কবি তরুণ বাগ এর পিতা শ্রী হরেন্দ্রনাথ বাগ ছিলেন কৃষক, মায়ের নাম শ্রীমতী অসীমা বাগ | কবির জন্ম পশ্চিমবঙ্গের হুগলী জেলার, সিঙ্গুর থানার অন্তর্গত গ্রাম বেড়াবেড়ী পূর্বপাড়ায় | বেড়াবেড়ী সূর্যনারায়ণ স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে নিজেদের পারিবারিক জমিতে কৃষিকার্যে মনোনিবেশ করেন |
তাঁদের চার-ফসলী জমিতে ফলিয়ে তুলতেন দুটি ধানের ফসল (বোরো ও আমন) | এ ছাড়া ফলাতেন আলু, পাট, ভিণ্ডি, পটল, শাক, ঝিঙে, বেগুণ, লাউ সহ আরো অনেক শাকসব্জি |
২ ডিসেম্বর ২০০৬ তারিখে, সিঙুরের টাটার ন্যানো গাড়ীর কারখানার জন্য, জমি অধিগ্রহণের দিন, পশ্চিমবঙ্গ সরকার তাঁদের পুরো জমিটাই কারাখানার এলাকার মধ্যে ঘিরে নেন, শত আপত্তি সত্বেও | শুরু হয় বিখ্যাত সিঙ্গুর আন্দোলন | ৩২ বছরের বামফ্রন্ট শাসনের বিরুদ্ধে পরিবর্তনের সূচনা | এর পর বাংলার ইতিহাস নতুন পথে চালিত হতে শুরু করে |
তরুণ বাগ এই সিঙ্গুর আন্দোলনের একজন প্রথম সারির সৈনিক | পুলিশের মার খেয়েছেন প্রচুর, কিন্তু ধরা পড়েন নি | মিডিয়ার ক্যামেরায় ধরা আছে সেই মার খাওয়ার দৃষ্য | ২রা ডিসেম্বর ২০০৬ এর পর বাড়ীছাড়া হতে হয় পুলুশী অত্যাচারের জন্য | নানান মিথ্যে মামলায় তাঁকে জর্জরিত করেছেন পশ্চিমবঙ্গ সরকার | তবুও তিনি হার মানেন নি | জমিজমা হারিয়ে, বর্তমানে এই কৃষক-কবি জীবনবীমার এজেন্সী নিয়ে কোনোমতে জীবিকা নির্বাহ করছেন |
তাঁর কবিতা আন্দোলনের হোমকুণ্ডের পুরোহিতের মুখনির্গত মন্ত্রের মতো | একাধারে তিনিই আন্দোলনকারী, তিনিই কবি |