টিকটিকি মেঘের দেশে ছড়াগ্রন্থ থেকে কবি লায়েক মইনুল হক
টিকটিকিটা পড়লে মাথায় রাজা হওয়া যায় এমন কথা শুনে ছিলাম ছোটো থেকেই ভাই | একবার নয় দু দু’বার মাথার ওপর পড়ে রাজা হওয়া দূরের কথা ভুগি শুধু জ্বরে | বিষে ভরা টিকটিকিটা খাবারে যদি পড়ে অজান্তে খেয়ে নিলেই বাড়ি শুদ্ধু মরে | মাথায় পড়ুক গায়ে পড়ুক সর্বনাশা ব্যথা ঘরের ভেতর ঝুট ঝামেলা ওসব মিথ্যা কথা |
আমের থোকা দেখলে গাছে কার না লাগে ভালো গন্ধে ভরা বাগান দেখে জুড়ায় মনের আলো | মালদা থেকে মুর্শিদাবাদ আমের যতো চাষবাস ফজলী থেকে তোতাপুরি ল্যাংড়া ও গুলাবখাস | আরও কিছু পেতে চাও হিমসাগরে ডুব দাও বৌভোলানীর গীতটা গেয়ে আশ্বিনা খেয়ে নাও | আলফানসো খেয়েছো কি ? চৌসাকেশর তাই মল্লিকা ও বাঙ্গালপল্লি চ্যাটার্জ্জীকে চাই | আরও আছে রাণীপসন্দ করো যোগাযোগ মতিঝর্ণা ও জগৎবেল খাও লক্ষ্ণণভোগ |