেবে শান্ত, অমায়িক এবং অজাতশত্রু |

প্রথম যৌবনে ছিলেন
শক্তি চট্টোপাধ্যায়-প্রমুখ কবিগণের অতি ঘনিষ্ঠ আপন জন | তিনি একদা-ঐতিহ্য-সৃষ্টিকারী
প্রখ্যাত "ধ্বনি" পত্রিকার সম্পাদক এবং পরে "যাত্রাগান" সাময়িক পত্রের স্বত্বাধিকারী সম্পাদক ছিলেন |
কিন্তু হঠাৎ একদিন তিনি কলকাতার সঙ্গে সম্পর্ক চুকিয়ে এবং এর অসুস্থ প্রতিযোগীতা থেকে নিজেকে সরিয়ে
তাঁর গ্রামে ফিরে যান |  সেখানে আধুনিক বাংলা রেনেসার জনক রাজা রামমোহন রায়ের জন্মভিটা সংস্কার
এবং গ্রামোন্নয়নের কাজে নিয়োজিত থাকেন |

তাঁর কাব্যগ্রন্থ "হিরন্ময় অন্ধকারে ডুবুরি", "নন্দলাল বন্দ্যোপাধ্যায়ের কবিতা" প্রভৃতি | এ ছাড়া তাঁর রচনায়
রয়েছে বিপুল তথ্যে সমৃদ্ধ রাজা রামমোহন রায় সম্পর্কিত কয়েকটি মূল্যবান গ্রন্থ | তাঁর কবিতায় বাংলার পল্লী
সমাজের সাধারণ অশিক্ষিত মানুষের মুখের ভাষা, ভাব-ভাবনা ও জীবনবোধ---উপমা-উৎপ্রেক্ষা-রূপকল্পের
অভিনব-দ্যুতি ক্ষণে ক্ষণে ঝলকিত হয়ে উঠেছে |

                                   
উত্স : কবি পরিচিতি, "নন্দলাল বন্দ্যোপাধ্যায়ের কবিতা", প্রকাশক - ভারবি

আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in        
কবি নন্দলাল বন্দ্যোপাধ্যায়-এর কবিতা   
HOME
HOME BANGLA