রবীন রায়চৌধুরী
ছদ্মনাম - দ্বৈপায়ন রায়চৌধুরী
জন্ম ১০. ০১. ১৯৪০
কবি রবীন রায়চৌধুরী প্রবাসী বাঙালী সাহিত্যিকদের মধ্যে অন্যতম | তাঁর জন্ম কলকাতায় |
ভবানীপুর সাউথ সুবারবান স্কুল থেকে ১৯৫৬ সালে স্কুল ফাইনাল পাশ করে,  জিয়াগঞ্জ কলেজ থেকে
ইতিহাসে স্নাতক হন | এর পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে ইতিহাস এবং পরে বাংলা নিয়ে এম.এ.
করেন | ১৯৭৪ সালের অক্টোবর মাসে শিক্ষকতার ব্রত নিয়ে পাড়ি দেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে |
সেখানকার জীবন শুরু করেন আন্দামানের কদমতলা উত্তরা স্কুলের শিক্ষকতা দিয়ে | এর পর রবীন্দ্র বাংলা
বিদ্যালয় সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে পোর্টব্লেয়ারের মডেল স্কুলের ভাইস প্রিন্সিপ্যাল হিসেবে অবসর
গ্রহণ করেন |  নানান সাহিত্য-কর্মসূচিতে ঠাসা তাঁর অবসর জীবন এখন কাটাচ্ছেন কলকাতায় |

কবিতা লেখা শুরু ১৯৫৭ থেকেই | তাঁর কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্র-পত্রিকায় যার মধ্যে কয়েকটি,
মহারাজ, ধানসিড়ি, জমায়েত, লাপয়েজি, বর্তিকা, উত্তর দিগন্ত, ধ্রুপদী, কালপ্রতিমা, পুনশ্চ, অনীক, কবিকণ্ঠ,
প্রতীক, অশনি, জয়শ্রী, পূর্বাশা, সময়, অমৃত, দেশ অন্যতম | তিনি বাংলা এবং ইংরেজী দুটি ভাষাতেই
স্বচ্ছন্দে লিখে এসেছেন এবং সমানভাবে সমাদৃত হয়েছেন | "আজকাল" পত্রিকায় দ্বৈপায়ন রায়চৌধুরী
ছদ্মনামে ধারাবাহিক ভাবে প্রকাশিত হয় তাঁর লেখা সামরিক সমীক্ষার উপর প্রবন্ধ | তাঁর ঐ বিষয়ের উপর
বক্তৃতার জন্য ভারতীয় নৌসেনা বাহিনী তাঁকে আমন্ত্রিত করেছেন বহুবার | বর্তমানে তিনি আন্দামানের
স্বাধীনতা পরবর্তী সময়ের ইতিহাস নিয়ে লেখার কাজে হাত দিয়েছেন |

তাঁর অন্যান্য সাহিত্য কর্মের মধ্যে রয়েছে উপন্যাস "লয়ন ঝুমুরী ও রসিক লাগর" (১৯৭৯), "স্বপ্নের কাছাকাছি"
(২০০১), গল্প সংকলন "উত্তর জাহ্নবী", কবিতা সংকলন "ভিন্ন শিবিরে একাকী" (১৯৬৮), "নির্বাসনে একাকী"
(২০০১), সাহিত্য আকাদেমির দ্বারা প্রকাশিত ইংরেজীতে নিকোবরী উপজাতির লোককথার সংকলন
"
Folktales of Nicobarese (collection)" (২০০২) ও বাংলায় "নিকোবরী লোককথা" (২০০৬),  ১৯৪৭ সালের
পূর্বকালীন পটভূমিকায় আন্দামানের ইতিহাস নিয়ে
Black Days in Andaman & Nicobar (2004). এই বইটির
প্রকাশক
Manas Publication, 4858 Prahlad Street, 24 Ansari Road, Daryaganj, New Delhi 110002, বইটি
ইন্টারনেটে সংগ্রহ করতে  
এখানে ক্লিক করুন  |      

১৯৭৮ সালে আন্দামানে গিয়ে তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু হয় | শিক্ষকতার সাথে দ্বিগুণ উত্সাহে চলে
সাহিত্যকর্ম | এবার তাঁর কাজের সীমানার ব্যাপ্তি ঘটে | আন্দামান যেন মিনি-ভারত! কবির "...এই ভারতের
মহামানবের সাগর তীরে"-এর তীরটি যেন আক্ষরিক অর্থে আন্দামানেরই! সেখানে নানান প্রদেশের, নানা-
ভাষী, নানা-মতের মানুষের সান্নিধ্যে তিনি ঋদ্ধ হয়েছেন | আকাশবাণী পোর্টব্লেয়ার থেকে তাঁর একাধিক
নাটক সম্প্রচারিত হয়েছে | ১৯৯৮ সালে শ্রেষ্ঠ রেডিও নাটকের জন্য ভূষিত হয়েছেন জাতীয় পুরস্কার -
"রেডিও ড্রামা পুরস্কার"-এ, | ২০০১ সালে তিনি নির্বাচিত হন আকাশবাণীর বার্ষিক পুরস্কার কমিটির জুরি
সদস্য হিসেবে |

১৯৯৫ থেকে ২০০২ সময়কালে তিনি সাহিত্য আকাদেমির সদস্য পদ অলংকৃত করেন | তাঁর বেশীরভাগ বই
এর প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন স্বনামধন্য শিল্পী স্বপ্নেশ চৌধুরী |  একবার "সন্দেশ" পত্রিকায় তাঁর লেখা
একটি গল্পের অলঙ্করণ করেছিলেন স্বয়ং
সত্যজিৎ রায়  |

এখানে আমরা তাঁর "নির্বাসনে একাকী" বইটি থেকে কিছু কবিতা তুলে দিয়েছি |
  
কবির সঙ্গে যোগাযোগ - ইমেল : robinroyc@rediffmail.com  চলভাষ : ৯১ ৯১৩৩৪১৪৫৪৯
আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in