সুধীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ পুত্র |
তাঁর প্রথম রচনা প্রকাশিত হয় বালক পত্রিকায় | পরে তিনি সাধনা পত্রিকা (১৮৯১) প্রকাশিত করেন |
তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে দোলা (১৮৯৬), দাসী (১৯০৫), বৈতালিক (১৯১২) প্রভৃতি |
এছাড়া তিনি মায়ার বন্ধন (১৯০৪) নামক উপন্যাস, মঞ্জুষা (১৯০৩), চিত্ররেখা (১৯১০), করঙ্ক (১৯১২), চিত্রালি (১৯১৯) প্রভৃতি ছোটগল্প গ্রন্থ ও প্রসঙ্গ (১৯১২) নামক প্রবন্ধগ্রন্থ রচনা করেন |
আমাদের কাছে কবি সুধীন্দ্রনাথ ঠাকুরের কোনো ছবি নেই | একটি ছবি এবং কবি সম্বন্ধে আরও তথ্য আমাদের কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের নাম এইখানে ছবির সাখে উল্লেখ করবো |