কবি নিত্যানন্দ বৈরাগী-র গান
নিত্যানন্দ বৈরাগী
১১৫৮ ~ ১২২৫ বঙ্গাব্দ
১৭৫১ ~ ১৮১৮ খৃষ্টাব্দ
কবি নিত্যানন্দ বৈরাগী
-চন্দননগরের বাসিন্দা ছিলেন |
কবিওয়ালাদের মধ্যে ইনিও প্রতিষ্ঠাপন্ন ছিলেন | কবি গান ছাড়াও তাঁর রচিত অনেকগুলি
প্রণয়সংগীতও দেখা যায় | নিজের দলের গান ইনি নিজেই রচনা করিতেন |
. --- উত্স:
দুর্গাদাস লাহিড়ি
সম্পাদিত "বাঙালীর গান" ১৯০৫
আমাদের ঠিকানা :
srimilansengupta@yahoo.co.in
আমাদের কাছে
কবি নিত্যানন্দ বৈরাগী-র
কোনো ছবি
নেই | একটি ছবি এবং কবি সম্বন্ধে আরও
তথ্য আমাদের কাছে পাঠালে আমরা
কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের নাম
এইখানে ছবির ও তথ্যে সাখে উল্লেখ
করবো |
আমাদের ঠিকানা-
srimilansengupta@yahoo.co.in