কবি লীলাবতী দেবীর কবিতা |
স্মৃতি কবি লীলাবতী দেবী কবে কোন্ অতৃপ্ত চুম্বনে জীবনের প্রথম মিলনে অনিদ্রায় কেটেছে যামিনী ? লুকানো সে প্রাণের বাসনা, বাহিরিতে করি আনাগোনা সরমেতে ফুটেও ফুটেনি ; প্রথম প্রণয় পুষ্পরাশি সবেমাত্র উঠিল বিকাশি প্রাণে জাগে কত সুখ সাধ, কেঁপেছিল পুলকে হৃদয়, এত কি গো তারে বলা যায় ? লজ্জা আসি সাধিল রে বাদ। নয়নেতে ছিল ঘুম ঘোর, সুখনিশা হয়-হয় ভোর, বলি-বলি বলাত’ হল’না! পূর্বদিকে অরুণ কিরণ জানাইল ঊষা আগমন, নিশি গেল’ আর ত’ এল’না! দোয়েল গাহিল মধুস্বরে “জাগ-জাগ নববধু ওরে”! সলাজেতে শিরে দিনু বাস, কত রাতি গেল, পুন এলো, কিন্তু হায় আর কি মিটিল সেদিনের সেই পিয়াস! আজি সব দিলে কি গো মম, ফিরে পাবো সেদিনের সম মিলনের মধুর রজনী, তাই আজ জাগিছে স্মরণে, কোথা দিয়ে কাটিল কেমনে ফুলশয্যা স্বপন-কাহিনী! . ************************* . সূচিতে . . . মিলনসাগর |