কবি প্রণব কুমার ভৌমিক -এর জন্ম বাংলাদেশের ঢাকা জেলার নারায়ণগঞ্জে | পিতা ডঃ রমেশ চন্দ্র ভৌমিক | স্কুল শেষ করেন পশ্চিম বঙ্গের জলপাইগুড়ি জেলার ফণীন্দ্রদেব বিদ্যালয় থেকে | তার পর জলপাইগুড়ির জুনিয়ার টেকনিক্যাল থেকে এল.ই.ই. পাশ করেন | ১৯৭৬ থেকে তিনি পি.ডাব্লু.ডি.রোডস বিভাগে কর্মরত আছেন |
স্কুল জীবন থেকেই লেখা শুরু করেন | তাঁর কাব্যগ্রন্থ "কাব্যে দশমহাবিদ্যা ও সংক্ষিপ্ত ঐশীকথা" ২০০৭ সালে প্রকাশিত হয় | এ ছাড়া উত্তরবঙ্গের নানা পত্রপত্রিকায় তাঁর কবিতা নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে | জলপাইগুড়ির সাংস্কৃতিক মহলে তিনি অতি পরিচিত নাম |
২০০৬ সালে সিঙ্গুর এবং নন্দীগ্রামের জমি অধিগ্রহণের ঘটনাবলি কবিকে গভীরভাবে নাড়া দেয় | তিনি নানা সময়ে কবিতায় তাঁর প্রতিবাদ প্রকাশ করেছেন | তাঁর কবিতা একদিকে যেমন গুরু গম্ভীর বিষয় নিয়ে লেখা যেমন রাজনৈতিক ভণ্ডামি, সামাজিক ও ব্যক্তি জীবনের অবক্ষয় | আবার অন্য দিকে তাঁর নন্ সেন্স রাইমস্ আমাদের সুকুমার রায়ের কথা মনে করিয়ে দেয় |
কবির সঙ্গে যোগাযোগ : ঠিকানা : রমেশ গিরি ব্রহ্মপুরাণ, পাণ্ডাপাড়া, জলপাইগুড়ি - ৭৩৫১০১ দূরভাষ : ৯১৩৫৬১২২৭৩৩৪ চলভাষ : ৯১৯৪৭৪৭২০১১১