কবি নিত্যানন্দ বৈরাগী-র গান
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
১।      বঁধুর বাঁশি বাজে বুঝি বিপিনে      
২।      
সে কেন রাধারে কলঙ্কিনী করে রাখিলে   
৩।      
হেরি প্রাণরে তব মুখকমলে নয়নখঞ্জন  
৪।      
আমি তো সজনি ! জানি এই     
৫।      
পিরিতে সই এমন বিরাগী হই   
৬।     
আমি তোমার মন বুঝিতে করেছি মান        
৭।      
কেন সজনি! মোর মরণ নাহিকো হয়      
৮।      
ওহে প্রাণ রে!          
৯।      
ব্রজে কী সুখে রয়েছে, কী দশা ঘটেছে         
১০।     
তোমা বিনা গোপীনাথ, কে আছে গোপীকার       
১১।     
মন জ্বলে, মান-অনলে       
১২।     
কমলিনি ! কুঞ্জে কী কর      
১৩।     
সখি! এই বুঝি সেই রাধার মনোচোর      
১৪।     
কী হেতু এমন ভাব নিরখি তোমায় রে      
১৫।      
যাহার লাগিয়ে জাগিযে যামিনী   
১৬।     
মনের আনন্দে, গো বৃন্দে চলো     
*
বঁধুর বাঁশি বাজে বুঝি বিপিনে |
শ্যামের বাঁশি বাজে বুঝি বিপিনে
|
নহে কেন অঙ্গ অবশ হইল,
সুধা বরষিল শ্রবণে ||
বৃক্ষডালে বসি পক্ষী অগণিত,
জড়বৎ কোনো কারণে,
যমুনারই জলে বহিছে তরঙ্গ,
তরু হেলে বিনে পবনে ||
একী একী সখি, একী গো নিরখি,
দেখো  দেখি সব গোধনে |
তুলিয়ে বদন, নাহি খায় তৃণ,
আছে যেন হীনচেতনে ||
হায় ! কীসের লাগিয়ে,
বিদরে হিয়ে, উঠি চমকিয়ে সঘনে |
অকস্মাৎ একী, প্রেম উপজিল,
সলিল বহিছে নয়নে |
আর একদিন, শ্যামের ওই বাঁশি
বেজেছিল কাননে |
কুললাজ ভয়, হরিলে তাহাতে,
মরিতেছে গুরুগঞ্জনে ||


.                   ****************                                                       
উপরে


মিলনসাগর
*
সে কেন রাধারে কলঙ্কিনী করে রাখিলে |
.   বুঝিতে নারি সখী, শ্যামের এ লীলে |
.        দ্বারকা হতে আসি শ্রীহরি,
.        দ্রৌপদীর লজ্জা নিবারিলে ||
ইন্দ্রযজ্ঞ ভঙ্গ করে সই, যে জন গিরি ধরিলে |
.        শিশু বত্স ধেনু কারণে আয় মায়াতে
.                ব্রহ্মার মন ভুলালে ||
.                হায়! দেখো প্রাণসখি,
.          যোগীজন যারে সদা করে ধ্যান |
.        যাহার বাঁশির গানেতে, যমনা বহে উজান
.        যার বেণুরবে ধেনু সব, ধায় পুচ্ছ তুলে |
.                যারে দরশন করিতে,
.        হরপার্বতী আসিতেন এই গোকুলে ||
.           হায়! ত্রেতাযুগে শুনেছি সখি,
.           করো দেখি তাহা প্রণিধান |
যাহার গুণে পশু পক্ষীর, ঝুরিত দুটি নয়ান ||
.                সীতা উদ্ধারিতে যে জন,
.                ছলেতে ভাসালে শিলে |
.                যার পদরেণুপরশে দেখো,
.                অহল্যা মানবদেহ পেলে ||
.                 হায়! সবে বলে দয়াময়,
.                পঞ্চ পান্ডবের সখা শ্রীহরি |
প্রেমের বন্ধনে হলেন বলিরাজার দ্বারেতে দ্বারী ||
.  হিরণ্য বধিতে যে জন, নৃসিংহরূপ ধরিলে |
.                প্রহ্লাদ ভক্তের কারণে হরি,
.           স্ফটিকেরই স্তম্ভে দেখা দিলে ||
.            হায় ! ত্রিপুরারি যার নাম,
.           জপে অবিশ্রাম, দিবা রজনি |
.        বীণাযন্ত্রে যার গুণ গায় সেই নারদমুনি ||
.  শমন দমন হয় যার নামে, রামজীদাসে বলে |
.           মৈত্রভাবে যে জন করেছিল কোলে,
.                      গুহকচন্ডালে ||



.              
          ****************                                                 উপরে


মিলনসাগর
*
.        হেরি প্রাণরে তব মুখকমলে নয়নখঞ্জন |
.                ওলো, হবে দুখ নিবারণ |
.     অতি সুমঙ্গল হেরি আজ যুবতি,
.                বুঝি ভূপতি হব এখন ||
কমলোপরেতে খঞ্জন, যদি দেখে কোনো জন |
.        অবশ্য তাহার হয় রাজ্যলাভ ওলো,
.                এই তো বেদের বচন ||
.        হায়, ইহার কারণে যাত্রাকালেতে,
.                শুনো ওলো সুন্দরী |
বামে শব শিবা কুম্ভ দক্ষিণে মৃগ দ্বিজ হেরি ||
তারই ফল বুঝি আমার আসি ফলিল এখন |
ছত্রধারী হব,  তোমার হৃদয়ে পাব হৃদিসিংহাসন ||


.                        ****************                                                 
উপরে


মিলনসাগর
*
আমি তো সজনি ! জানি এই |
যে ভালোবাসে ভালোবাসি তায় ||
পরেরই সনে করে প্রণয়,
পরের লাগিয়ে, প্রাণে মরি গিয়ে,
পর যদি আপনারই হয় ||
আমারে যে জন করয়ে মমতা,
সরলতা ব্যাভারেতেই সই |
আমারই কেমন স্বভাব গো সই,
বিনা মূল্যে তার দাসী হই ||


.        ****************            
                                                    উপরে


মিলনসাগর
*
.        পিরিতে সই এমন বিরাগী হই |
.        ভাবি তার মুখ নিরখিব না |
.        এ মুখ তারে দেখাব না |
.        বিরহে প্রাণ গেলে তবু কথা কব না ||
.        পুন হলেদরশন, করয়ে কী গুণ,
.        তখন সে মনে থাকে না |
.        সখি ! না জানি কী ক্ষণে,
.  সে লম্পট সনে, হইল বিধির ঘটনা |
অন্তরে সদা ঔদাস্য, দিবানিশি ওই ভাবনা ||
সখি! হেন নাহি কেহ, নিবারে এ দাহ দেখো না ||



.        ****************                                                                
উপরে


মিলনসাগর
*
.        আমি তোমার মন বুঝিতে করেছি মান |
.  দেখি, আমায় কেমন তুমি ভালোবাসো প্রাণ ||
.   মনে আমার একবার নাহি বিভিন্নতা জ্ঞান |
.                অন্তরে হরিষ, মুখেতে বিরস,
.                কপটে ঝরিছে এ দুটি নয়ান ||
.    তুমি বল প্রেয়সী আমি তোমার প্রেমাধীন |
.          অন্য নারী-সহবাস নাহি কোনো দিন |
.        প্রত্যক্ষে সে কথা, করি ঐক্যতা,
.                 সরল কী তুমি পুরুষ পাষাণ ||


.     
                 ****************                                                  উপরে



মিলনসাগর
*
.        কেন সজনি! মোর মরণ নাহিকো হয় |
.        সুখ কালে সুখ ঋতু, দুখ দেয় অতিশয় |
.  তথাচ এ পাপ প্রাণ, কী সুখে         এ দেহে রয় ||
.  যার অনুগত প্রাণ, সে গেল তেজে আমায় |
.        তার সাথে, সেই পথে,
.        প্রাণ কেন নাহি যায় |
.  মরিলে এ দেহ সখি, জ্বলে চিতা-আগুনে |
.  দুখ বোধ নাহি হয়, শব-অঙ্গ-দাহনে |
.  সজীব শরীর, এ যে, বিরহ-অনলে দয় |
.  দগধিয়ে মরি সখি, ইহা কি পরানে সয় ||



