কবি লীলা মজুমদারের কবিতা |
কবি লীলা মজুমদারের ছড়া বক-বধ পালা নাটক থেকে নেওয়া [ নারদের গান ] তোরা ঝগড়াঝাঁটি কর আহার নিদ্রা মাটি কর। ওরে নারদ নারদ বল। সুখশান্তি লণ্ডভণ্ড বন্দোবস্ত হচ্ছে পণ্ড ওরে নারদ নারদ বল। আমরা খেটে মরি ঘুরে, তোমরা খাসা পেটটি পুরে, ঘুম লাগাও হে দিন-দুপুরে। ওরে নারদ নারদ বল। বের কচ্ছি মজা মারা, দিবানিদ্রা কচ্ছি সারা, কুঁড়ের বাদশার দল। ওরে নারদ নারদ বল। . ****************** . সূচিতে . . . মিলনসাগর |
কবি লীলা মজুমদারের ছড়া বক-বধ পালা নাটক থেকে নেওয়া [ভীমের নিদ্রা। নাক ডাকার গান] ভর দুপুরে ঘঁফিস---ঘঁফিস। ইক্কি কাণ্ড! হোয়াট ইজ দিস! ভোঁ---ঘড় ঘড়! ভোঁ---ঘড় ঘড়! বৃক্ষ মড় মড়, ঘরদোর পড় পড়। এই ভয় লাগানো, চোর ভাগানো, লোক জাগানো লক্ষ্মীছাড়া। এই কাগ তাড়ানো, ভূত ঝাড়ানো, নাক ডাকানো কেমন ধারা . ****************** . সূচিতে . . . মিলনসাগর |