কবি প্রমথ চৌধুরী - জন্মগ্রহণ করেন অধুনা বাংলাদেশের পাবনা জেলার হরিপুর গ্রামের জমিদার বংশে | তিনি ইংরেজীতে এম.এ. করে বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করেন | বৈবাহিক সূত্রে তিনি শিলাইদহের জমিদার ঠাকুর পরিবারের জামাতা | সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরাদেবী তাঁর স্ত্রী |
তিনি একাধারে কবি, গল্পকার, প্রবন্ধকার এবং বাংলা সাহিত্যে চলিতভাষার প্রতিষ্ঠাতা | তাঁর প্রথম প্রবন্ধ "জয়দেব" প্রকাশিত হয় "সাধনা" (১৮৯৩) পত্রিকায় | ১৮৯০ - ৯৯ এর মধ্যে তিনি সাধুভাষায় কয়েকটি গল্প লেখেন |
তাঁর সর্বপেক্ষা উল্লেখযোগ্য কীর্তি হলো বাংলা সাহিত্যে চলিত ভাষার পূর্ণ প্রতিষ্ঠা | তিনি যখন "সবুজ পত্র" (১৯১৪) নামক একটি উচ্চাঙ্গের সাহিত্য পত্র প্রকাশ করেন তখন থেকেই চলিত ভাষা সাহিত্যক্ষেত্রে এক বিদ্রোহী এবং আধুনিক মাধ্যম হিসেবে আত্মঘোষণা করে | সেই কারণেই প্রকৃতপক্ষে আধুনিক বাংলা সাহিত্যের তিনি একজন প্রধান স্থপতি |
তাঁর প্রতিভার চরম প্রকাশ প্রবন্ধ রচনায় | তাঁর ভাষা শাণিত ও দীপ্ত, তাঁর রচনাশৈলীর প্রধান ধর্ম বাক্চাতুর্য | বিরোধাভাসপূর্ণ বাক্যরচনায় তিনি সিদ্ধ | অনেকে মনে করেন তাঁর ফরাসি সাহিত্যে অধিকার তাঁর ভাষার এক বিচিত্র ক্ষিপ্রগতি ও তীক্ষ্ণতার সঞ্চার করেছিল | তাঁর বাকরীতিতে আছে লঘুপক্ষ, ভারহীন দ্রুতগতি, ভাবালুতাশূণ্য বুদ্ধির দীপ্তি, বাঙালী জীবনের জড়ত্ব ও স্থবীরতার বিরুদ্ধে তাঁর তীব্র আঘাত |
তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে "সনেট পঞ্চাশৎ" (১৯১৩), এবং "পদচারণা" (১৯১৯) | তাঁর কবিতা ভাবগভীর নয়, কিন্তু বাকবৈদগ্ধে উজ্জ্বল |