শ্রীধর কথক এর গান যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। |
কৃষ্ণ বিষয়ক গান কী অপরূপ হেরিলাম, যমুনারই কূলে | রয়েছে রাখালের বেশে, তবু নিরূপম বলে || ত্রিভঙ্গ-ভঙ্গিম বাঁকা, তবু মনোরম, কালো অঙ্গ ধরে তবু, আলো করে ভূমণ্ডলে || কিশোর বয়স, তবু যুবতী-মোহন ; ধূলা-মাখা অঙ্গ, তবু বিচিত্র ভূষণ ; স্বভাবে রয়েছে তবু, দাঁড়ায়েছে বামে হেলে || ব্রজের রাখাল, তবু অন্য দেশের নয়, বারে বারে হেরিলে তবু নূতন বোধ হয় ; মদন-মোহন, তবু সহজে অবলা ভোলে || . **************** উপরে মিলনসাগর |