মহারাজাধিরাজ মহাতবচাঁদ-এর
শাক্ত-পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
www.milansagar.com
কবি মহারাজাধিরাজ
মহাতব
চাঁদ-এর
মূল
পাতায় যেতে এখানে ক্লিক
করুন
*
একি রূপ অপরূপ করি নিরীক্ষণ, অসাধ্য বর্ণন |
রূপের মাধুরী হেরি জুড়াল নয়ন ||
মণি-মন্ডপোপরে, রত্নদেবী শোভা করে,
সিংহাসন তদুপরে অতি সুগঠন |
সিংহাসনে বিরাজমান, উজ্জ্বল পীতবরণ,
পীতাম্বর পরিধান, তাহে সুশোভন ||
কিবা শোভে আভরণ, পুষ্পমাল্য-বিভূষণ,
সুগন্ধি অংগে লেপন, কুসুম-চন্দন |
সব্যে শত্রু জিহ্বা ধরি, মুদগর দক্ষ করে করি,
ক্রোধিতা হয়ে শংকরী করেন তাড়ন ||
বগলা করুণা করি, চন্দ্রে দিয়ে চরণ-তরী,
পার কর ভব-বারি, লইলাম স্মরণ ||
*******************
.
উপরে
মিলনসাগর
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
একি রূপ অপরূপ করি নিরীক্ষণ, অসাধ্য বর্ণন
একি রূপ হেরি নয়নে, বর্ণের লাবণ্য সুদুষ্কর
বর্ণনে
অপরূপ কামিনী নীরদ-বরণী, শশধর-আভা জিনি
বিষণ্ণা এ কার নারী চিনিতে নারি
অপরূপা কে ললনা হেরি রক্তাম্বুজাসনা
কৃষ্ণবর্ণা চতুর্ভুজা এ নারী কে ভয়ংক
রী
কে ও বিবসনা, রুধিরে মগনা, রক্তবর্ণা কীর নারী
কে ও একাকিনী, কাহার রমণী, শশি-শোভা জিনি সীবরণী
অঞ্জনাদ্রিপ্রভা ভীমা কে ও শ্মশানবাসিনী
এ শশী কে নীলবর্ণা, মুন্ডমালা-বিভূষণা
এ কার অঙ্গনা, অম্বুদবরনা, চন্দ্রশেখরা ত্রিনয়না
এ বালা কার বালা অপরূপ হেরি
ওই যে বাজায় বাঁশি, কেশব শ্রীরাধা বলিয়ে
এ কী শোভা মনোলোভা জবাকুসুমবরনা
এসো গো কে যাবি হোরি খেলিতে, কেশব সনে
কে ও দশভূজা রমণী, হেমবরনি
কে ও বামা স্মিতমুখী রত্নসিংহাসনস্থিতা
কৃষ্ণাবর্ণা কার নারী লম্বোদরী মহাঘোরা
কে ও প্রসন্নবদনা বিরাজমানা
কিশোর কিশোরী খেলেন হোরি
মিলনসাগর
কবি মহারাজাধিরাজ
মহাতব
চাঁদ-এর
মূল
পাতায় যেতে এখানে ক্লিক করুন
*
একি রূপ হেরি নয়নে, বর্ণের লাবণ্য সুদুষ্কর বর্ণনে |
প্রফুল্ল কমলাসন, তদুপরি কৃত্তাসন, চপলা-জিত বরণ,
. মৃদু হাস্য চন্দ্রাননে ||
সুললিত চতুর্ভুজ, সব্যে অভয় অম্বুজ,
. দক্ষিণে বর সরোজ অতি সুশোভন |
বিগলিত মুক্তাহার, শোভা পয়োধর পর,
. কমলা করুণা করো, চন্দ্রে রাখো শ্রীচরণে ||
. *******************
.
উপরে
মিলনসাগর
কবি মহারাজাধিরাজ
মহাতব
চাঁদ-এর
মূল
পাতায় যেতে এখানে ক্লিক করুন
*
অপরূপ কামিনী নীরদ-বরণী, শশধর-আভা জিনি |
কলানাথ শোভা শিরে, সিংহাসনাসন করে,
বিরাজিতা তদুপরে, চতুর্জুজধারিণী ||
খেট খড়গ যুগ্ম করে, পাশাংকুশ ধরাপরে,
চন্দ্রে তারো কৃপা কোরে, মাতংগি ত্রিনয়নি ||
. *******************
.
