শ্রীধর কথক এর গান
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
টপ্পা
(শ্রীধর কথকের এই গানটি একসময় নিধুবাবুর টপ্পা বলে প্রচলিত ছিল)

ভালোবাসিবে বলে ভালোবাসিনে!
আমার সে ভালোবাসা, তোমা বই, জানিনে!
বিধুমুখের মধুর হাসি, দেখিলে সুখেতে ভাসি,
তাই --- আমি দেখিতে আসি --- দেখা দিতে আসিনে! ||


নিধুবাবুর টপ্পা বলে প্রচলিত গানটি এমন ছিল---

ভালোবাসিবে বলে ভালোবাসিনে!
আমার স্বভাব এই, তোমা বই আর জানিনে!
বিধুমুখের মধুর হাসি---- দেখতে বড়ো ভালোবাসি,
তাই তোমায় দেখিতে আসি --- দেখা দিতে আসিনে!


.       ****************                                                                   
উপরে


মিলনসাগর
*
টপ্পা
(শ্রীধর কথকের এই গানটি একসময় নিধুবাবুর টপ্পা বলে প্রচলিত ছিল)

ওই যায়! যায়! চায় ফিরে সজল নয়নে!
ফিরাও গো! ফিরাও গো! ওরে অমিয়বচনে!
হেরি ওর অভিমান, দূরে গেল মোর মান---
অস্থির হতেছে প্রাণ, প্রতি পদার্পণে!

.       ****************                                                                   
উপরে


মিলনসাগর
*
টপ্পা
(শ্রীধর কথকের এই গানটি একসময় নিধুবাবুর টপ্পা বলে প্রচলিত ছিল)

তবে কী সুখ হত!
মন যারে ভালোবাসে, সে যদি ভালোবাসিত!
কিংশুক শোভিত ঘ্রাণে! কেতকী কংটক হীনে,
ফুল হইত চন্দনে! ইক্ষুতে ফল ফলিত!
প্রেম সাগরেরই জল, হত যদি সুশীতল!
বিচ্ছেদ-বাড়বানল, তাহে যদি না থাকিত ||

.       ****************                                                                   
উপরে


মিলনসাগর
*
প্রেম বিষয়ক গান

মিলনের সুখোদয় যখন হয়,
তখন কুল-মানের অনুরোধ না রয়!
পিয়ে প্রেম-রস, হইলে অবশ,
অপযশের ভয় নাহি রয়!
ব্রহ্মপদে প্রাণ নাহি ধায় ;
হায়! হায়! হায়!
সদা প্রেমের পথে বিচরয় ||

.       ****************                                                                   
উপরে


মিলনসাগর
*
প্রেম বিষয়ক গান

অনঙ্গ-মত্ত-মাতঙ্গ, মন-বন-ভঙ্গ করে |
বিধির অসাধ্য সেই কার সাধ্য বাঁধে তারে ||
সতর্ক কর্ম করণ, সমূলে করে দলন,
বিবেক-বজ্র আঁটন, ভঙ্গ করে ফেলে দূরে |
সমূলে করে ভঞ্জন, (মদেরই) আমোদে ফেরে
প্রবোধ-বৃক্ষ-মিলিতা, বিবেচনা ক্ষমালতা,
ধৈর্যপুষ্প বিকশিতা, ক্রমে সকলই সংহরে |
মান-মৃগ উচাটন, দূরে করে পলায়ন,
লজ্জা-ভয়-পক্ষীগণ, উড়ে যায় দেশান্তরে ||

.       ****************                                                                   
উপরে


মিলনসাগর
*
প্রেম বিষয়ক গান

যদি একবার মন বলে --- সে জনে ভাবিব না!
সেই স্থলে প্রাণ বলে --- এ দেহে থাকিব না!
কী করি প্রাণেরই দায়, মন, সেই পথে ধায় ;
সেধে ডেকে এনে তাই, পুরাই বাসনা!
যে যা বলে, বলুক লোকে, কারু কথা শুনিব না ||

.       ****************                                                                   
উপরে


মিলনসাগর
*
কৃষ্ণ বিষয়ক গান

বারে বারে তুমি কত জ্বালাইবে আর |
বারে বারে --- গুণমণি |
আমি জানি, যেমন তেমন তোমারই,
রাধারে করিলে মিছে কলঙ্কিনী ||
.        বাজাও মুরলী,
বার বার শুনাও তো শুনি বেণু,
রাখালিয়ে মতি, তোমারই নটবর,
.        এখন এলে হে --- শ্যাম,
.        মজাইতে কুল-কামিনী ||

.       ****************                                                                   
উপরে


মিলনসাগর
*
কৃষ্ণ বিষয়ক গান

কী অপরূপ হেরিলাম, যমুনারই কূলে |
রয়েছে রাখালের বেশে, তবু নিরূপম বলে ||
ত্রিভঙ্গ-ভঙ্গিম বাঁকা, তবু মনোরম,
কালো অঙ্গ ধরে তবু, আলো করে ভূমণ্ডলে ||
কিশোর বয়স, তবু যুবতী-মোহন ;
ধূলা-মাখা অঙ্গ, তবু বিচিত্র ভূষণ ;
স্বভাবে রয়েছে তবু, দাঁড়ায়েছে বামে হেলে ||
ব্রজের রাখাল, তবু অন্য দেশের নয়,
বারে বারে হেরিলে তবু নূতন বোধ হয় ;
মদন-মোহন, তবু সহজে অবলা ভোলে ||


.                                                   ****************                                          
উপরে


মিলনসাগর
*
কালী বিষয়ক গান

কালো-রূপ ভুলিতে না পারি |
আ মরি, সুন্দর রূপের বালাই লয়ে মরি |
যখন যোগে নিদ্রা যাই, শ্যামারে দেখিতে পাই,
শবোপরে নাচে বামা, হয়ে দিগম্বরী!
সুশাণ কৃপাণ করে, ধরা টলে পদ-ভরে,
নর-মুণ্ড শোভে গলে, মুক্তকোশী দিগম্বরী ||


.                                                   ****************                                          
উপরে


মিলনসাগর
*
কালী বিষয়ক গান

রণ-মাঝে কে রে, কালোপরে, কার কামিনী |
মহাকাল-রূপিণী, একাকিনী গভীর-নিনাদিনী ||
নর-শিরহার, গলে দোলে, কীবা ও বামার,
মুক্তা কী শোভার, জিহ্বা সুবিস্তার,
.                        কীবা দেখো আর,
নাহিকো নিস্তার, ধরো গো বামার পদদুখানি ||


.                                                   ****************                                          
উপরে


মিলনসাগর