নয়নতারা ধারার সিঙ্গুর নন্দীগ্রামের কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।   www.milansagar.com
১।  র্গি এলো সিঙ্গুরে             
২।  
হীদ তাপসী          
                  
          
        
*
শহীদ তাপসী
নয়নতারা ধারা

২রা পৌষ আমরা সেদিন অনশন মঞ্চে যাবো |
তাড়াতাড়ি করে যাচ্ছি আমরা ট্রেনটা নাহি মোরা পাব |
পিছন থেকে কে যেন আমাদের থাম থাম দিল রব |
ডাক শুনেই আমরা সকলে দাঁড়িয়ে পড়লাম সব |
ছেলেটি এসে বললো আমাদের টাটাদের খেয়েছো অনেক নুন |
দেখে এসো বাজেমেলিয়ায় একটি মেয়ে হয়ে গেছে আজি খুন |
কথাটি শুনে আমাদের সকলের মাথাটি গিয়েছে ঘুরে |
এতটা রাস্তা আমরা সকলে যাবো বা কেমন করে |
অনেক কষ্ট করে আমরা বাড়িতে তাদের গেলাম |
সেখানে গিয়ে আমরা সকলে কিছু না দেখতে পেলাম |
হে ভগবান তুমি কেন মোর রইলে না ওর সহায় |
গিয়ে দেখি ওর মা জননী কাঁদছে বসে দাওয়ায় |
মেয়েটির মুখটি ছিল ঠাকুরের মত গড়া |
তাদের মুখগুলো হয় যেন সব হনুমানের মত পোড়া |
যারা মেরেছে তাদের তুমি দিও গো এমন সাজা |
পরের জনমে তারা যেন হয় শুকর কিংবা গাধা |
এমন ছাগল হয়েছে তারা জন্মেছে মায়ের গর্ভে |
বিনা দোষে মেয়েটিকে তারা পাঠিয়ে দিলেন স্বর্গে |
আমরাও মা হয়ে তাদের দিলাম অভিষাপ |
সাত জনমেও পাবিনা তোরা নরকেতেও বাস |
ফুলের মতো মেয়েটি যে সে ফুলের মত মুখ |
হেরে গেল এ জীবনে সে পেলো না তো আর সুখ |
তাপসী তুমি আমাদের কাছ থেকে যে দিন হয়েছো হারা |
তুমি হয়ে গেছো সেদিন থেকে দুর আকাশের তারা |
তুমি বিদ্রোহিনী তুমি বিজয়িনী তোমার জন্য আমরা তো কেঁদে সারা |
উপরে যদি থাকে ভগবান বিচার একদিন হবেই |
জোর করে তোমাকে মেরেছে যারা শাস্তি তারা পাবেই |

.                **************                                                        
উপরে
.                                         সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত
.                                                অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                                                                 দুষ্ট কবির ধৃষ্ট কবিতা

এই কবিতাটি ৩রা অক্টোবর ২০০৭ তারিখে এখানেই প্রথম প্রকাশিত হল  |

মিলনসাগর
[ একটি অনুরোধ - এই সাইট থেকে আপনার ব্ লগ্ বা সাইটে, আমাদের কোন লেখা,
কবিতা বা তার অংশবিশেষ নিলে, আমাদের মূল পাতা
https://www.milansagar.com/index.html
এ দয়া করে একটি ফিরতি লিঙ্ক দেবেন আপনার ব্ লগ্  বা সাইট থেকে, ধন্যবাদ ! ]
*
বর্গি এলো সিঙ্গুরে
নয়নতারা ধাড়া, গোপালনগর গ্রাম, সিঙ্গুর, হুগলী

টাটার দল আসিয়া
জমি নিতে চায় কাড়িয়া
কেমনে তা এই বুকে ধরি |
জমি যে আমাদের ধন
জমি যে আমাদের জান
জমি যে আমাদের মান
জমি যে আমাদের জন্মভূমি |
সারা বছর খাটিয়া
মাথার ঘাম ফেলিয়া
ধান গোলাতে ভরি -
বাঁচার রসদ তুলি |
জমি গেলে যাবে ধান
সঙ্গে যাবে ধন ও মান
কেমনে বাঁচবো বলো |
তাই হাতে হাত ধরিয়া
প্রতিরোধ করবো সবাই - ভাইরে |
আছে আমাদের একতা
সহায় থাকবেন দেবতা
এসো লড়াইয়ের সাথে - ভাইরে |

.        **************                                               
উপরে
.                         সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত
.                                অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                                                 দুষ্ট কবির ধৃষ্ট কবিতা

এই কবিতাটি 'অনীক' পত্রিকাতে ডিসেম্বর ২০০৬ সংখ্যায়
প্রকাশিত হয়েছিল |

মিলনসাগর