উপরে
মিলনসাগর
কবি মহারাজাধিরাজ
মহাতব
চাঁদ-এর
মূল
পাতায় যেতে এখানে ক্লিক করুন
*
বিষণ্ণা এ কার নারী চিনিতে নারি !
রুক্ষবর্ণা ধূমাবতী, পায়োধর নত অতি,
কলহ করিতে মতি, মলিনাংশু পরি |
কাকধ্বজ-রথে বালা, ক্ষুধাতুরা সচঞ্চলা,
দশনাবলী বিরলা, দীর্ঘকায়া হেরি |
শূর্প বাম করে ধরে, অপর সহিত বরে,
দ্বিকরে কি শোভা করে, আ মরি মরি ||
কুটিল নাসিকা নত, নয়ন কোটরস্থিত,
চন্দ্রে শ্রীচরণাশ্রিত করো শংকরি ||
. *******************
.
উপরে
মিলনসাগর
কবি মহারাজাধিরাজ
মহাতব
চাঁদ-এর
মূল
পাতায় যেতে এখানে ক্লিক করুন
*
অপরূপা কে ললনা হেরি রক্তাম্বুজাসনা,
কিঙ্কিণী মণি রচিত, মুকুট শিরো-ভূষণা |
কুটিল কুন্তলজাল, আবৃত মুকমন্ডল,
ওষ্ঠ জিত বিম্বফল, প্রফুল্ল পংকজাননা ||
দনু-সদৃশ ভ্রুলতা, ত্রিনয়ন-সুশোভিতা,
সহাস্য বদনাষ্বিতা, মধু মধুরবচনা |
বিগলিত মুক্তাহার, যুক্ত নব পয়োধর,
হেন কর্ণপুর, মনোহর আভরণা ||
কাঞ্চিযুক্ত নিতম্বিনী, ললিত ত্রিবলিশ্রেণী,
চতুর্ভুজ-বিধায়িনী, রক্তাম্বর পরিধানা |
পাশাংকুশ যুগ্ম করে, ধনুর্বাণ শোভে অপরে,
রোমাবলী অংগোপরে, ঊরু কদলি-তুলনা ||
নিম্ন নাভি সরোবর, শ্রীপদ কচ্ছপাকার,
ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর-বন্দিত চারু চরণা ||
তাম্বুলপূর্ণ বদন, অংগে কুম্কুম লেপন,
গৃঢ় গুল্ ফ সুশোভন, স্বচ্ছ নব দীপ্তমানা ||
জগদানন্দ-জননী , বিশ্বাকর্ষণ-কারিণী,
ব্রহ্মান্ডে বীজরূপিণী, জবাকুসুমবরণা |
নাশ করে দূরদৃষ্ট , মুক্ত করি ভব-কষ্ট,
চন্দ্রের এই মনোভীষ্ট, ষোড়ষী ভগ-অংগনা ||
. *******************
.
উপরে
মিলনসাগর
কবি মহারাজাধিরাজ
মহাতব
চাঁদ-এর
মূল
পাতায় যেতে এখানে ক্লিক করুন
*
কৃষ্ণবর্ণা চতুর্ভুজা এ নারী কে ভয়ংকরী !
পাষাণ ডমরু শূল কপাল করে করি ||
হিমাংশুকলা শেখরে, উর্দ্ধপিংগজটা শিরে,
শুক্ল দন্ত ভয়ংকরে, ভয়ানক বেশ হেরি ||
এই নিবেদন করি, চন্দ্র-প্রতি কৃপা করি,
ভদ্রকালি ভয়হারি, সদয়া হও শংকরি ||
. *******************
.
উপরে
মিলনসাগর
কবি মহারাজাধিরাজ
মহাতব
চাঁদ-এর
মূল
পাতায় যেতে এখানে ক্লিক করুন
*
কে ও বিবসনা, রুধিরে মগনা, রক্তবর্ণা কীর নারী |
কমল কণিকোপরি, যোনিরূপা যন্ত্র হেরি,
বিপরীত রতিকারী রতি-কাম তদুপরি ||
তদূর্দ্ধে বিরাজমানা প্রত্যালীঢ়-চরণা,
মুন্ডমালা বিভূষণা, ত্রিনয়না শংকরী |
গলে অস্থিমালা স্থিতা, মুক্তকেশ-সুশোভিতা,
শিরে সর্প বিভূষিতা, লোল-জিহ্বা ভয়ংকরী !
