নিধু বাবুর টপ্পা যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। www.milansagar.com |
|| কামোদ খাম্বাজ || জলদ তেতালা || নানান্ দেশে নানান্ ভাসা (ভাষা) বিনে স্বদেশীয় ভাসে পূরে কি আশা ? কত নদী সরোবর, কি বা ফল চাতকীর | ধরাজল বিনে কভু ঘুচে কি ত্রিষা (তৃষা) ? . *********** উপরে |
|| সিন্ধু খাম্বাজ || তলহরি || আসিবে হে প্রাণ কেমনে এখানে | ননদী দীরুণ অতি, আছে সে সন্ধানে || রাখিতে পরাণ মোর, আমি নাহি পারি আর | পিরীতে এই সে হ'লো সংশয় জীবনে || ১ || মদন রোদন করে, বিরস দেখিয়ে মোরে | লাজ ভয় কাল সম দয়া নাহি জানে || ২ || নিদয় বিধাতা যারে, সদয় কে হয় তারে | আমার উপায় ইথে হইবে কেমনে || ৩ || ধিক্ ধিক্ নারীগণে, মিলয়ে পুরুষ সনে | কুল তেয়াগিতে নারে, মরে মন মানে || ৪ || . *********** উপরে |
|| ঝিঁঝিট || জলদ তেতালা || পিরীতি না জানে সখী (সখি), সে জন সুখী বল কেমনে ? যেমন তিমিরালয় দেখ দীপ বিহনে || প্রেমরস সুধাপান, নাহি করিল যে জন, বৃথায় তার জীবন, পশু সম গণনে || ১ || . *********** উপরে |
|| ঝিঁঝিট || ঢিমে তেতালা || যাও ! তারে কহিও, সখি, আমারে কি ভুলিলে | হে | বিরহে তব প্রাণ সংশয়, ভাসি আমি নয়ন সলিলে || আসিবে আশয়ে, পথ নিরখিয়ে, আছি প্রাণ ! তোমার মনে প্রাণ ! জানি, কি আছি প্রাণ ! গেলে কি হইবে আইলে || ১ || . *********** উপরে |
|| সিন্ধু কাপী || একতালা || আমি আর পারি না সাধিতে এমন করিয়ে | কত মত কহিলেম মিনতি করিয়ে || তাহার কি করি বল, না শুনে শুনিয়ে | যত দুঃখ মোর সখি তাহার লাগিয়ে || বৃথায় কি ফল বল সে কথা কহিয়ে || ১ || . *********** উপরে |
|| বেহাগ || তেতালা || ভ্রমরারে ! কি মনে করি আইলে প্রাণ নলিনী ভবনে | একি অপরূপ, সরোজে সদয়, নিদয় কেতকী কাননে || ত্যজিয়ে এমন সুখ, দুখে আগমন, বুঝিতে না পারি নাথ, কহ কি কারণ | অধিনীজনে কি পড়িয়াছে মনে, কি ভ্রমে আইলে এখানে || ১ || দেখহ তপন সখা জগতে বিদিত, হেরি হই বিকসিত, থাকিলে মুদিত | তাহার কিরণ, শেষে দহে প্রাণ, না হয় শীতল জীবনে || ২ || . *********** উপরে |
|| সরফর্ দা || তালহরি || শুন, শুন, শুনলো প্রাণ ! কেন তুমি হও কাতর ? মনঃ প্রাণ আঁখি, যারে দেখে সুখি, তাহারে রোষ কি হয় আমার ? আসা আশাকরি কেবল তোমারি, বুঝলো বিচারি কারে হেরি | লয়ে তব মনঃ মনঃপুরে মন, করে রস পান, আশা আমার || ১ || . *********** উপরে |
|| মালকোষ-বসন্ত || জলদ তেতালা || ঋতুরাজ ! নাহি লাজ, একি রাজনীত ? পরিবার যত, হয় এক মত, কামিনীর চিত, দহিতে উচিত ? বল দেখি কোন রাজা, বধ করে নারী প্রজা ? তবে রাজা জানি, যদি পতি আনি, বাঁচাও কামিনী, মদনের হাত || ১ || আপনার বিরহেতে, আপনি জ্বলেছি তাতে | শুনরে কোকিল, বধ কেন বল, কর কোলাহল, যথা প্রাণকান্ত || ২ || . *********** উপরে |
