. পিরিতে সই এমন বিরাগী হই | . ভাবি তার মুখ নিরখিব না | . এ মুখ তারে দেখাব না | . বিরহে প্রাণ গেলে তবু কথা কব না || . পুন হলেদরশন, করয়ে কী গুণ, . তখন সে মনে থাকে না | . সখি ! না জানি কী ক্ষণে, . সে লম্পট সনে, হইল বিধির ঘটনা | অন্তরে সদা ঔদাস্য, দিবানিশি ওই ভাবনা || সখি! হেন নাহি কেহ, নিবারে এ দাহ দেখো না ||
. আমি তোমার মন বুঝিতে করেছি মান | . দেখি, আমায় কেমন তুমি ভালোবাসো প্রাণ || . মনে আমার একবার নাহি বিভিন্নতা জ্ঞান | . অন্তরে হরিষ, মুখেতে বিরস, . কপটে ঝরিছে এ দুটি নয়ান || . তুমি বল প্রেয়সী আমি তোমার প্রেমাধীন | . অন্য নারী-সহবাস নাহি কোনো দিন | . প্রত্যক্ষে সে কথা, করি ঐক্যতা, . সরল কী তুমি পুরুষ পাষাণ ||