কবি সুরেন্দ্রনাথ মজুমদার - এর জন্ম অবিভক্ত বাংলার যশোহর জেলায়।
তিনি উনবিংশ শতাব্দীর একজন উল্লেখযোগ্য কবি। তাঁর সংস্কৃত, ফারসি ও ইংরেজী ভাষায় ব্যুত্পত্তি ছিল।
কবির ব্যক্তিগত জীবন করুণ ও জটিল ছিল। পাপবোধ ও অন্তর্দ্বন্দ্বের কাহিনী তাঁর কবিতায় নানাভাবে প্রকাশিত হয়েছে।
"ষড়্ ঋতুবর্ণন" (১৮৫৬), "সবিতা সুদর্শন" (১৮৭০), "বর্ষবর্তন" (১৮৭২) প্রভৃতি তাঁর কাব্যগ্রন্থ। তাঁর শ্রেষ্ঠ কাব্য "মহিলা" (১ম খণ্ড ১৮৮০, ২য় খণ্ড ১৮৮৩) তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয়। তানা টড-এর রাজস্থানের কাহিনীগুলি "রাজস্থানের ইতিবৃত্ত" (১৮৭২-৭৩) নামে পাঁচ খণ্ডে প্রকাশিত করেন। তিনি "হামির" (১৮৮১) নামে একটি ঐতিহাসিক নাটকও রচনা করেন।
উনবিংশ শতকের বাংলার রেনেসাঁ বা নবজাগরণের প্রথম প্রহরে বাঙালী-মানস নারীমহিমা সম্বন্ধে সচেতন হয়ে উঠেছিল, সেই দৃষ্টিভঙ্গির পরিচয় আমরা কবির "মহিলা" কাব্যে পাই।
আমাদের কাছে কবি সুরেন্দ্রনাথ মজুমদারের কোনো ছবি নেই | একটি ছবি আমাদের কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে প্রেরকের নাম এইখানে ছবির সাখে উল্লেখ করবো | আমাদের ঠিকানা- srimilansengupta@yahoo.co.in