কবি সুদীপ বাগের সিঙ্গুর-নন্দীগ্রামের কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।   www.milansagar.com
১।  ভাব        
২।  
মৌন          
৩।  
উজান      
৪।  
করি-বমন মন্ত্রী                       
৫।  
ভুলাক্কার মুর্খমন্ত্রী   
৬।  
ডঃ ধুরন্ধর বৃদ্ধতাত     
           
*
অভাব

চোরা গলির ফাঁকে আটকে জীবন যন্ত্রণা
ড্রাগের নেশায় ভুলে থাকার অপপ্রয়াস
অঙ্গুলি হেলনে অদৃশ্য নির্দেশে সমাজ গড়ায়
চৌদ্দ পুরুষের শেখানো বুলি কপচে যাওয়া
রকে বসা আঠারো বছরের রক্ত শুকায়

.                    **************                                     
উপরে
.                                         অন্যান্য কবিদের সূচির পাতায়
.                        সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায়

এই কবিতাটি 'কবিতা এখন' পত্রিকার জুন ২০০৭ এর সংখ্যায় প্রকাশিত
হয়েছিল |

মিলনসাগর
[ একটি অনুরোধ - এই সাইট থেকে আপনার ব্ লগ্ বা সাইটে, আমাদের কোন লেখা, কবিতা
বা তার অংশবিশেষ নিলে, আমাদের মূল পাতা
https://www.milansagar.com/index.html
দয়া করে একটি ফিরতি লিঙ্ক দেবেন আপনার ব্ লগ্  বা সাইট থেকে, ধন্যবাদ ! ]
বিভিন্ন পত্র পত্রিকা থেকে কবির কয়েকটি কবিতা এখানে
আমদের সংগ্রহে তুলে রেখেছি |
*
মৌন     

ঘোগের ঘরে বাসা বেঁধেছে অন্ধকার রাত
অপেক্ষা অপেক্ষা শুধু অপেক্ষার মিথ্যা আশ্বাস
ভোর হবার আগেই বিছানা ছেড়ে উঠি
অন্ধকার অন্ধকার সরানোর উষ্ণ ইচ্ছে
ঘনিষ্ঠতা দেওয়ালে হেলান দিয়ে থাকে
ঐ ফাঁকে ঢুকে পড়ে অন্ধকার ঠেলে আলো
সূর্যোদয়ের আলো ছড়ায় নতুন আভা

.       **************                                       
উপরে
.                              অন্যান্য কবিদের সূচির পাতায়
.              সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায়
    
এই কবিতাটি 'কবিতা এক্ষণ' পত্রিকার জুন ২০০৭ এর সংখ্যায়
প্রকাশিত হয়েছিল |

মিলনসাগর
*
আমরা এই কবিকে আমাদের ওয়েব
সাইটের
"কবিদের সভা"-র অন্তর্ভুক্ত
করতে ইচ্ছুক | যদি কেউ আমাদের এই
কবির
১।  জন্ম-তারিখ,
২। সংক্ষিপ্ত পরিচয়,
৩। একটি ছবি
এবং
৪। তাঁর যোগাযোগের ঠিকানা
জানান, তাহলে আমরা কৃতজ্ঞতা- স্বরূপ,
প্রেরকের নাম ঐ পাতায় উল্লেখ করবো |
উজান     

কৃষক জমির মাটিতে গতর স্যাঁকে
আড়মোড়া দেওয়া শিল্পনগরী বেঁটে বর্তে ওঠে
ছাল ছাড়ানো হাড় চামড়ায় মাংস গজায়
যন্ত্র চোয়াল হেঁটে যায় উজবুক বদহজমে
কৃষক বাঁচলে শ্রমিক শ্রমিক বাঁচলে মানুষ

.       **************                                        
উপরে
.                                অন্যান্য কবিদের সূচির পাতায়
.               সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায়
    
এই কবিতাটি 'কবিতা এক্ষণ' পত্রিকার জুন ২০০৭ এর সংখ্যায়
প্রকাশিত হয়েছিল |


মিলনসাগর
*
করি-বমন মন্ত্রী     

আরেক আছে মন্ত্রীমশাই ভীষণ নাটুকে
পরিবহণ-ক্রীড়া নিয়ে আছে মহাসুখে
দল যখন পড়ে পাঁকে
সবাই তখন তারে ডাকে
ছক্কা-পাঞ্জা কাজ করে সে, মিথ্যাভাষণ মুখে |

.       **************                                        
উপরে
.                                অন্যান্য কবিদের সূচির পাতায়
.               সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায়
    
এই কবিতাটি 'কবিতা এক্ষণ' পত্রিকার জুন ২০০৭ এর সংখ্যায়
প্রকাশিত হয়েছিল |

মিলনসাগর
*
ভুলাক্কার মুর্খমন্ত্রী     

বুদ্ধ এখন
শুদ্ধ বসন
রুদ্ধদ্বার কক্ষে

ভগ্ন বুকে
মগ্ন শোকে
শুকনো জল চক্ষে

হস্ত জোড়ে
ত্রস্ত ভরে
ব্যস্ত ভুল স্বীকারে

জয় মা তারা
আয় বাছারা
দায় দে রে আমারে |

.       **************                                        
উপরে
.                               অন্যান্য কবিদের সূচির পাতায়
.              সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায়
    
এই কবিতাটি 'কবিতা এক্ষণ' পত্রিকার জুন ২০০৭ এর সংখ্যায়
প্রকাশিত হয়েছিল |


মিলনসাগর
*
ডঃ ধুরন্ধর বৃদ্ধতাত     

পুত্র হলেন শিল্পগুরু
দলের ইনি কল্পতরু              ডক্ টর!

কাজ নেই আর নিশিদিন
বিলাত ফেরত ব্রিফহীন         মোক্ তার!

যা চেয়েছেন তাই পেয়েছেন
সারাজীবন ভোগ করেছেন      বিন্দাস!

ঐতিহাসিক ভুলের জেরে
প্রধানমন্ত্রী কপাল ফেরে         ফুস্ ফাস্!

সেজ বিরোধী ভেক ধরা
দলের ভাঙন রুখতে সারা      নিলেন ঠিকা,

গরীব প্রেমের কথা দেখে
মরীচঝাঁপি ভুলবে লোকে       মরীচিকা!

এবার পাবেন ভারতরত্ন
কেন্দ্রকে করলে যত্ন             নিশ্চয়!

ইনি হলেন জন্মনেতা
বাবুগিরির কতই কেতা         বিস্ময়!

.            **************                                              
উপরে
.                                          অন্যান্য কবিদের সূচির পাতায়
.                         সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায়
    
এই কবিতাটি 'কবিতা এক্ষণ' পত্রিকার জুন ২০০৭ এর সংখ্যায় প্রকাশিত
হয়েছিল |

মিলনসাগর