কবি তপন চিত্রকরের সিঙ্গুর-নন্দীগ্রামের কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।   www.milansagar.com
১।  সিঙ্গুর নন্দীগ্রাম
২।  ন্দীগ্রামের পর          
৩।  
চাষার পকেট কেটে      
৪।   
লের মতো     
৫।   
শু-রাজ                    
             

*
সিঙ্গুর নন্দীগ্রাম  

আমি তোমারই বুকে প্রথম হেঁটেছি
দেখেছি ভোরের আলো,
আমি তোমারই বুকে খেলেতে ফিরতে
বুঝেছি মন্দ ভালো |
আমি তোমারই বুকে লাঙল টেনেছি
করেছি সবুজ খেত ,
তোমারই বুকে লড়াই শিখেছি
পেয়েছি জবর জেদ |
আমি তোমারই বুকে কুটির গড়েছি
গোলাও তোমারই পরে,
আমি তোমারই বুকে আজান শঙ্খ
শুনছি সবারই ঘরে |
আমি তোমারই বুকে সাঁতার শিখেছি
দিতে-পারি নদী পার,
আমি তোমারই বুকে প্রবল বানেও
মানিনাকো কভু হার |
আমি তোমারই বুকে কাস্তে বাগিয়ে
ফসল তুলেছি ঘরে,
আমি তোমারই বুকে কাস্তে উঁচিয়ে
ধরেছি শত্রু পরে |
আমি তোমারই বুকে শপথ নিয়েছি
পরোয়া করি না মরণে,
আমি তোমারই বুকের আগুন নেভাবো
বিলকুল রাথি স্মরণে |

.             ******************                                         
.                                                                    
উপরে
.                                    অন্যান্য কবিদের সূচির পাতায় চলুন
.                             সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় চলুন
.                                                   দুষ্ট কবির ধৃষ্ট কবিতা
[ একটি অনুরোধ - এই সাইট থেকে আপনার ব্ লগ্ বা সাইটে, আমাদের কোন লেখা, কবিতা
বা তার অংশবিশেষ নিলে, আমাদের মূল পাতা
https://www.milansagar.com/index.html
দয়া করে একটি ফিরতি লিঙ্ক দেবেন আপনার ব্ লগ্  বা সাইট থেকে, ধন্যবাদ ! ]
জুন ২০০৭ এ প্রকাশিত "কবিতার নাম সিঙ্গুর নন্দীগ্রাম" বইটি থেকে
কয়েকটি কবিতা এখানে আমদের সংগ্রহে তুলে রেখেছি | বইটির প্রকাশক :
কলকাতা প্রকাশন, নিউ সি.আই.টি. বিল্ডিং বেলেঘাটা, কলকাতা ৭০০০১০ |
পরিবেশক দে : বুক স্টোর, কলেজ স্ট্রীট, কলকাতা |
*
নন্দীগ্রামের পর  

সেদিন গাঁয়ে কেউ ছিল না
গরীব চাষার আপন জন,
গোলা-ভরা ধান ছিলো না
ছিলো না-তো গুপ্তধন |
জোতদারদের অত্যাচারে
খেত-মজুরের ওষ্ঠে প্রাণ,
দিনের শেষে লাঠির ঘায়ে
হেলায় গেছে কত জান |

আটাত্তরে বদলে গেল
স্বপ্ন দেখে চাষার ছা,
লাঙল জমি নিজের হ'ল---
উঠলো জেগে সারা গাঁ |
জুলুম হ'লেই ছুটতো মানুষ
বলতো ডেকে আনতে যাই,
আমার আছে মন্ত্রী-দাদা
আমার আছে পুলিশ-ভাই |

সেদিন এখন কোথায় পাবে---
ও ভাই চাষি ভাবছো কী?
মন্ত্রী-দাদা-পুলিশ-ভায়া
সালিম দাওয়ায় খাচ্ছে ঘি |
গাঁয়ের চাষা গরীব তুমি
মন্ত্রী পুলিশ হয় আপন?
ভয় কি তাতে, পাশেই দ্যাখো---
দেশের কোটি জনগণ |