শিরশ্ছেদ স্বয়ং করে, বাম করতলে ধরে,
শোভিত অসি অপরে, চমত্কার মাধুরী |
কন্ঠ-নির্গত-ত্রিধার রুধির তার একধার,
ধরে নিজাধরোপর, ভীমারূপা ক্ষেমংকরী ||
উন্মত্তা উলংগিনী, পার্শ্বদ্বয়ে দ্বিযোগিনী,
শেষ দ্বিধার-ধারিণী, বিস্তার বর্ণন কোরি |
কোরি কৃপাবলোকন, শ্রীচরণে দিও স্থান,
চন্দ্রের এই নিবেদন, ছিন্নমস্তা শুভংকরী ||
. *******************
.
উপরে
মিলনসাগর
কবি মহারাজাধিরাজ
মহাতব
চাঁদ-এর
মূল
পাতায় যেতে এখানে ক্লিক করুন
*
কে ও একাকিনী, কাহার রমণী, শশি-শোভা জিনি সীবরণী |
দশনে রসনা ধরা, বদনে রুধির-ধারা, করালবদনী |
এ নববয়সী, ঘোররূপা মুক্তকেশী, শোভে দীর্ঘ বেণী |
গলে দোলে মুক্তাহার, কটি-তটে নর-কর-রচিত কিঙ্কণী ||
পয়োধর পীনোন্নত, রুধির-ধারে আবৃত বিকটরূপিণী |
মৃত শিশু শ্রুতিমূলে, অর্দ্ধচন্দ্র সাজে ভালে, হেরি বিবসিনী ||
অসি মুন্ড বাম করে, দক্ষিণে অভয় বরে, রণে রণরংগিণী |
ভীমবেশা ভয়ংকরী, ভব-হৃদি পদ ধরি, দক্ষিণারূপিণী ||
চতুর্দ্দিকে শিবা ঘেরি, শ্মশানালয়ে শংকরী অট্ট অট্ট হাসিনী |
চন্দ্রে দেহি এই জ্ঞান , অন্তে কোরি তব ধ্যান কালী ত্রিনয়নী ||
.
*******************
.
উপরে
মিলনসাগর
কবি মহারাজাধিরাজ
মহাতব
চাঁদ-এর
মূল
পাতায় যেতে এখানে ক্লিক করুন
*
অঞ্জনাদ্রিপ্রভা ভীমা কে ও শ্মশানবাসিনী |
সদাশব মগ্নানগ্না, মাংসচর্বণকারিণী ||
পিঙ্গাক্ষী রক্তলোচনা, শুষ্ক মাংসাতি ভীষণা,
ঈষৎ সহাস্য বদনা, বিমুক্ত কেশধারিণী |
নানালংকারভূষিতা, যুগলভুজ শোভিতা,
বামে মাংস-মদ্যধৃতা, সদ্যঃকৃত্বা শব-পাণি ||
চন্দ্রের এই প্রার্থনা, তব শ্রীচরণ বিনা,
অন্তে না হই অন্যমনা, শ্মশানকালি সর্বাণী ||
. *******************
.
উপরে
মিলনসাগর
কবি মহারাজাধিরাজ
মহাতব
চাঁদ-এর
মূল
পাতায় যেতে এখানে ক্লিক করুন
*
এ শশী কে নীলবর্ণা, মুন্ডমালা-বিভূষণা |
শংকরের হৃদিস্থিতা, প্রত্যালীঢ় শ্রীচরণা ||
লম্বোদরী খর্বাকারা, লোলজিহ্বা ভয়ংকরা,
পিঙ্গল-জটাধরা ফণি শোভে ধরে ফণা ||
চতুর্ভূজা এ রমণী, কে কর্ত্রী কৃপাণপাণি,
নীলোত্পল কপালধারিণী, ব্যাঘ্রচর্ম পরিধানা ||
নিবেদন ভবদারা, চন্দ্র তত্ত্বজ্ঞনহারা,
কৃপা করি হর তারা, এ ভবযন্ত্রণা ||
. *******************
.
উপরে
মিলনসাগর
কবি মহারাজাধিরাজ
মহাতব
চাঁদ-এর
মূল
পাতায় যেতে এখানে ক্লিক করুন
*
এ কার অঙ্গনা, অম্বুদবরনা, চন্দ্রশেখরা ত্রিনয়না ||
. রক্তবস্ত্র-পরিধানা, রক্তকমলাসনা,
. দ্বিভুজ-ধারনা বরাভয়-শোভনা ||
. মধুপানযুক্ত, কালনৃত্যাসক্ত,
. হেরি ফুর বক্ত্র, অনঙ্গ-অরি-অঙ্গনা |
. অদ্যাকালী কৃপালেশে, বিনাশি চন্দ্র কলুষে,
. মুক্ত করো মায়াপাশে, দিয়ো না যাতনা ||
.
