আজি সারা দিব ধরে' তোমারে পড়িছে মনে . একেলা এই বিজনে ; সামান্য বলে' যে কথা মনে পায নাই ঠাঁই . আজি উঠিছে স্মরণে ;---
কি কথা বলেছি কবেকি ব্যথা দিয়েছি মনে . মনে হয় শতবার,--- নিকটে থাকিতে যাহা বায়ুসম লঘু ছিল . আজি তাহা গুরুভার!
আজি মোর মনে পড়ে মুখখানি ম্লান করে' . একা ফিরিতে কেবল! ভাবিতে "কেন আসিনু পরের জীবনখানি . করিতে শুধু নিষ্ফল!" আমি নিত্য নবসুখে মত্ত হয়ে রহিতাম . মদির-রস-বিহ্বল--- প্রদীপ জ্বালায়ে তুমি সারা রজনী বসিয়া . আঁখি দুটি ছলছল!
আজি মনে পড়ে সব আর মনে হয় কেন . করিনু এত প্রমাদ! রবির কিরণে জ্বলি' আজিকে বুঝিতে পারি . ঘরে ছিলে তুমি চাঁদ! যে মুখ থাকিতে কাছে আঁখি তুলে দেখি নাই . আজি সাধ দেখিবার! যে প্রেম ঠেলেছি পায়ে আজি কি আদরে লই . যদি পাই কণা তার!
আজি সাধ যায় মনে যুগল-জীবন দোঁহে . পুনঃ আরম্ভ করিতে ; যে জীবন গেছে চলে উজান বাহিয়া গিয়া . তারে ফিরায়ে লইতে ; যে ব্যথা দিয়েছি মনে সে ব্যথা আপনি লয়ে . তোমায় সুখী করিতে ;--- প্রেমতরু-ছায়ে-ছায়ে দুটি প্রাণ এক হ'য়ে . ধীরে ভাসিয়া যাইতে!
রয়েছি পড়িয়া আমি, চলিয়া গিয়াছ তুমি . জীবনের আর কূলে ;--- পৌঁছিবে কি আজিকার বিলম্ব-বিলাপ এই . তোমার হৃদয়-মূলে! গৃহের মাঝারে যবে ছিলে হায়, ঢেলেছিনু . অনাদরে বিষানল ;--- কাছে তুমি নাই আর, আজি মনে পড়ে সব . আর চোখে আসে জল !