কবি লায়েক মইনুল হক-এর কবিতা
*
ঘুমের ঘনঘটা
কবি লায়েক মইনুল হক
ঘুমের ঘোরে মেয়েটা প্রতিদিন
ভুলবকে। রাতে মাথাটা উপরে থাকলে
সকালে নীচে হয়ে যায়। এমন অংক কষে
মাথাটা গুলিয়ে যায়।
ছেলেটা কিন্তু এক ঘুমেই সূর্য দ্যাখে
কখনও কখনও ঘুম জড়িয়ে যায়
আমার নাকে মুখে। ঝিঁঝিঁ পোকার
ভোঁ ভোঁ শব্দ। পাহাড়াদারের বাঁশির আওয়াজ
তারার জেগে থাকে ঘরে।
অনেক দিন বৃষ্টি আসেনি গ্রামে
ঝড়েরা রাস্তা গেছে ভুলে। মশার উত্পাতে
আগুন ঝড়ে মশারিতে। দিনকে দিন
খনিগর্ভে ঢুকে যাচ্ছি আমরা
আকাশটা ডুবে আছে ঘুমের ঘনঘটায়।
. ****************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
লায়েক মইনুল হক
-এর পরিচিতির পাতায় . . .
*
জেগে থাকে চাঁদ
কবি লায়েক মইনুল হক
একুশের রাতে জেগে থাকে চাঁদ
গানের বর্ণমালায়
আঁধারগুলো আলো জ্বালায়
ভাষার রক্তে বোনা ধান
দিকে দিকে লাল সূর্য ছড়ায়
খুশির হাওয়ায় উথলে ওঠা বাঁধ
একুশের ফুল বাগিচায় ফুল ফোটায়
মিছিলের জয়োগানে জেগে ওঠে
সালাম, বরকত, রফিক, জব্বার
গাছের লতায় পাতায়, মেঠোসুরে
গেয়ে ওঠে একুশের গান।
. ****************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
লায়েক মইনুল হক
-এর পরিচিতির পাতায় . . .