.                      ****************                                                  
উপরে



মিলনসাগর
*
.                   ওহে প্রাণ রে!
.        কহ কুমুদিনী পদ্মিনী কোথা আমার !
.           এ সরোবরে, না হেরি তারে,
.            আমি সব হেরি শূন্যকার
|
.            আমায় কে দেবে মধুদান
|
.         কার মুখ নিরখিয়ে জুড়াইব প্রাণ
|
.          তাহার বিচ্ছেদে, মন প্রাণ কাঁদে,
.                চারিদিক অন্ধকার ||
.         পদ্মিনীর সখা ভ্রমর, জানে এই জগতে
|
.        এই সরোবরে আসিতাম তার মন রাখিতে
|
.                  বিধি তাহে নিদয় হয়ে
|
.           এমন সুখের প্রেম, দিলে ঘুচায়ে
|
.          কী হল, কী হল, কমল কোথা গেল,
.                  তারে কি পাব না আর
||



.                      ****************                                                  
উপরে



মিলনসাগর
*
.          ব্রজে কী সুখে রয়েছে, কী দশা ঘটেছে |
.        সে শ্যাম সুন্দর বিহনে দেখো না ওগো রাই,
.            বনের পশু পক্ষী আদি ঝুরিছে
||
হায় ! সহজে শ্রীমতী তোমার অঙ্গ যে দহিছে |
.                শ্যামের বিচ্ছেদ, সামান্য কী খেদ,
.                        পাষাণ বিদার হতেছে
||
হায় ! ভ্রমরার দশা দেখো, এ সুখ বসন্ত সময়ে |
.                ধুলায়ে ধূসর, হয়ে কলেবর,
.                ভূমেতে রয়েছে পড়িয়ে ||
.        হায় সখি! কোকিলেরা না করে গান,
.                  অজ্ঞান হয়ে রয়েছে |
.          কৃষ্ণবিরহেতে দেখো না প্যারি,
.                খেদে কুহুরব ভুলেছে
||



.                      ****************                                                  
উপরে



মিলনসাগর
*
তোমা বিনা গোপীনাথ, কে আছে গোপীকার |
.   শ্রীনন্দের নন্দন কৃষ্ণ, কোথা হে আমার ||
.   ওহে ব্রজহরি, মরে রাধা প্যারি,
.   দেখা দিয়ে প্রাণ রাখো ; রাখো একবার
|
দীনবন্ধু দুখ ভঞ্জন, অকিঞ্চন জনের ধন,
.   কেন হলেহে, হেন নিদারুণ ||
.   কুলাইতে পার ব্রহ্মান্ডের ভার |
.    রাধার ভার কি হল এক ভার ||
.    তুমি কৃষ্ণ বলে ডাকো একবার |
.    শুনোরে কোকিল শুনো শুনো,
.    বলি শুনো মিনতি আমার |
.    হরিহারা হয়ে আছ মৌনে বসিয়ে,
.    মধুর রব শুনিনে যে আর ||
.    এই দেখো বৃন্দাবন বসন্ত এল |
.   নীরবে রয়েছে কেন ওরে কোকিল |
.   হরিগুণ গান পিক করো রে এখন,
.   শুনে প্রাণ জুড়াক শ্রীরাধার !


.                ****************           
                                             উপরে



মিলনসাগর
*
মন জ্বলে, মান-অনলে,
আমি জ্বলি তার সনে |
এ পিরিতি মিলনে |
তুয়া দুঃখে আমি দুখী কী অদুখী,
বিধুমুখী ইহা বুঝো না কেনে ||
অভিমান দূরে, না ত্যজিলে প্রাণ,
কী কর, কী কর, বলি এক্ষণে |
প্রলয় লক্ষণ, হতেছে এখন,
দুই জন পাছে মরি প্রাণে ||
হায় কাননে অনল লাগিলে যেমন,
কীট পতঙ্গাদি হয় জ্বালাতন |
তোমার পিরিতে দিবস শর্বরী,
ততোধিক আমি হতেছি দাহন ||
ওলো এদায়ে যে জন, করে পলায়ন,
পরান লইয়া সেই সে বাঁচে |
আমি লো সুন্দরি, পলাতে না পারি,
কেবলই তোমারই ওই মমতা গুণে ||



