শ্রীধর কথক এর গান
HOME
HOME BANGLA
শ্রীধর কথক
১৮১৬ ~ মৃত্যু, অজানা
কবি শ্রীধর কথক - জন্ম গ্রহণ করেন হুগলি জেলার বাঁশবেড়িয়া গ্রামে | পিতা রতনকৃষ্ণ শিরোমণি | পিতামহ
লালচাঁদ বিদ্যাভূষণ ছিলেন প্রসিদ্ধ কথক |

যৌবনে তিনি পাঁচালী ও কবিগান গাইতে শুরু করলে, তাঁর পরিবারের বয়োজ্যেষ্ঠরা তাঁকে ভর্ত্সনা করেন |  
মনের দুঃখে এক বন্ধুর সাথে মুর্শিদাবাদে গিয়ে ব্যবসা শুরু করেন | কিছুকাল পরই ব্যবসা ছেড়ে বহরমপুরের
কালীচরণ ভট্টাচার্যের কাছে কথকতা শিক্ষা লাভ করেন |

"কথকতা" হল নাট্য-ভাবরসাদির অভিব্যক্তি | কোন অবস্থায় মানুষের কি ভাব হয়, তা অভিনয়ের এবং কথার
দ্বারা ফুটিয়ে তোলাই হল "কথকতা" | এই কথকতার জগতে তিনিই শ্রেষ্ঠ বলে গণ্য হতেন |  কথকতা ছাড়াও
তিনি টপ্পা, শ্যামা, গৌরী ও কৃষ্ণ বিষয়ক সঙ্গীত, কবিগান ও পাঁচালীর রচয়িতা হিসেবে খ্যাতি লাভ করেন |

তাঁর অনেকগুলি টপ্পা
নিধুবাবুর টপ্পা বলে চলেছে | যেমন "ভালোবাসিবে বলে ভালোবাসিনে" গানটি | আমরা নিচে
কবিতার পাতায়, শ্রীধর কথকের অন্যান্য গানের সঙ্গে আরো কিছু তেমন গান তুলে ধরেছি যা অন্য গীতিকারদের
নামে চলেছে |


.                                       --- উত্স:   
দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত "বাঙালীর গান" ১৯০৫  
.                                                    
ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩


আমাদের ঠিকানা :
srimilansengupta@yahoo.co.in
আমাদের কাছে
কবি শ্রীধর কথক-এর  কোনো  ছবি
নেই | একটি ছবি আমাদের কাছে
পাঠালে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে  
প্রেরকের নাম এইখানে ছবির সাখে
উল্লেখ করবো |
আমাদের ঠিকানা-
srimilansengupta@yahoo.co.in
milansagar