কবি লীলা দেবী  - রণেন্দ্রমোহন ঠাকুরের কন্যা এবং চিত্রশিল্পী আর্যকুমার রায়চৌধুরীর স্ত্রী।

শৈশব থেকেই তাঁর শিল্প ও সাহিত্যের প্রতি অনুরাগ ছিল। তাঁর বালিকাবস্থায় লেখা কবিতা পড়ে
রবীন্দ্রনাথ তাঁর পিতাকে লিখেছিলেন - “লীলার কল্পনা-লীলা এবং রচনালীলা আমার ভাল লেগেছে।”

তাঁর কাব্যগ্রন্থ “কিশলয়” প্রকাশিত হয় ১৯২১ সালে।  বইটির ভূমিকা লিখেছিলেন স্যার দেবপ্রসাদ
সর্ব্বাধিকারী। এছাড়া “নবঘন”, “ঝরার ঝর্না”, “রূপহীনার রূপ” প্রভৃতি উপন্যাসও রচনা করেছেন।

তাঁর রামায়ণের উপেক্ষিতা চরিত্র “ঊর্ম্মিলা” কে নিয়ে লেখা কবিতা এক অনবদ্য সৃষ্টি।


আমাদের ওয়েবসাইট
মিলনসাগরে তাঁর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে আমাদের
এই প্রচেষ্টা সার্থক হবে।


কবি লীলা দেবীর মূল পাতায় যেতে এখানে ক্লিক্ করুন


উত্স:   যোগেন্দ্রনাথ গুপ্ত, বঙ্গের মহিলা কবি, ১৯৩০
.         
রাধারাণী দেবীনরেন্দ্র দেব সম্পাদিত কাব্য দীপালি, ১৯২৭
.         
ডঃ শিশিরকুমার দাশ, সংসদ বাংলা সাহিত্য সঙ্গী, ২০০৩


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     

এই পাতা প্রকাশ - ৩
.১০.২০১১, মহালয়া



...