কবি কৃষ্ণকুসুম পাল-এর কবিতা
*
মিসকল
কবি কৃষ্ণকুসুম পাল

মিসকল পেলে বুঝতে পারি,
তুমি অফুরন্ত প্রাণবন্ত
মিসকল পেলে বুঝতে পারি,
স্মৃতির আকাশে জেগে থাকে শুকতারা,
মিসকল পেলে বুঝতে পারি,
অনাবিল প্রেম সিক্ত রাখে জীবন সৈকত,
মিসকল পেলে আগামী মিসকলের অপেক্ষায় থাকি,
আরো একটি দিন যদি এই পৃথিবী বেঁচে যায়,
মিসকল আমাদের আহ্বান জানায়,
বেঁচে আছি, বেঁচে থাকো,
ফুসফুসে ভরে নাও প্রশান্ত প্রশ্বাস,
মিসকলে বেঁচে থাকে ইতিহাস,
মানুষ অমরতা পায় |

.       ****************    
.                                                                                  
সূচিতে . . .    



মিলনসাগর
*
মিছিল
কবি কৃষ্ণকুসুম পাল

মিছিল চলেছে শ্লোগানে মুখরিত পথ
ইচ্ছায়, অনিচ্ছায় হাঁটছে মানুষ
যত মত তত পথ এমন মধ্য পথ মানছে না কেউ,
মিছিল শেষ হলে, সকলে ভিন্ন পথ ধরে |
প্রতিদিন মিছিল,  প্রতিদিন নানা পথ হাঁটা,
একপথে একমতে হাঁটে না কেউ ছায়াপথে
.                                      মৌন মশাল মিছিলে |
মিছিলের মমতা, মিছিলের ক্ষমতায় মানুষ প্রলুব্ধ হয়
দেবতারা মিছিল করে না, জয়োল্লাস করে,
মৃতদের মিছিল প্রতিদিন দীর্ঘতর হয় |

.             ****************    
.                                                                                  
সূচিতে . . .    



মিলনসাগর
*
আত্মসমর্পণ
কবি কৃষ্ণকুসুম পাল

লিপুলেখ পাস পেরুলেই দলাই লামার স্বর্গ,
মানব রক্তে মাটি উর্ব্বরা হয়, উল্কাপাতে হয়, ভূমিকম্পে হয়,
জগাখিচুড়ী খেয়ে বিপ্লব নৃৎ, মৃৎ ধরে চলে,
দুধ উপত্যকা, মধু উপত্যকায় স্মৃতিরাও বিলীন এখন,
নিধু, শ্রীধর বোঝে না টপ্পা, জনপ্রিয় মদন মাষ্টার,
টাকা মাটি, মূর্ত্তি খাঁটি, মহামূল্য মূর্ত্তিতে ভর্তি আলমারী,
নিশ্চিত বৈধব্য জেনেও প্রবাসে সহবাসে লিপ্ত কুমারী,
কুরু বসে আছে কুরুক্ষেত্রে আজো তপস্যারত, কিংকর্তব্য বিমূঢ়,
সহস্র বরদান পেয়েও অহর্নিশ অহল্যার আত্মসমর্পণ ভবিতব্য
এতো গুহ্যকথা বলে লাভ নেই, শান্তিস্তোত্র উচ্চারণ করো,
তুমি এতো কাছে এলে, প্রেম বলে বিছানায় শোব |

.             ****************    
.                                                                                  
সূচিতে . . .    



মিলনসাগর
*
কথামালা
কবি কৃষ্ণকুসুম পাল

মন বড় গুপ্তধন,
কাউকে দিও না মন,
মন রাখো নিজের কাছে,
মনের মানুষ মনেই আছে |

         ২
যা পেয়েছো ওতেই তৃপ্তিতে সুখ,
আর কিছু চেয়ো না, বাড়িও না দুঃখ |

         ৩
চেয়ে পাওয়া, তাও এক ঋণ,
আসল ফাও হলেও, সুদ দিয়ে দিন |

         ৪
কাকের মাংস কাক খায় না,
মানুষ মানুষের মাংস খায় রাক্ষসের মতো,
নিঃসঙ্গ জীবন ভয়ংকর দুর্ভাবনা |

          ৫

আলোর দিকে হাত বাড়ালেই
ছায়া দেখতে পাই,
অন্ধকারে লুকিয়ে গেলে
ছায়া কোথাও নাই,
কায়া, ছায়া, মিলে মিশে ভীষণ একাকার,
প্রেমের ছায়া নেই যে কোথাও, শূন্য সংসার,
দেহ, মনে ঝগড়া করে আলো অন্ধকার,
নৌকা নেই, মাঝি নেই, তবু নদী পারাপার |

          ৬
আকাশ পাতাল শব্দ খুঁজে
বাতাসে দিলুম ছুঁড়ে,
সে শব্দে প্রেম হয়ে যায়,
প্রেমিকারা অবাক তাকায়,
আমি সূর্য হলে, ওরা চাঁদ হয়ে যায়,
সৃষ্টি কিছু নাই বা হলো,
তোমরা একে প্রেমই বলো,
সাগর সঙ্গমে শব্দ ভাসায় |

.        ****************    
.                                                                                  
সূচিতে . . .    



মিলনসাগর
*
লিখছ কি ?
কবি কৃষ্ণকুসুম পাল

কবি, তুমি কি লিখছ বিলাসে, মনের আবেশে
আগুন জ্বলছে বুকে, প্রদেশে প্রদেশে !
কবি, তুমি কি লিখছ মসৃন সাদা পাতায়,
মুখে মুখে চূণকালি, দূর্গন্ধ সভ্যতায় !
কবি, তুমি কি লিখছ, প্রিয় জন্ম, প্রেমের টানে,
সুতপা ধর্ষিতা, শবদেহ মাচানে, চলেছে ভাসানে !
কবি, তুমি কি লিখছ, বাহারী শিল্প সুষমায়,
ঘরে ঘরে অপুষ্টি, অনাহার, জীর্ণ জনতা অসহায় !
কবি তুমি কি লিখছ, শব্দের নিছক কারবার !
কারো ঘরে আলো নেই, কারো বা কালো টাকার পাহাড় !
কবি তুমি কি লিখছ,  লিখছ কি মা,  মাটির কান্না ,
লিখছ  কি অন্যায়, অবিচারের যন্ত্রণা, দুঃখীর বেদনা,
লিখছ কি শ্লোগান, শোষণে, শাসনে ক্ষয় দশকে, দশকে,
কবি,  শহীদ হও, কবি লিখো না অলীক স্বপ্নে বা শখে

.                   ****************    
.                                                                                  
সূচিতে . . .    



মিলনসাগর