কবি কৃষ্ণকুসুম পাল-এর কবিতা
*
রবি
কবি কৃষ্ণকুসুম পাল
‘কৃষ্ণকুসুমের রস কষ’ ছড়ার বই থেকে নেওয়া

রবি তুমি কবি হয়ে পেলে কত বেদনা,
নোবেলটি ও চুরি হল, আর পাওয়া গেল না,
তুমি দেখি মিউজিয়ামে শতবর্ষ পরে,
তোমার কোন বই নেই বাংলার ঘরে
বাঙ্গালী এখন আর বাংলা পড়ছে না

.            ****************    
.                                                                                  
সূচিতে . . .    



মিলনসাগর
*
আর নেই
কবি কৃষ্ণকুসুম পাল
‘কৃষ্ণকুসুমের রস কষ’ ছড়ার বই থেকে নেওয়া

মুখ আর নেই,  মুখোশের ছড়াছড়ি ,
সুখ আর নেই,  সখীদের কাড়াকাড়ি,
মন আর নেই, দুশমন জব্বর ,
বন আর নেই, দূষণ শহর,
প্রেম আর নেই, প্রেতে, ভূতে মহা মারামারি |

.            ****************    
.                                                                                  
সূচিতে . . .    



মিলনসাগর
*
ছাত্র
কবি কৃষ্ণকুসুম পাল
‘কৃষ্ণকুসুমের রস কষ’ ছড়ার বই থেকে নেওয়া

সুশীল আমার ছাত্র,
চারবার ফেল মাত্র,
বেত্র দিলে নাচায় গাত্র ,
সে ঘুমায় দিবারাত্র,
তবু মন্দ নয় পাত্র ,
সে সবার প্রিয় ছাত্র

.    ****************    
.                                                                                  
সূচিতে . . .    



মিলনসাগর
*
মরার মেলা
কবি কৃষ্ণকুসুম পাল
‘কৃষ্ণকুসুমের রস কষ’ ছড়ার বই থেকে নেওয়া

আগরতলা মেলার মাঠে,
মৌমাছিরা মধু চাটে
সবকিছু অগ্নিমূল্য হাটে,
মানুষ মরে চলে খাটে,
মরার মেলা শশ্মান ঘাটে |

.    ****************    
.                                                                                  
সূচিতে . . .    



মিলনসাগর
*
ভাবছে কবি
কবি কৃষ্ণকুসুম পাল
‘কৃষ্ণকুসুমের রস কষ’ ছড়ার বই থেকে নেওয়া

ভাবছি কবি লিখব না আর ছড়া,
ফুল নেই, গাছ নেই,  মৌমাছিরা মরা,
পাহাড়গুলো ভাঙ্গছে ডজার,
বনের, পশু, পাখী, খায়না রাবার,
সব নদীতে বাঁধ, পুকুর শূন্য, মাঠে খরা |

.            ****************    
.                                                                                  
সূচিতে . . .    



মিলনসাগর
*
আধুনিক
কবি কৃষ্ণকুসুম পাল
‘কৃষ্ণকুসুমের রস কষ’ ছড়ার বই থেকে নেওয়া

ঝোলা কাঁধে অতি আধুনিক কবি,
দুঃশব্দে শব্দজব্ধ লেখা তার হবি,
দিকে দিকে কবির কবিতার জয়,
শিল্পের জন্য শিল্প অর্থহীন হতে হয়,
কবির কবি বলে তাকে, ঘরে রাখে ছবি |

.            ****************    
.                                                                                  
সূচিতে . . .    



মিলনসাগর
*
হারানো
কবি কৃষ্ণকুসুম পাল
‘কৃষ্ণকুসুমের রস কষ’ ছড়ার বই থেকে নেওয়া

হারালাম বাংলা,  মা, বাবার ভিটে,
হচ্ছে শহর, দালান ঘর, বালি ইটে,
হারালাম পিঠে পুলি, দুধের সর,
এক্কাদোক্কা, পুতুল খেলা, খেলাঘর,
হারালাম নাতিপুতি, গল্পবলা, খেজুর মিঠে |

.            ****************    
.                                                                                  
সূচিতে . . .    



মিলনসাগর
*
দৃষ্টি
কবি কৃষ্ণকুসুম পাল
‘কৃষ্ণকুসুমের রস কষ’ ছড়ার বই থেকে নেওয়া

ঘর থেকে বেরুলেই আলোর বৃষ্টি,
বাইরে স্রষ্টার অপরূপ সৃষ্টি,
মানুষ ব্যস্ত, নিঃসঙ্গ একা,
কারো সাথে কারো ক্কচিৎ দেখা,
দরজা বেঁধে রেখে, জানালায় দৃষ্টি |

.          ****************    
.                                                                                  
সূচিতে . . .    



মিলনসাগর
*
চাঁপা
কবি কৃষ্ণকুসুম পাল
‘কৃষ্ণকুসুমের রস কষ’ ছড়ার বই থেকে নেওয়া

চল্লিশ হলেও চাঁপার হলো না বিয়ে,
কোন ছেলে এলো না টোপর মাথায় দিয়ে,
বান্ধবীরা করছে ঘর পরম সুখে,
পাড়ার সকলে দুঃখী চাঁপার দুঃখে
চাঁপা পালিয়ে গেল সদ্য বিপত্মীক নিয়ে |

.          ****************    
.                                                                                  
সূচিতে . . .    



মিলনসাগর
*
ভেজাল
কবি কৃষ্ণকুসুম পাল
‘কৃষ্ণকুসুমের রস কষ’ ছড়ার বই থেকে নেওয়া

ভেজাল ঔষধ, ভেজাল সার,
ভেজাল বিষ, ভেজাল খাবার,
ভেজাল লঙ্কায় নেই কোন ঝাল,
উপরে যে কালো ভেতরে লাল,
খাঁটি স্বামী, স্ত্রী ; তবু ভেজার সংসার |

.          ****************    
.                                                                                  
সূচিতে . . .    



মিলনসাগর
*
নাম
কবি কৃষ্ণকুসুম পাল
‘কৃষ্ণকুসুমের রস কষ’ ছড়ার বই থেকে নেওয়া

দারোগা রোগা নয়, ডাক্তার তার নয়,
ইস্কুল কুল নয়, ভীমরূল  ভীম নয়,
নামের দাম নেই, নামে হয় ভূল,
তবু মানুষ নামে, ধামেই মশগুল,
যদিও মানুষের মান ও হুঁশ দুইই হয় |

.          ****************    
.                                                                                  
সূচিতে . . .    



মিলনসাগর