মিছিল চলেছে শ্লোগানে মুখরিত পথ ইচ্ছায়, অনিচ্ছায় হাঁটছে মানুষ যত মত তত পথ এমন মধ্য পথ মানছে না কেউ, মিছিল শেষ হলে, সকলে ভিন্ন পথ ধরে | প্রতিদিন মিছিল, প্রতিদিন নানা পথ হাঁটা, একপথে একমতে হাঁটে না কেউ ছায়াপথে . মৌন মশাল মিছিলে | মিছিলের মমতা, মিছিলের ক্ষমতায় মানুষ প্রলুব্ধ হয় দেবতারা মিছিল করে না, জয়োল্লাস করে, মৃতদের মিছিল প্রতিদিন দীর্ঘতর হয় |
মন বড় গুপ্তধন, কাউকে দিও না মন, মন রাখো নিজের কাছে, মনের মানুষ মনেই আছে |
২ যা পেয়েছো ওতেই তৃপ্তিতে সুখ, আর কিছু চেয়ো না, বাড়িও না দুঃখ |
৩ চেয়ে পাওয়া, তাও এক ঋণ, আসল ফাও হলেও, সুদ দিয়ে দিন |
৪ কাকের মাংস কাক খায় না, মানুষ মানুষের মাংস খায় রাক্ষসের মতো, নিঃসঙ্গ জীবন ভয়ংকর দুর্ভাবনা |
৫
আলোর দিকে হাত বাড়ালেই ছায়া দেখতে পাই, অন্ধকারে লুকিয়ে গেলে ছায়া কোথাও নাই, কায়া, ছায়া, মিলে মিশে ভীষণ একাকার, প্রেমের ছায়া নেই যে কোথাও, শূন্য সংসার, দেহ, মনে ঝগড়া করে আলো অন্ধকার, নৌকা নেই, মাঝি নেই, তবু নদী পারাপার |
৬ আকাশ পাতাল শব্দ খুঁজে বাতাসে দিলুম ছুঁড়ে, সে শব্দে প্রেম হয়ে যায়, প্রেমিকারা অবাক তাকায়, আমি সূর্য হলে, ওরা চাঁদ হয়ে যায়, সৃষ্টি কিছু নাই বা হলো, তোমরা একে প্রেমই বলো, সাগর সঙ্গমে শব্দ ভাসায় |