কবি কৃষ্ণা বসু কবিতা
www.milansagar.com
*
এই নিয়ে বিস্বাদ জীবন | তাই এই চলে যাওয়া !
সুদূর হাঁসের মতো, যাযাবরী বেদেনীর মতো এই ভ্রাম্যমাণতা আমার |
কবিতার কাছ থেকে কতদূরে যাবে তুমি ? অসমাপ্ত সিংহাসন
ভাঙাচোরা সময়ের কাছে নুয়ে আছে, সেইখানে বসছিলে একবার ! মনে নেই
মনে নেই ---- অভিশাপ বেজেছিল সাপুড়ে বাতাসে
হিসহিস ফণা তুলে দিয়েছে গভীর ক্ষত
সেই বিষ, সেই সংক্রমণ জড়িয়েছে জীবনপরিধি---
কবিতার কাছ থেকে কতদূরে যাবি তুই ? কবিতা মাকড়সা-ফাঁদ
পাতা আছে জীবনব্যাপার জুড়ে, কাঠামো অবধি---
তাকে ফেলে, তাকে ভুলে কতদূর যাবি ?

.            ************************     
.                                                                                           
সূচিতে . . .    




মিলনসাগর
*
আমি কি জেনেছি তাকে ? তার কালো চোখের ভাষায়
অপরূপ ইঁদারার ঠান্ডা জল চল্ কায়,-----
সেই জলে আশ্বাস লুকিয়ে রয়েছে ?
করুণ সন্ন্যাসী তার দীর্ঘ হাতখানি দিয়ে
আমাকে ছুঁতেই,---- শরীরের মধ্য থেকে
ব্রহ্ম সংগীতের মতো উঠে এলো গান,
আমার স্থাপত্য জুড়ে জ্বলে উঠল আলো
একসঙ্গে এত আলো এতখানি অন্ধকার
এর আগে কখনো দেখিনি !

.         ************************     
.                                                                                           
সূচিতে . . .    




মিলনসাগর
*
আর ঢেঁকির পাড়ের গল্প নিয়ে ?
তাকে কি খুঁজতে যাবো আড়ংঘাটায়
কিংবা দূর বাংলাদেশে গোয়ালন্দ তীরে ?
কোনখানে লুকিয়ে রয়েছে সেই গ্রাম ?
পথের মানুষজন দেখি,  দেখি তার মুখের মধ্যে
গ্রামের আদল, গন্ধ,  গ্রামের নিজস্ব মুদ্রা আজো আছে জেগে,
তবে গ্রামগুলি কোনখানে আছে ?
গ্রামের মানুষ আছে, গ্রাম গঞ্জ আছে,
শুধু সেই সব হেটুরে লোকের কলরবে ভরা
মৃদু, শান্ত নিরুদ্বেগ গ্রামগুলি নেই ?
কেন নেই ? এরা তবে কোথা তেকে এল
এই বণিক-নগরে ?----

.         ************************     
.                                                                                           
সূচিতে . . .    




মিলনসাগর
*
তোমার জন্যই,--- একবার, অন্তত একবারও ঠিক স্বর্গের
স্থায়ী ঠিকানাটি পেয়ে যাও, ভুল হাঁটাহাঁটি থেকে
সংখ্যা-গণনা থেকে মুক্তি পেয়ে যাও,
আমাকে তো ভুলতেই পারো,
ন্যাকা বোকা হাবা গোবা বেভূল যুবতী !
শুধু নিজেকে ভুলো না
কোনো এক স্বপ্নবিষ্ট স্বর্গের জন্যই
তুমি হেঁটেছ সমস্ত পথ, একথা ভুলো না
আমি অন্য দেবযানী
সমারূঢ় বেদনায় তীরবিদ্ধ হয়ে থেকে বলি
স্বর্গের ঠিকানা ভুলে বহুবার বার বার
তুমি শুধু স্বর্গের নিকট পথ দিয়ে হেঁটে গেছ
অন্ধ প্রেম কেন তুমি এতদিনও সঠিক স্বর্গের চাবি
পাওনিকো খুঁজে ?

.         ************************     
.                                                                                           
সূচিতে . . .    




মিলনসাগর
*
এতদিন পরে এলে কলকাতা শহরে !
বলো কোন্ কোন্ বন্দরের নুন
তোমার ত্বকের থেকে সুষমা নিয়েছে ?
গৃহ থেকে সন্তানের ঘ্রাণ থেকে উঠে এসে
কোনো স্নান পাবে বলে এখানে এসেছ ?
সমুদ্রের লক্ষ করতালি থেকে
নিজের ভেতরে কোনো বাজনা তৈরি করে তুমি
বাতাসের মধ্যে আজ ভাসিয়ে দিয়েছ শরীর !

.         ************************     
.                                                                                           
সূচিতে . . .    




মিলনসাগর
কবিতার কাছ থেকে
কৃষ্ণা বসু
কবিতার কাছ থেকে সরে গেছি
তোর একান্ত ভুবন দুলে ওঠে মো
পরাক্রান্ত মোহ নিয়ে জীবন রঙি
ছুটে যায় গৃঢ় এরোপ্লেন, সকালবে
অনারদ্ধ সোনালী পিকনিক্, ----এ
অনায়াস একা একা যাওয়া ! এ
তুই কি বৃক্ষের স্বভাব থেকে নে
কেন এই সরে যাওয়া ? কবিতা
তোর বুকে ঘুণপোকা, তোর বুকে
করুণ সন্ন্যাসী
কৃষ্ণা বসু
সুতানুটি
কৃষ্ণা বসু
অন্য দেবযানী
কৃষ্ণা বসু
নীল নাবিক
কৃষ্ণা বসু