কবি শম্ভু নাথ মুখার্জী-র জন্ম বর্ধমানের কাটোয়ায় ১৯৩৫ সালের ৫ই মে।
তাঁর শিক্ষা ও কর্ম জীবন দুই-ই কেটেছে হাওড়ায়। হাওড়ার শ্রী রামকৃষ্ণ শিক্ষালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করার পর স্কটিশ চার্চ কলেজ থেকে আই.এ. পাশ করেন। এরপর প্রেসিডেন্সী কলেজ থেকে অর্থনীতি তে সাম্মানিক ( Honors ) সহ স্নাতক হ’ন।
হাওড়ার বি.কে. পালস ইন্সটিটিউশনে অর্থনীতির শিক্ষক হিসাবে যোগদান করেন ১৯৫৯ সালে। ১৯৬৫ সালে শ্রীমতী আঞ্জলি দেবীর সঙ্গে তাঁর বিবাহ হয়। দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের পর ১৯৯৫ সালে তিনি অবসর গ্রহন করেন।
অর্থনীতি তাঁর বিষয় হলেও বাংলা ও ইংরাজী সাহিত্যেরও তাঁর অসামান্য দক্ষতার পরিচয় পাওয়া যায়। তিনি ছাত্রাবস্থা থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত। তত্কালীন বহু পত্র-পত্রিকায় তাঁর লেখা কবিতা-গল্প-প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি একজন সুবক্তা হিসাবেও বিশেষ পরিচিত। তিনি শিক্ষকতার পাশাপাশি বহু সামাজিক ও শিক্ষা সম্পর্কিত সঙ্গঠন ও শিক্ষক আন্দোলনের সঙ্গেও জড়িত ছিলেন ও আছেন। তিনি অল-বেঙ্গল-টীচার্স- আসোসিয়েশন এর আজীবন সদস্য ও শিবপুর অঞ্চলের সভাপতি।
শ্রীমতী সংহিতা মুখার্জীর সৌজন্যে আমরা এই কবির কবিতা প্রকাশিত করতে পেরে আনন্দিত।