.             ******************                                     
.                                                                     
উপরে
.                                  অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                           সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত
.                                                   দুষ্ট কবির ধৃষ্ট কবিতা
*
চাষার পকেট কেটে  

এক-লাখে চার-চাকা টাটাদের গাড়ি,
সরকারী বাবু যাবে হাসিমুখে বাড়ি |
সরকারী বাবু উনি দশ-হাজার মাসে,
টেবিলের নিচ দিয়ে আরো কিছু আসে |
চাষা-লোক লেখাপড়া কিইবা আর জানে?
অফিসার মহাচোর যায় না তা কানে |
জোর করে কেড়ে নিয়ে জোত-জমি-বাড়ি,
টাটাদের দিয়ে দিল হবে সেথা গাড়ি |
কম দামে গাড়ি পাবে তাই কিছু ছাড়,
চোর-বাবু কিনবে যে সস্তার কার |
গরীবের ভাক মারে সরকার টাটা,
দোসর বাবুদের মারো মুখে ঝাঁটা |

.             ******************                                    
.                                                                     
উপরে
.                                  অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                           সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত
.                                                   দুষ্ট কবির ধৃষ্ট কবিতা
*
জলের মতো  

সালিম টাটা রিলায়েন্স
পেয়ে গেল ক্লিয়ারেন্স
দখল শহর গাঁ,
স্পেশাল ফাণ্ডে আসবে টাকা
রাজ্যের তহবিল হোক্ না ফাঁকা
গরীব মর গে যা!

কেন্দ্রে এখন ঠুণ্ডা সরকার
সুযোগটা তো নেয়া দরকার
প্রচার বাড়াও ভাই,
বছর শেসে গ্রামের ভোট
পরের বচর কেন্দ্রের ঘোট
রোখার রাস্তা নাই |

.             ******************                                     
.                                                                     
উপরে
.                                  অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                           সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত
.                                                   দুষ্ট কবির ধৃষ্ট কবিতা
*
            পশু-রাজ  

পশু প্রবৃত্তির ধ্বংস চাই কিন্তু পশু বলি আর নয় |
মরিচঝাঁপিতে শ'কুড়ি লাশ-খাওয়া-পশুরা পেনশান পাচ্ছে |
বিজন সেতুর উপর অবধূত ঘাতক পশুরা মুক্ত |
সুচপুরে নরখাদক হিংস্র পশুরা বিচরণে সাবলীল |
ছোট আঙারিয়ার হত্যালীলার পশুরা নিশ্চিৎ জীবনে |
সিঙ্গুর নন্দীগ্রামে ধর্ষক খুনি পশুরা তেমনি গর্জায় |

গ্রামে-গঞ্জে গণ-আন্দোলনকারীদের দাবি পশুবলি নয়!
সরকার প্রশাসন সচেতন পশুরা যেন আক্রান্ত না হয় |


.             ******************                                      
.                                                                             
উপরে
.                                          অন্যান্য কবিদের সূচির পাতায় ফেরত
.                                   সিঙ্গুরের কবিতার মূল সুচির পাতায় ফেরত
.                                                           দুষ্ট কবির ধৃষ্ট কবিতা
আমরা এই কবিকে আমাদের ওয়েব
সাইটের
"কবিদের সভা"-র অন্তর্ভুক্ত
করতে ইচ্ছুক | যদি কেউ আমাদের এই
কবির
১।  জন্ম-তারিখ,
২। সংক্ষিপ্ত পরিচয়,
৩। একটি ছবি
এবং
৪। তাঁর যোগাযোগের ঠিকানা
জানান, তাহলে আমরা কৃতজ্ঞতা- স্বরূপ,
প্রেরকের নাম ঐ পাতায় উল্লেখ করবো |