কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের কবিতা |
প্রিয়-বিরহ কবি কৃষ্ণচন্দ্র মজুমদার বিনা প্রয়োজন রম্য উপবন, কন্টক-কানন প্রায় ; পুষ্প বিরচণ কোমল শয়ন, তৃণশয্যা তুলনায় | সুভক্ষ্য নিচয় বিষময় হয়, লুকায় সুতার তার ; নিরখি নয়নে দিবস তখনে তমঃপূর্ণ ত্রিসংসার | কিন্তু যে সময়, প্রিয় সঙ্গে রয়, বন উপবন হয় | দুর্বাদলচয় সুখ-শয্যা হয়, পুষ্পশয্যা তুল্য নয় ; পর্ণ-বিরচিত উটজ নিশ্চিত সৌধসম শোভা ধরে ; তিক্ত ফলচয় হয় সুধাময় অহো কি তৃপ্তি বিতরে! ঘোর তমস্বিনী সে অমা-যামিনী সেই পৌর্ণমাসী হয় ; দুঃখ ঘটো যায় সুখবোধ তায়, অসুখ লেশ না রয় | . *********************** সূচিতে . . . মিলনসাগর |
ঈশ্বরই আমার একমাত্র লক্ষ্য কবি কৃষ্ণচন্দ্র মজুমদার যেই ফুলে নিরন্তর মম মন মধুকর মধুপানে উত্সুক হৃদয় ; ফুল্ল যেই সর্বক্ষণে সময়ের বিবর্তনে পরিম্লান কভু নাহি হয় | সেই ধন অন্বেষণে ভ্রমি আমি বনে বনে সজল নয়নে অনুক্ষণ ; সম্বন্ধ বন্ধন যার বদ্ধ রহে অনিবার, নাহি ঘুচে হলেও নিধন | সেই সুখময় পথে চড়িয়া মানসরথে নিয়ত হতেছি অগ্রসর ; যার প্রান্তে সুনিশ্চিত সর্বক্ষণ বিরাজিত নিত্য সুখধাম মনোহর | সেই প্রেমসিন্ধু জলে আত্মমন কুতূহলে সত্য সত্য করছি মগন, সদা সেই স্থির রয় বিচ্ছেদ তরঙ্গ ভয় যার মাঝে নাহি কদাচন | সেই সর্ব বরণীয় ত্রিজগত স্মরণীয় সম্রাটের আমি হে কিঙ্কর | যাঁহার চরণতলে নিখিল নৃপতিদলে নোয়ায় মুকুট নিরন্তর | . *********************** সূচিতে . . . মিলনসাগর |