বুদ্ধ তুমি কখন কি পেরেছিলে জানতে সিঙ্গুরের কৃষকের আন্দোলনের বার্তা পৌছে যাবে পৃথিবীর প্রান্তে প্রান্তে |
কৃষকের আন্দোলনের চারটি বছর কেটে গেল বুদ্ধদেবের টাটা দালালরা ধরা পড়ে গেল |
সরকারের কেলেঙ্কারি পড়ল নাতে ঢাকা ভোটের আগে টাটার থেকে নিয়েছিলেন কয়েক কোটি টাকা | সর্বগ্রাসী সর্বনাশা আমাদের সরকার উর্বর জমিতে করবেন প্রোমোটারী কারবার বাদ দেয় নি শ্মশান, আশ্রম, দেয়নি ভাগাড় ঋণগ্রস্থ, অপদার্থ, মিথ্যাবাদী সরকার |
পুলিশ ক্যাডার দিয়ে বেড়ারকাজ হল সেই বেড়ার ভিতর তাপসী খুন হল | অত্যাচারে অত্যাচারে সিঙ্গুর আজ অশান্ত তাপসী কে খুন করে হও নি বুদ্ধ শান্ত |