কবি নীলমণি পাটনি-র গান যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। |
তেমন পূজা কোথা পাব বল্, তারা গো মা , কেবল গঙ্গাজল অঞ্জলি করে, মানকে নৈবেদ্য করে, দিব মা তোর চরণ দরে, নির্মল গঙ্গাজল | আমি কোথা পাব অন্য বলি, মহিষাদি অজাবলি, দিব ছয় রিপুকে নরবলি, দর্গা বলি বদনে | মা এবার পলাবার পথ তোমার নাই, উপায় নাই, সন্ধান নাই | তারা ধরব বলে তারা, মুদিয়ে পাপ-চক্ষের তারা, রেখেছি জ্ঞান-চক্ষের তারা প্রহরী সদাই || মা কে জানে তোমার লীলে, কী ছলে কোন ভাবেতে রও, করে যতন, বহু যতন, ধনধান্য নানা রতন, দিলেও তুষ্ট নও | তোমায় রাবণ সেই লঙ্কাপুরে, অতি যত্নে যত্ন করে, পূজা করে সবংশেতে যায় | তারা গো, আবার শ্রীমন্তে প্রসন্ন হয়ে, বিনা পূজায় আপনি গিয়ে, মশানেতে অভয় দিয়ে, রক্ষা করলি তায় | এখন পরমার্থ পরম ধনে, আছিস মা তুই পরম ধনে, তারা গো, তোমায় যে ভজেছে, সেই পেয়েছে, ব্যাস লিখেছেন পুরাণে || . **************** উপরে মিলনসাগর |