কবি লায়েক মইনুল হক - জন্মগ্রহণ করেন বর্দ্ধমান শহরে। পিতা মহম্মদ হোসেন ও মাতা হাসনে
আরা বেগম। পিতা পেশায় অ্যাডভোকেট ছিলে এবং খুব ভালো ছড়া এবং গল্প লিখতে পারতেন। মাতা
ধর্মভীরু মহিলা ছিলেন।
কবি বর্ধমান বিবেকানন্দ মহাবিদ্যালয় থেকে পাশ করে বড়শুল শক্তিগড় থেকে বি.টি. পাশ করেন। তিনি
পেশায় ব্যবসাদার। ১৯৯০ সালে তিনি কবি আসরফী খাতুন এর সঙ্গে বিবাহসুত্রে আবদ্ধ হন।
তিনি গ্রাম ও শহরে নাটক ও যাত্রা করেছেন অনেক। ছোটদের সাথে ভাব জমানো, জানা, চেনা, মজা করা
এবং ছবি তোলা নিয়ে থাকতে ভালোবাসেন। তিনি নিয়মিত সাহিত্যচর্চা করেন। লেখেন ছড়া, গল্প, কবিতা,
প্রবন্ধ ইত্যাদি।
বর্তমানে তিনি ছোটদের পত্রিকা “লালপরী নীলপরী”-র সহ-সম্পাদক। এছাড়া তাঁর স্বনামে ও ছদ্মনামে
পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় ফ্রিল্যান্স সাংবাদিকতায় যথেষ্ট সুনাম রয়েছে। বেশকিছু সংস্থা থেকে
তিনি পুরস্কারে ভূষিতও হয়েছেন।
আমরা মিলনসাগরে কবি লায়েক মইনুল হক-এর কবিতা তোলার অনুমতি দেবার জন্য কবিকে সাইটের
পক্ষ হতে অসংখ্য ধন্যবাদ জানাই।
কবির সঙ্গে যোগাযোগ ---
ঠিকানা - ৭২ বি. সি. রোড, মেঘনা, ( সি. এম. এস. স্কুলের নিকটে ), বর্দ্ধমান, পিন – ৭১৩১০১,
চলভাষ- ৯৪৩৪৩৩০৬০৩
উত্স – কবির সাথে একটি সাক্ষাত। ০৯.০৩.২০১৪ তারিখে মিলনসাগরের পক্ষে সংক্ষিপ্ত সাক্ষাত্কারটি
. নিয়েছেন মিলন সেনগুপ্ত।
কবি লায়েক মইনুল হক-এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১৮.৩.২০১৪
...