.                ****************                                                        
উপরে



মিলনসাগর
*
.           কমলিনি ! কুঞ্জে কী কর |
.         
  তোমার নব প্রেম ভাঙিল,
.           ব্রজের বসাতি বুঝি উঠিল |
মথুরাতে যাবে কৃষ্ণ ওই নন্দের ভেরি বাজিল|
.   সহচরী কহে কিশোরী ব্রজে প্রমাদ হইল |
.      মথুরা হইতে, প্রাণনাথে হরে নিতে,
.                  অক্রুর আইল ||
.         যে শ্যামাচাঁদ সোহাগে তোমায় |
.            আদরিনী বলে ব্রজেতে |
সে শ্যাম সুন্দর মথুরা নগরে, যাবে নিশি-প্রভাতে
সেই বংশীধারী, যাবে গো প্যারি ত্যজে গোকুলে|
.           নিধুবনে ‘রাধা রাধা’ বলে,
.        
    কে বাঁশি বাজাবে বলে ||


.              
    ****************                                                     উপরে



মিলনসাগর
*
সখি! এই বুঝি সেই রাধার মনোচোর,
.        নটবর বংশীধারী |
.        ত্যজে সেই বৃন্দাবন,
.        শ্যাম এলেন এখন মধুপুরী |
.        আমা সবা পানে কটাক্ষে চেয়ে,
.        করে নিল চিত চুরি ||
.        মথুরানগরী কহিছে সবে,
.        কৃষ্ণেরও লাবণ্য হেরি |
.        অক্রুর সহিতে, কে এল ওই রথে,
.        কালো রূপে আলো করি |
.        শ্রবণে যেমন শুনেছিলাম সই,
.        দেখিলাম আজ নয়নে |
.        আঁখি মনের বিবাদ আমার
.        ঘুচে গেল এত দিনে |
.        এত গুণ রূপ না হলে সখি,
.        গুণময় হয় কি হরি |
.        এমন মাধুরি, কভু নাহি হেরি,
.        আহা মরি মরি মরি ||



.                  ****************                                                     
উপরে



মিলনসাগর
*
.        কী হেতু এমন ভাব নিরখি তোমায় রে,
.        বহিছে দু নয়নে শোক-নীরধার রে ||
.        বলো তব ধরি করে, প্রাণ যে কেমন করে,
.   ভালো তো আছেন প্রাণে প্রাণেশ আমার রে |
.          হেরি তব ম্লান মুখ, বিদরিয়ে যায় বুক,
.        উথলিয়া উঠিতেছে, শোক-পারাবার রে ||



.                  ****************                                                     
উপরে



মিলনসাগর
*
.                যাহার লাগিয়ে জাগিযে যামিনী,
.                রয়েছ বসিয়ে শ্যামসোহাগিনি |
.                যাহার লাগিয়ে, সুরাগে রাগিয়ে,
.          ওগো সুধামুখি  রাই, সোহাগে গলিয়ে,
.        ত্যজিয়ে ভবন, সাজায়েছ আজ নিকুঞ্জ কানন,
.                কুসুম-ভূষণে সেজেছ মোহন,
.                কুলশীল লাজে দিয়েছ ছাই ||


.              
                ****************                                                     উপরে



মিলনসাগর
*
.                        মনের আনন্দে, গো বৃন্দে চলো,
.           শ্রীব়ন্দাবনে                           হরি দরশনে,        
                    এখানে মাধব সেখানে ||
.                   উভয়েতে হেরি গিয়ে, জুড়াব উভয় |
.            ইহাতে হইবে কত সুখোদয় |
.                   মনের তিমির যাবে মন মিলনে ||
.                   সাজা গো সাজো গো সাজো, সাজো তুরিতে |
.                   সুচিত্রে চম্পকলতা, আরে ললিতে |
.                   রঙ্গদেবী সুদেবী গো, যত সখীগণে ||
.                   আমার সঙ্গেতে সবে করহ গমন |
.                   রাধা বলে বাজে বাঁশি শুনি শ্রবণে ||


.                              ****************                                                     
উপরে



মিলনসাগর