প্রণব মুখার্জীর সিঙ্গুর নন্দীগ্রামের কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।   www.milansagar.com
*
শান্তি বৈঠক
প্রণব মুখার্জী

শান্তির পায়রাটা ঘুরপাক খেতে খেতে
হয়ে গেছে বাকরুদ্ধ
যখনি দেখেছে সে শান্তির বৈঠকে
গণহত্যাকারী সেই বুদ্ধ ||

অশান্তির মূলে যারা নন্দীগ্রামে
কেঁড়ে নিল চৌদ্দটি প্রাণ
পুঁজির দালালী করে আজ ওরা হয়ে গেছে
দেশদ্রোহী বেইমান ||

শাস্তি না হয় যদি হত্যাকারীর
শান্তি আসিবে না কখনো
সরকার যদি তাকে পুষেই রাখে
ভয়ংকর সেদিন আসছে জেনো ||

চাই না শান্তি মোরা বুলেট-বোমায়
অধিকার নিয়ে চাই বাঁচতে
তা যদি না হয়, চলবে লড়াই
সাথে নিয়ে হাঁসুয়া-কাস্তে ||

.                **************                                                        
উপরে
.                                         সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত
.                                                অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                                                                 দুষ্ট কবির ধৃষ্ট কবিতা

এই কবিতাটি আমরা কলকাতার যাদবপুর রেল স্টেশনের টিকিট কাউন্টারের
পাশে লাগানো একটি পোস্টারে দেখতে পাই |

মিলনসাগর
[ একটি অনুরোধ - এই সাইট থেকে আপনার ব্ লগ্ বা সাইটে, আমাদের কোন লেখা, কবিতা বা
তার অংশবিশেষ নিলে, আমাদের মূল পাতা
https://www.milansagar.com/index.html এ দয়া করে
একটি ফিরতি লিঙ্ক দেবেন আপনার ব্ লগ্  বা সাইট থেকে, ধন্যবাদ ! ]
*
শোন্ রে পাহারাদার          
প্রণব মুখার্জী

শোন্ রে বুদ্ধ, পুঁজির পাহারাদার
নন্দীগ্রামে কত কৃষক হত্যা
হিসাব দিবি কি তার?
ধর্ষিতা সেথা মায়েরা বোনেরা
শিশুগুলো হয় খুন্
পুলিশ প্রহরা টাটা-সুমো এসে
লাশ করে দেয় গুম |
এ কোন বুদ্ধ তুমি?
বুলেট বোমায় এই বাংলাকে
করেছ বধ্যভূমি |
শোন্ রে পাহারাদার
ফসল ফলান মাটিতে রোপণ
করবো তোকে এবার ||

.        **************                                               
উপরে
.                         সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত
.                                অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                                                 দুষ্ট কবির ধৃষ্ট কবিতা

এই কবিতাটি আমরা কলকাতার যাদবপুর রেল স্টেশনের টিকিট
কাউন্টারের পাশে লাগানো একটি পোস্টারে দেখতে পাই
মিলনসাগর
আমরা এই কবির কবিতা পড়ে আসছি নন্দীগ্রামের গণহত্যার পর
থেকেই | তিনি তাঁর কবিতা একটি পিসবোর্ডের উপর লিখে
যাদরপুর রেল স্টেশনের টিকিট কাউনটারের ঠিক পাশেই টানিয়ে
রেখে যান | এই কবির সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি নি
কারণ তাঁর ঠিকানা আমরা জেনে উঠতে পারি নি |
*
কবি সুকান্ত ভাইপোকে এ কথাই বলতেন
প্রণব মুখার্জী

ছিঃ ছিঃ ছিঃ বুদ্ধ ছিঃ
এ কি তোর ব্যবহার!
বাংলার বুকে হয়ে গেলি তুই
নয়া এক হিটলার ||

বলতো বুদ্ধ
নন্দীগ্রামে এত হার্মাদ
কোথা থেকে তুই পেলি ?
বুলেট-বোমায়, খুন-ধর্ষণে
যাদের হুকুম দিলি ||

ছিঃ বুদ্ধ ছিঃ
লজ্জাতে মোর মাথা হেট হয়ে যায়
তোর পুলিশি দাপটে সুস্থ বিবেক
রাজপথে মার খায় ||

শোন বুদ্ধ শোন
ভাল কথা বলি শোন
এখনো সময় আছে
পুঁজির দাদলালি ছেড়ে দিয়ে তুই
যা শোসিতের মাঝে
ওখানে শান্তি আছে ||

.                **************                                                        
উপরে
.                                         সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত
.                                                অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                                                                 দুষ্ট কবির ধৃষ্ট কবিতা

এই কবিতাটি আমরা কলকাতার যাদবপুর রেল স্টেশনের টিকিট কাউন্টারের
পাশে লাগানো একটি পোস্টারে দেখতে পাই |

মিলনসাগর
*
বুদ্ধ মেতেছে মৌলবাদে
প্রণব মুখার্জী

মোদির রক্ত বুদ্ধ শিরায়
বুদ্ধ --- মেতেছে মৌলবাদে
তসলিমাকে তাই দিল্লীর বুকে
রেখেছে মরণ ফাঁদে ||

ধর্ম নিরপেক্ষতা চুলোয় গিয়েছে
বুদ্ধ-মোহন জুটি
ভোটের আশায় তসলিমাকে তাই
করছে দাবার ঘুঁটি ||

ভুল করেনি তসলিমা কোনো
ধর্মে জেহাদ করে
যে ধর্ম মানুষের মত প্রকাশের
স্বাধীনতা নেয় কেড়ে ||

ধর্ম দিয়ে মানুষ পেষণ
চলবে না কোনো দেশে
ধ্বংস করো সে শত্রুদের যারা
আছে ঘৃণ্য বেশে |||

.      **************                                                                 
উপরে
.                                         সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত
.                                                অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                                                                 দুষ্ট কবির ধৃষ্ট কবিতা

এই কবিতাটি আমরা কলকাতার যাদবপুর রেল স্টেশনের টিকিট কাউন্টারের
পাশে লাগানো একটি পোস্টারে দেখতে পাই |

মিলনসাগর
আমরা এই কবিকে আমাদের ওয়েব
সাইটের
"কবিদের সভা"-র অন্তর্ভুক্ত
করতে ইচ্ছুক | যদি কেউ আমাদের এই
কবির
১।  জন্ম-তারিখ,
২। সংক্ষিপ্ত পরিচয়,
৩। একটি ছবি
এবং
৪। তাঁর যোগাযোগের ঠিকানা
জানান, তাহলে আমরা কৃতজ্ঞতা- স্বরূপ,
প্রেরকের নাম ঐ পাতায় উল্লেখ করবো |