কবি কৃষ্ণকুসুম পাল-এর কবিতা
*
মশা-মাছি
কবি কৃষ্ণকুসুম পাল
‘কৃষ্ণকুসুমের রস কষ’ ছড়ার বই থেকে নেওয়া

মশা আর মাছিতে, প্রেম হল রাঁচিতে,
ওরা মানুষকে আর দেবে না বাঁচিতে,
মাছি দিনে ছড়ায় রোগ,
রাতে মশার দংশনে দুর্ভোগ,
মানুষ জ্বরে কলেরায় মরে হাঁচিতে হাঁচিতে |

.            ****************    
.                                                                                  
সূচিতে . . .    



মিলনসাগর
*
প্রেম
কবি কৃষ্ণকুসুম পাল
‘কৃষ্ণকুসুমের রস কষ’ ছড়ার বই থেকে নেওয়া

লাগলে প্রেমের পাগলা হাওয়া,
ভুলে যায় নাওয়া, খাওয়া,
ঘুম থাকে না চোখে,
রাতদিন মোবাইল বকে,
শুধু মিসকল, গোপন আসা, যাওয়া |

.         ****************    
.                                                                                  
সূচিতে . . .    



মিলনসাগর
*
বন্ধু
কবি কৃষ্ণকুসুম পাল
‘কৃষ্ণকুসুমের রস কষ’ ছড়ার বই থেকে নেওয়া

আয় দেখে যা কলিকালের রঙ্গ
মোষ নিয়েছে বাঘ বাবাজির সঙ্গ,
চোর পুলিশে মাসতুতো ভাই,
মন্ত্রী বলে সবকিছু ভাগ চাই,
আদা, কাঁচকলা বন্ধু, বিচার সভা ভঙ্গ |

.         ****************    
.                                                                                  
সূচিতে . . .    



মিলনসাগর
*
পদ্য
কবি কৃষ্ণকুসুম পাল
‘কৃষ্ণকুসুমের রস কষ’ ছড়ার বই থেকে নেওয়া

শোভন সারাদিন খেতো মদ্য,
মদ্য ছেড়ে এখন লেখে পদ্য,
বৌ বলে, এ আবার কি রোগ,
বৈদ্য বলে, আছে কপালে দুর্ভোগ,
সদ্য যাবে রোগ, নোবেল পেলে অদ্য |

.         ****************    
.                                                                                  
সূচিতে . . .    



মিলনসাগর
*
ঘুঁষ
কবি কৃষ্ণকুসুম পাল
‘কৃষ্ণকুসুমের রস কষ’ ছড়ার বই থেকে নেওয়া

ঘোষ বাবু ঘুঁষ খায় না, বড় বেয়াদপ্
ঘোষ বাবু ভালবেসে গরম গরম চপ্,
তার সাথে দেবে গরমাগরম চা,
বলো, আর দু’টো চপ্ খাোগো চাচা,
যে কাজই করতে দেবে, করবে খপাখপ্ |

.             ****************    
.                                                                                  
সূচিতে . . .    



মিলনসাগর
*
নেতা
কবি কৃষ্ণকুসুম পাল
‘কৃষ্ণকুসুমের রস কষ’ ছড়ার বই থেকে নেওয়া

ছেঁড়া কাঁথায় স্বপ্নটা জমে না,
টাকার বিছানায় স্বপ্নটা দমে না,
তাই ভাবে নেতা ফাটাকেষ্টা,
বেচবে গরীবের দেশটা,
যতোই কাঁদো, মন তার ঘামে না |

.             ****************    
.                                                                                  
সূচিতে . . .    



মিলনসাগর
*
পণ
কবি কৃষ্ণকুসুম পাল
‘কৃষ্ণকুসুমের রস কষ’ ছড়ার বই থেকে নেওয়া

পণ করেছি আর নেবোনা পণ,
কনের বাবা বলে, এ আবার কি কন ,
নগদ দেবো লক্ষ টাকা,
গাড়ী দেবো ছয় চাকা,
সতের ভরি সোনা না দিলে, কাঁদবে কন্যাধন |

.             ****************    
.                                                                                  
সূচিতে . . .    



মিলনসাগর
*
পদবী
কবি কৃষ্ণকুসুম পাল
‘কৃষ্ণকুসুমের রস কষ’ ছড়ার বই থেকে নেওয়া

পদ থেকে বড় হল পদবী,
বাঘ, ধোড়া, হাতী, সিংহ, রবি,
ধারা, খাঁড়া, জানা, মান্না, চৌবে,
কর, ধর, ভড়, ভদ্র, শুঁই, হুই, হৌবে,
লেখেনা, গায়না, তবু পরিচয় কবি |

.          ****************    
.                                                                                  
সূচিতে . . .    



মিলনসাগর
*
স্বয়ম্বর
কবি কৃষ্ণকুসুম পাল
‘কৃষ্ণকুসুমের রস কষ’ ছড়ার বই থেকে নেওয়া

পৃথিবীতে হচ্ছে আজ আজব বিয়ের বাসর,
মঙ্গলেতে কনে থাকে, বুধে থাকে বর,
সুর্য হল বরের পিতা, মতা হল চাঁদ,
যোজন যোজন শূন্যে, ফাঁকিরামের ফাঁদ,
১শ রকেট যাত্রী এল, রোবট স্বয়ম্বর |

.          ****************    
.                                                                                  
সূচিতে . . .    



মিলনসাগর
*
একটি কলি ফুটুক
কবি কৃষ্ণকুসুম পাল
‘কৃষ্ণকুসুমের রস কষ’ ছড়ার বই থেকে নেওয়া

সোনার গাঁ আর নেই,  নেই শাপলা, শালুক,
নেই ফুল, নেই ভ্রমরা, নেই পাখীরা, কাঠঠুক্ঠুক্
ভীষণ শীত, ভীষণ গরম, বর্ষাটা নেই,
হিংসা শুধু, ঘৃনা শুধু, ভালোবাসা নেই,
নদী, নালা, নেই যে পুকুর, একটি কলি ফুটুক

.          ****************    
.                                                                                  
সূচিতে . . .    



মিলনসাগর