মহারাজ
কৃষ্ণচন্দ্রের
শাক্ত-পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
.
ল
লি
ত
---
আড়াঠেকা
অ
তি দূরারাধ্যা তারা ত্রিগুণা রজ্জুরূপিণী
|
না সরে নিশ্বাস পাশ, বন্ধনে রয়েছে প্রাণী
|
|
চমকিত কী কুহক, অজিত এ তিন লোক |
অহংবাদ জ্ঞানী দেখে, তমোরজোতে ব্যাপিনী ||
বৈষ্ণবী মায়াতে মোহ, সচৈতন্য নহে কেহ,
শংকর প্রভৃতি পদ্মযোনি |
দিয়া সত্য জ্ঞানানুবোধ, করো দুর্গে দুর্গতি রোধ,
এবার জনমের শোধ, মা বলে ডাকি জননি ||
*******************
.
উপরে
মিলনসাগর
কবি মহারাজ
কৃষ্ণচন্দ্রের
পরিচিতির পাতায় যেতে এখানে ক্লিক করুন
কবি মহারাজ
কৃষ্ণচন্দ্রের
পরিচিতির পাতায় যেতে এখানে ক্লিক করুন
১।
অ
তি দূরারাধ্যা তারা ত্রিগুণা রজ্জুরূপিণী