বাসনা
কবি লীলা দেবী
. তোমার সুখের দিনে
. উত্সব মিলনে
ভুলে যদি যাও মোরে ক্ষতি নাই তায়,
. সঙ্গীহীন যবে তুমি
. নিতান্ত নিজনে
স্মরিও আমায় সখা এ মিনতি পায়,
. বসন্ত-কুসুম-ছাওয়া
. মাধবী বিতানে
নাহি শোন ক্ষতি নাই আমার এ গান,
. দুরন্ত ঝড়ের রাতে
.. শয়ন শিথানে
মোর গানে ক্ষণতরে দিও সখা কাণ!
. যশের সুরভি মালা
. যবে রবে গলে
মোর গাঁথা মালাখানি ছুঁয়োনা না হয়---
. যদি হয় অপযশ
. নয়নের জলে
মোর মালতীর মালা পরাব নিশ্চয়!
. ***************
. সূচিতে . . .
মিলনসাগর
সহসা
কবি লীলা দেবী
সহসা এসেছিলে সহসা চলে গেলে
. সহসা থেমে গেনু
. চকিত লাজে!
সহসা এ কি হ’লো কি হাওয়া বয়ে গেলো
. এমন কুসুমিত
. মধুর সাঁঝে।
নিমেষ অগণন, চলেছে অফুরণ
. ভুলিরা কভু সেতো
. না হেরে আর’
বিজনে ছিনু একা, চকিতে হ’ল দেখা
. অমনি ছাড়াছাড়ি
. যে পথ যার!
উত্তল সমীরণে, শ্যামল বনে বনে,
. তটিনী মনে মনে
. সে কথা কয়!
আমি যে দিশে হারা দেয়না কেহ সাড়া
. নয়ন ভরা জল
. অঝোরে বয়।
. ***************
. সূচিতে . . .
মিলনসাগর
ঊর্ম্মিলা কাব্যের অংশ বিশেষ
কবি লীলা দেবী
হো চির বিরহিণী হে প্রিয় পূজারিণী
. নীরবে উপাসনা এমন কার ?
রাজার বধূ বটে, কাহার যেন ঘটে,
. কাহার ভালে হেন বেদনভার।
* * * * * *
পতিতে তন্ময় তুমি যে চিন্ময়
. পাওনি প্রতিদান কাছেতে তাঁর
দেখেনি সন্ন্যাসী, সে ব্যথা বিন্যাসি
. শ্রীরামময় ছিল হৃদয় যাঁর।
. ***************
. সূচিতে . . .
মিলনসাগর
লাঞ্ছিতা
কবি লীলা দেবী
ভারতী পত্রিকা, কার্তিক ১৩২০ সংখ্যা (অক্টোবর ১৯১৩) থেকে নেওয়া।
স্বভাব
কবি লীলা দেবী
ভারতী পত্রিকা, ফাল্গুন ১৩২০ সংখ্যা (ফেব্রুয়ারি ১৯১৪) থেকে নেওয়া।
সন্ধ্যা প্রদীপ
কবি লীলা দেবী
ভারতী পত্রিকা, ফাল্গুন ১৩২০ সংখ্যা (ফেব্রুয়ারি ১৯১৪) থেকে নেওয়া।
বেলা চলি যায় পাংশুবরণ মুখে
. সন্ধ্যা আসিল অবগুণ্ঠন টানি,
আবাহনী গীত বাজিল করুণ শাঁখে
. কুলবধূ ঘরে প্রদীপ জ্বালিল আনি’।
. ***************
. সূচিতে . . .
মিলনসাগর
নীহার
কবি লীলা দেবী
ভারতী পত্রিকা, চৈত্র ১৩২০ সংখ্যা (মার্চ ১৯১৪) থেকে নেওয়া।
ঊষার নীহার সম আছিল সে মোর বুকে
এ হিয়া-কমল-ফুল্ল কম্পিত উল্লাস-সুখে।
ব্যাকুলিয়া যত তারে রাখিবারে গেনু ধরি,
মুকুতার মত হায় গড়ায়ে পড়িল ঝ’রি॥
. ***************
. সূচিতে . . .
মিলনসাগর