রবি কবি কৃষ্ণকুসুম পাল ‘কৃষ্ণকুসুমের রস কষ’ ছড়ার বই থেকে নেওয়া
রবি তুমি কবি হয়ে পেলে কত বেদনা, নোবেলটি ও চুরি হল, আর পাওয়া গেল না, তুমি দেখি মিউজিয়ামে শতবর্ষ পরে, তোমার কোন বই নেই বাংলার ঘরে বাঙ্গালী এখন আর বাংলা পড়ছে না
আধুনিক কবি কৃষ্ণকুসুম পাল ‘কৃষ্ণকুসুমের রস কষ’ ছড়ার বই থেকে নেওয়া
ঝোলা কাঁধে অতি আধুনিক কবি, দুঃশব্দে শব্দজব্ধ লেখা তার হবি, দিকে দিকে কবির কবিতার জয়, শিল্পের জন্য শিল্প অর্থহীন হতে হয়, কবির কবি বলে তাকে, ঘরে রাখে ছবি |
নাম কবি কৃষ্ণকুসুম পাল ‘কৃষ্ণকুসুমের রস কষ’ ছড়ার বই থেকে নেওয়া
দারোগা রোগা নয়, ডাক্তার তার নয়, ইস্কুল কুল নয়, ভীমরূল ভীম নয়, নামের দাম নেই, নামে হয় ভূল, তবু মানুষ নামে, ধামেই মশগুল, যদিও মানুষের মান ও হুঁশ দুইই হয় |