কবি লক্ষ্মীমণি দেবীর কবিতা |
বিদ্যাশিক্ষার্থ ভগিনীগণের প্রতি উপদেশ কবি লক্ষ্মীমণি দেবী কলিকাতা বামাবোধিনী সভা হতে প্রকাশিত, বামারচনাবলী, প্রথম ভাগ, ১১মাঘ ১২৭৮ (জানুয়ারী ১৮৭২) ওগো সব কুলবতী. হও সবে বিদ্যাবতি, বিদ্যাহার যত্নে পর গলে। বিদ্যা না থাকিলে পরে, কেবা সমাদর করে, অনাদরে প্রাণ যায় জ্বলে॥ পুরুষেতে মন্দ কয়, মনে বড় লজ্জা হয়, বলে সদা মূর্খ যত নারী। কটিবাক্য কত সব, হয়ে যেন আছি শব, এ দুঃখ যে সহিতে না পারি॥ আছ যত ভগ্নিগণ, সবে হয়ে একমন, বিদ্যাধন উপার্জন কর। পাইবে কতই সুখ, উজ্জ্বল হইবে মুখ, সুনির্মল থাকিবে অন্তর॥ স্বামা পুত্র বন্ধুগণ, করিবে কত যতন, রমণী রতন নাম হবে। বিশ্বাস করিবে সবে, অবিশ্বাস নাহি রবে, লজ্জাহীনা আর নাহি কবে॥ . ************************* . সূচিতে . . . মিলনসাগর |