কবি কৃষ্ণধন দে - জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার বর্ধমানের আঝাপুর গ্রামে। তিনি “কালিয়দমন”,
“চক্রধর”, “শ্রীশ্রীমদনানন্দ মোদক” আদি ছদ্মনামেও লিখেছেন।

কর্মজীবনে তিনি বঙ্গবাসী কলেজের অধ্যাপক ছিলেন। তিনি ছায়াছবির চিত্রনাট্য রচনা, পরিচালনা এবং
অভিনয় করেছেন।

তিনি একজন বিশিষ্ট কবি এবং বহু ছায়াচিত্রের কাহিনীকার ছিলেন। তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে
রয়েছে গীতিকাব্য “ব্যথার পরাগ”, শতাধিক কবিতার সংকলন “প্রণয় গীতিমাল্য”, “গল্পে কাদম্বরী”, “দশকুমার
চরিত্রের গল্প”, “পুরাণের সেরা গল্প” প্রভৃতি।

নবপর্যায়ের “কল্লোল” পত্রিকার তিনি সম্পাদনা করেছেন। এছাড়া তিনি “প্রবাসী”, “বসুধারা”, “শনিবাবের
চিঠি”, “বঙ্গশ্রী” প্রভৃতি পত্রিকার সম্পাদকীয় বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন।

আমরা কৃতজ্ঞ কবি-পৌত্র শ্রী উজ্জ্বল দের কাছে যিনি আমাদের, কবির এই ছবিটি পাঠিয়েছেন।
তাঁর ইমেল -
ujjwaldey204@gmail.com

আমরা
মিলনসাগরে  কবি কৃষ্ণধন দে-র কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে পারলে
আমাদের এই প্রচেষ্টা সার্থক মনে করবো।



উত্স -
ডঃ শিশিরকুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩।
.           অঞ্জলি বসু সম্পাদিত সংসদ বাঙালি চরিতাভিধান, ২য় খণ্ড, ২০১৫।


কবি কৃষ্ণধন দে-র মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ১৫.০৬.২০১৩
কবির ছবি সহ পরিবর্ধিত সংস্করণ - ২৬.১১.২০১৭
...