জলে তেলে মিশ খায় . কখনো কি শুনেছো ? বাঘে গরু জল খায় . এক ঘাটে দেখেছো ? আদা আর কাঁচকলায় . এত কেন বৈরী ? সাপে আর নেউলেতে . দেখ, যুদ্ধতে তৈরী | শৃগালের যম কে . বলতে কি পার কেউ ? কুকুর যদি দেখে তায় . কেন করে ঘেউ ঘেউ | বুনো ওল আহারেতে . যদি কোন ক্ষতি হয়, বাঘা তেঁতুল সাথে রেখো, . থাকবে না কোন ভয় || শাক দিয়ে মাছ ঢাকো . এ তো ভালো কাজ নয় শাঁখের করাতে কেন . দুপাশেই ধার হয় ? বোলতার চাকে কেন . হয়নাকো মধুরস ? ভাগ্যের পরিহাসে . জোটে শুধু অপযশ |
(১) ভোট এলো দোর খোলো . জনগণ জাগরে, কান দিয়ে শোন সব . মনে ধরে রাখরে, মিটিং এর কথাগুলো . ছাকনিতে ছাকরে, চালান সূঁচকে বলে . তোর পিছে ফুটোরে, নিজের হাজার ফুটো . কেমনে সে ঢাকে রে, জনগণ শুনে সব . হাঁ করে থাকেরে ভোট এলো দোর খোল . জনগণ জাগরে ||
. (২) আজ নয় কাল ভোট, . এইখানে ভোট দিন, গণনা হতে বাকি . আরো আছে তিন দিন, পাহারায় আছে যারা . খেটে মরে রাত দিন, হেরে চুপ না থেকে . রিগিং এর দোষ দিন | ভোট পর্ব মিটে গেলে . কমার্শিয়াল ব্রেক দিন, সেই ফাঁকে ঘন ঘন . বুদ্ধিতে ধুঁয়ো দিন, যাই হোক তাই হোক . জনগণ ভোট দিন ||
(৩) তিন দিন বাদে ভোট . শুরু হল গণনা, নির্বাচন কমিশন . করে পরিচালনা, প্রহসনে প্রশাসন . করে শুধু ছলনা, হাসি খুশি ডগমগ . প্রার্থীর ললনা, বেল পাকলে কাকের কি . জনগণ বোঝে না, গণনার শেষ ফল . জনরায় বলে না ||
(৪) গণনার ফলে ছিঁকা . কার ভাগে ছিঁড়ল, রাম, শ্যাম, যদু, মধু . কেবা ভোটে জিতল, প্রার্থীর কালো টাকা . সাদা হয়ে ফিরল, পাবলিক বোকা সব . ধোঁকা সব গিলল, বিজয়ের মিছিলেতে . কত রং উড়ল, মরীচিকার পিছু পিছু . জনগণ ছুটল ||
শোন, শোন, শোন সবে, . শোন দিয়ে মন, হারাধনের পাঁচালী . করিগো বর্ণন | ভরাপেটে ফল খান . হারাধন বক্সি খালি পেটে জল খান . গোটা দুই কলসী | প্রাতরাশে থাকে তার . লুচি সাথে মন্ডা, সুবিশাল দেহ তার . নাম করা পাণ্ডা | হারাধনের মস্ত গুণ . অসময়ে খান না, পান থেকে খসলে চুন, . আস্ত রাখেন না | পলান্ন মেখে খান . ছানা দিয়ে ডালনা, সাথে দই মিষ্টি . চাটনিটা খান না | মহলেতে কাজ তার . কাটা শুধু চরকা, নিজ হাতে রাঁধেন ভালো . বিরিয়ানি তড়কা | বৈকালিতে চাই তার . রসে ডোবা মালপোয়া, আরো আছে সাথে যোগ . জয়নগরের মোয়া | লুডু ছাড়া আর কিছু . পাকা নয় খেলা তে, শকুনি মামার মত . পটু দান চালাতে | রাতে খান দুধভাত . তার সাথে রাবড়ি, ইয়া বড় গোঁফ তার . মাথা ভরা বাবরি | লজ্জা ঘৃণা লোক ভয় . নেই এক বিন্দু, স্বপ্নের তরী চেপে . পার হন সিন্ধু | ডিম-মাছ খান নাকো, . খান নাকো মাংস, লোকে বলে উনি নাকি . চানক্যের বংশ | খাবারের ভাণ্ডার . সদা থাকে পূর্ণ, টক্-ঝাল-মিষ্টি . আমলকী চূর্ণ | ছানাবড়া সন্দেশ . তার সাথে দরবেশ, থাকে যদি পাত পাশে . আহ্লাদে বলে ওঠে . আহা বেশ, আহা বেশ | তাতে গায় গান নাচে-মন, . নাচে জনগণ | হারাধনের পাঁচালী . হ'লো সমাপন |
লিখছি শোন প্রশ্নোত্তরে দেশের টাটকা সমাচার | পড়বে যারা করবে যাচাই এর যথাযত বিচার | বলি দেশটা চালায় কারা ? আমলা মন্ত্রী যারা | দেশটা চলে কিসে ? অম্ল-মধুর মিশে | দেশে শিল্পনীতি কেমন ? দু-মুখো সাপ যেমন | দেশের মাথা কারা ? মোদের শাসন করেন যারা | দেশের শিক্ষানীতির হাল ? এযে দুঃসময়ের কাল | দেশের জ্ঞানীগুণী কারা ? আজ বেঁচে নেই তাঁরা | এ দেশটা চলছে কেমন ? যার বাহুবল যেমন | দেশটা এখন কোথায় ? বাসুকিনাথের মাথায় | দেশের অসামাজিক গুণ ? ধর্ষণ রাহাজানি, খুন | এ দেশের কোথায় জ্বালা ? ক্রমেই বাড়ছে বেকারশালা | দেশের স্বাস্থ বিভাগ কেমন ? কর্কট রোগ যেমন | এ দেশ রক্ষার উপায় কি ? চাই আর একটা নেতাজী | দেশ শাসনে যারা আছেন ? তারা কর্তা হাসলে হাসেন | দেশের আমরা তবে কি ? যেন পান্তা ভাতে ঘি | বলি দেশের ভাল কিসে ? যদি - থাক মিলে মিশে |