কবি পারমিতা চক্রবর্তী ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ. করেছেন |
নিবিড়তাপ্রিয় পারমিতার মতে, অব্যক্ত সকল যন্ত্রণার, বঞ্চনার, বাস্তবানুভূতির, প্রেমের, দর্শনের ভাষা
কবিতা | তিনি মনে করেন কবিতাই মানুষকে ক’রে তোলে মিতবাক্ অথচ বন্ধুপ্রিয় | কবিতা তাঁর
একাকীত্বের একমাত্র সঙ্গী, কষ্টের গীটার | তাই হয়তো তাঁর কবিতা পাঠককে এক গভীর অতলস্পর্শী খাদের
সামনে এনে দাঁড় করিয়ে দেয়, যেখানে কবির মতো পাঠকও একই নিঃসীম শূণ্যতায় অভ্যস্ত হন | নির্মোহতা
ও দ্বেষহীনতা তাঁর জীবনের মতোই কবিতারও বৈশিষ্ঠ |
কবির সঙ্গে যোগাযোগের ঠিকানা -
B24 Reids Line, Dehli University Staff Flats, Opposite Miranda College, Patel Chest, Delhi 110007.
চলভাষ - +৯১৯৯১০০৮৫৪২৮
আমাদের যোগাযোগের ঠিকানা :- মিলনসাগর
srimilansengupta@yahoo.co.in
.