|| মালকোষ-বসন্ত || জলদ তেতালা || কি চিত্র বিচিত্র কুসুম ঋতুর চরিত্র গুণ | রতি পতি সেনাপতি, অনঙ্গ যাহার খ্যাতি, জ্বালাতনে করে জ্বালাতন || দেখ, এমন পবন, জগত জনজীবন, ঋতুগণে বিপরীত, হ'য়ে হুতাশন বত, দহে সদা বিরহিনী জনে || ১ || কোকিল মধুর স্বরে, অন্তর উল্লাস করে | পথিকজনরমণী, ওই স্বর কর্ণে শুনি, বলে, --- বিষ শর নাশে পরাণ || ২ || . *********** উপরে |
|| মালকোষ || তাল হরি || মধুর বসন্ত ঋতু ! হে কান্ত ! যাবে কেমনে ? হেরি ঋতুরাজ, প্রবল মনজ, বুজহে মনে || মলয়া মারুত, বহিছে সদত, কোকিল কাননে | তার কুহুম্বরে, বিরহিনী শরে জ্বলিত প্রাণে || ১ || . *********** উপরে |
|| মালকোষ || তাল হরি || এ কি তোমার মানের সময় ? সমুখে বসন্ত ! দেখ, কুসুম কাননে, বিহরয়ে অলিগণে, হরিষ নিতান্ত || মন্দ মন্দ সমীরণ, বহে অতি ঘনে ঘন, মদন দুরন্ত | মনেতে বুঝিয়ে দেখ, বাহ্যেতে উদয় দেখ, যামিনীর কান্ত || ১ || অতি সুমধুর রব, করয়ে করিল (কোকিল) সব, হও হরষিত | ইথে যদি থাকে মান, ঋতুরাজের অপমান, জানহ নিতান্ত || ২ || . *********** উপরে |
|| বাগেশ্বরী || শৈলেন্দ্রতনয়া শিবে, সদাশিবে প্রদাভবে, সুধাংশুশেখর সীমন্তিনি | মা | বিকল পতিত জনে, ত্রাহি তারা নিজগুণে, দয়াময়ী প্রণতপালিনী || আপনি কর্ম্মানুসারে, ভবে ভ্রমি বারে বারে, শ্রমভরে কাতর তারিণি | শিবদা অশিব হরা, ব্রহ্মমযী পরোত্পরা, সদানন্দে সুখপ্রদায়িনী || ১ || . *********** উপরে |
|| কামোদ || অপার মহিমা তব, উপমা কেমনে দিব, নিরুপমা ত্রিকালবর্ত্তিনি | মা | যক্ষরক্ষ সুরাসুর, গন্ধর্ব নর কিন্নর, চরাচর সর্ব্ব সচেতনি || প্রকৃতি চতুর্বিংশতি, ভুতাশ্রমে অবস্থিতি, মন যথা নিও গো আপনি | এমন দুর্গম পার, তরিবারে শক্তি কার, নগরাজ কুলকুণ্ডলিনি || ১ || . *********** উপরে |
|| মল্লার || শঙ্করি শৈলেন্দ্র সুতে, শশাঙ্ক শিখরাশ্চিতে, সদাশিবে শিব প্রদায়িনী (নি) | মা | ত্রৈলোক্য ত্রিতাপ হরা, তুমি আদ্যা পরাত্পরা, তপনজ ভয় নিবারিণি || সৃজন পালন ক্ষয়, কটাক্ষেতে তব হয়, তত্ত্বময়ী ত্রিগুণ ধারিণি | তোমা বিনে ত্রিভূবনে, কে তারে তাপিত জনে, ত্রাণ কর ওগো ত্রিনয়নি || ১ || . *********** উপরে |
|| বেহাগ || জলদ তেতালা || সখি ! কোথায় পাব তারে, যারে প্রাণ সঁপিলেম | যাহার কারণে আমি কলঙ্কী হইলেম || পরাণ কেমন করে, রহিতে না পারি ঘরে | সুখ আশে দুঃখ নীরে এবে যে ডুবিলেম || ১ || আগেতে না জানি এত, এমন করিবে নাথ, জানিলে কি করি প্রীত, না জান্যা করিলেম || ২ || . *********** উপরে |