কবি লায়েক মইনুল হক-এর কবিতা
*
টিকটিকি
মেঘের দেশে ছড়াগ্রন্থ থেকে
কবি লায়েক মইনুল হক

টিকটিকিটা পড়লে মাথায়
রাজা হওয়া যায়
এমন কথা শুনে ছিলাম
ছোটো থেকেই ভাই |
একবার নয় দু দু’বার
মাথার ওপর পড়ে
রাজা হওয়া দূরের কথা
ভুগি শুধু জ্বরে |
বিষে ভরা টিকটিকিটা
খাবারে যদি পড়ে
অজান্তে খেয়ে নিলেই
বাড়ি শুদ্ধু মরে |
মাথায় পড়ুক গায়ে পড়ুক
সর্বনাশা ব্যথা
ঘরের ভেতর ঝুট ঝামেলা
ওসব মিথ্যা কথা |

.     ****************  
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর
*
মশা
মেঘের দেশে ছড়াগ্রন্থ থেকে
কবি লায়েক মইনুল হক

যেখানেই যাই কামড় খাই
জ্বালিয়ে মারে মশা
খেতে বসে চাঁটি মেরে
পাগল হলো দশা |

কানের কাছে ভোঁ ভোঁ করে
একি জ্বালাতন
কামড়ে দিলে ম্যালেরিয়া
মাথাটা বনবন |

ডেঙ্গু জ্বরের ভয়ে মরি
মশার উত্পাত
রক্ত শুষে খায় ওরা
আমরা কুপোকাত |

কামড় খেলেই খিচুনি হবে
এনকেফ্লাইটিস
সাবধানেতে থাকতে হবে
মশার রক্ত বিষ |

মশারি ছাড়া শুয়ো নাকো
যেথা তুমি যাবে
সুযোগ পেলেই মশারা সব
রক্ত শুষে খাবে |

.     ****************  
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর
*
শীতের ঘুম
মেঘের দেশে ছড়াগ্রন্থ থেকে
কবি লায়েক মইনুল হক

শীতের দিনে লম্বা ঘুম
লেপের ভেতর ঢুকে
ভোরের বেলা চায় না মন
জল ছেটাতে মুখে |
মজা হয় সকাল বেলা
খেয়ে খুকি গুড়
ছাদে উঠে রোদে বসে
ধরি গানের সুর |
শীতের দিনে শাক-সবজি
হরেক রকম ফুল
সকাল বেলায় মধু খেতে
হয় না যেন ভুল |
গোঁজা পিঠে ভাজা পিঠে
চালের আটার রুটি
শীতের দিনে লাগে ভালো
যদি থাকে ছুটি |

.     ****************  
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর
*
হোলি
মেঘের দেশে ছড়াগ্রন্থ থেকে
কবি লায়েক মইনুল হক

আকাশ জুড়ে রঙের মেলা
লাগলো ফাগুন মাসে
কৃষ্ণচূড়ায় খুশির হাওয়া
খোকা খুকু হাসে |
রঙের খেলা ঘরে ঘরে
রঙিন দোলায় মন
ঢাক বাজনা পাড়ায় পাড়ায়
নাচে মানুষ জন |
রামধনুটি নেমে আসে
রামরহিমের দেশে
শিমুল পলাশ উঠল গেয়ে
হেসে ভালোবেসে |
আবির রঙে বইছে নদী
হোলির গানে ধুম
আনন্দে দিন বয়ে যায়
নেইকো চোখে ঘুম |

.     ****************  
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর
*
আম
মেঘের দেশে ছড়াগ্রন্থ থেকে
কবি লায়েক মইনুল হক

আমের থোকা দেখলে গাছে
কার না লাগে ভালো
গন্ধে ভরা বাগান দেখে
জুড়ায় মনের আলো |
মালদা থেকে মুর্শিদাবাদ
আমের যতো চাষবাস
ফজলী থেকে তোতাপুরি
ল্যাংড়া ও গুলাবখাস |
আরও কিছু পেতে চাও
হিমসাগরে ডুব দাও
বৌভোলানীর গীতটা গেয়ে
আশ্বিনা খেয়ে নাও |
আলফানসো খেয়েছো কি ?
চৌসাকেশর তাই
মল্লিকা ও বাঙ্গালপল্লি
চ্যাটার্জ্জীকে চাই |
আরও আছে রাণীপসন্দ
করো যোগাযোগ
মতিঝর্ণা ও জগৎবেল
খাও লক্ষ্ণণভোগ |

.     ****************  
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর
*
গাছ
মেঘের দেশে ছড়াগ্রন্থ থেকে
কবি লায়েক মইনুল হক

গাছের কথা বলতে গেলে
গাছতো পাখির বাসা
রোদে ঝড়ে মানুষগুলোর
গাছই বাঁচার আশা |

সূর্যটাকে আগলে রাখে
অশ্বথ্ব গাছের পাতা
রাখাল ছেলে খেলছে মাঠে
মাথার উপর ছাতা |

গাছের ভেতর ভেষজ গুণ
কাঁটা পাকা ফলটা
ফুলের গুণে বিশ্ব হাসে
গাছই আসল বলটা |

গাছ আমাদের জীবন দেয়
এবং বাড়ির কাঠটা
এসব এখন স্বপ্ন দেখা
ধূ ধূ করে মাঠটা |

.     ****************  
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর