তরুণ বাগ-এর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
মায় উর্বর জমি দাও

মায় উর্বর জমি দাও,
আমি আবাসন তৈরি করি |
আমি জমির দালাল একজন
অনেক ধণেতে ঋণি
|
আমায় উর্বর জমি দাও,
আমি প্রমোটারী বিজনেস করি |

ভেবোনা হঠাৎ ক্যাডার পুলিশ দিয়ে ---
কৃষকের জমি ছিনিয়ে নেব |
চাষীরা আন্দোলন যখন করবে |
পুলিশ লাঠি, গুলি মারবে |

আমি রাইটার্সে বসে থাকব,
ভগবানকে মনে মনে ডাকব |
আমায় দেখতে দিও
টাটার মুখের হাসি
আমার টাটার মুখের হাসি |


.    *************     

.                                                                           
উপরে  

মিলনসাগর
*
মি চিনিগো চিনি তোমারে

মি চিনি গো চিনি তোমারে দালাল বুদ্ধবাবু |
তুমি থাক রাইটার্সে দালাল বুদ্ধবাবু |
তোমায় দেখেছি ইন্দোনেশিয়ায়
তোমায় দেখেছি অস্ট্রেলিয়ায় |
তোমায় দেখেছি চিন দেশে ---
দালাল বুদ্ধবাবু |

আমি আকাশে পাতিয়া কান
শুনেছি শুনেছি তোমার এই ভান |
আমি নেব যে তোমার প্রাণ ---
দালাল বুদ্ধবাবু |

বিদেশ ঘরিয়া এসে,
তুমি দালালি করিলে শেষে.
তুমি এসেছ সিঙ্গুরের দ্বারে |
ঝাঁটা খাবার ত্বরে |
দালাল বুদ্ধবাবু |


.    *************     

.                                                                           
উপরে  

মিলনসাগর
*
ক্ষতবিক্ষত সিঙ্গুর

বুদ্ধ তুমি কখন কি পেরেছিলে জানতে
সিঙ্গুরের কৃষকের আন্দোলনের বার্তা
পৌছে যাবে পৃথিবীর প্রান্তে প্রান্তে
|

কৃষকের আন্দোলনের চারটি বছর কেটে গেল
বুদ্ধদেবের টাটা দালালরা ধরা পড়ে গেল |

সরকারের কেলেঙ্কারি পড়ল নাতে ঢাকা
ভোটের আগে টাটার থেকে
নিয়েছিলেন কয়েক কোটি টাকা |
সর্বগ্রাসী সর্বনাশা আমাদের সরকার
উর্বর জমিতে করবেন প্রোমোটারী কারবার
বাদ দেয় নি শ্মশান, আশ্রম, দেয়নি ভাগাড়
ঋণগ্রস্থ, অপদার্থ, মিথ্যাবাদী সরকার |

পুলিশ ক্যাডার দিয়ে বেড়ারকাজ হল
সেই বেড়ার ভিতর তাপসী খুন হল |
অত্যাচারে অত্যাচারে সিঙ্গুর আজ অশান্ত
তাপসী কে খুন করে
হও নি বুদ্ধ শান্ত |


.    *************     

.                                                                           
উপরে  

মিলনসাগর