*******************
.
উপরে
মিলনসাগর
কবি মহারাজাধিরাজ
মহাতব
চাঁদ-এর
মূল
পাতায় যেতে এখানে ক্লিক করুন
*
এ বালা কার বালা অপরূপ হেরি |
তরুণ অরুণ জিনি বর্ণ প্রভাকরী ||
অর্ধচন্দ্র শিরোপরে, ত্রিনয়নে শোভা করে,
ভূষিতা নানালংকারে, সিংহাসনোপরি |
শোণিত বমনান্বিত, মুন্ডহার-বিভূষিত,
দশপাণি সুশোভিত, কীবা মাধুরী ||
শূল ডমরু খেটক, পাশাঙ্কুশ পুস্তক,
কৃপাণ বাম পিনাক, অক্ষ মালাধারি |
শত্রুচ্ছেদ স্বয়ং করি, রুদ্রভৈরবি শংকরি,
চন্দ্র প্রতি কৃপা করি, ভব শুভংকরী ||
. *******************
.
উপরে
মিলনসাগর
কবি মহারাজাধিরাজ
মহাতব
চাঁদ-এর
মূল
পাতায় যেতে এখানে ক্লিক করুন
*
ওই যে বাজায় বাঁশি, কেশব শ্রীরাধা বলিয়ে |
হল মন উচাটন, চলো হরি হেরি গিয়ে ||
কদম্বেরই তলে কালা, করিতেছে কত ছলা,
মজাইতে কুলবালা, মোহন মুরলী লয়ে |
নিকুঞ্জে নির্জনে হরি, খেলিবারে আসে হোরি,
বংশীতে সংকেত করি, চন্দ্র কহে বিধি দিয়ে ||
.
*******************
.
উপরে
মিলনসাগর
কবি মহারাজাধিরাজ
মহাতব
চাঁদ-এর
মূল
পাতায় যেতে এখানে ক্লিক করুন
*
এ কী শোভা মনোলোভা জবাকুসুমবরনা |
. অরুণবরন বসন, অঙ্গে সাজে সুশোভন,
. মুন্ডমালা-বিভূষণা ||
. সুবর্ণকলসাকার, উচ্চপীন পয়োধর,
. প্রভাজিত-প্রভাকর, চতুষ্কর শোভাকর,
. পাশাঙ্কুশধারণা ||
. স্বপুস্তক জপমালা, অন্য করে ধরে বালা,
. অষ্ঠকূটা শুভংকরী, শুভদা ভব শংকরী,
.
চন্দ্রের এই বাসনা ||
. *******************
.
উপরে
মিলনসাগর
কবি মহারাজাধিরাজ
মহাতব
চাঁদ-এর
মূল
পাতায় যেতে এখানে ক্লিক করুন
*
এসো গো কে যাবি হোরি খেলিতে, কেশব সনে |
কুম্কুম আবির লয়ে, চলো নিকুঞ্জকাননে |
শ্রীঅঙ্গে আবির দিব, মনসাধ পুরাইব,
সকলে মেলি খেলিব, হারাব নন্দনন্দনে |
বামে নিয়ে শ্রীমতীরে, নয়ন জুড়াব হেরে,
করতালি দিব ঘেরে, মিলে সব সখীগণে ||
. *******************
.
উপরে
মিলনসাগর
কবি মহারাজাধিরাজ
মহাতব
চাঁদ-এর
মূল
পাতায় যেতে এখানে ক্লিক করুন
*
. কে ও দশভূজা রমণী, হেমবরনি |
জটাজূট শোভে শিরে, ইন্দ্রমৌলী ত্রিনয়নী ||
. জিতচন্দ্র চন্দ্রানন, সর্বাভরণ ভূষণ,
. শোভে পীনোন্নত স্তন, নব যৌবনী ||
ত্রিভঙ্গ-ভঙ্গিমাকারা, দন্তপঙ্ তি মনোহরা,
. দক্ষে শূল-অসি-ধারিণী |
. শক্তি করে চক্রবাণ, চাপ পরশু ধারণ,
. বামে খেট শোভমান, পাশাঙ্কুশ-পাণি ||
. চরণে মহিষাসুর, বামে লগ্নহীন শির,
. কন্ঠোথ্বিত দৈত্যবর ;
. শূল-বিদীর্ণ-হৃদয়, নাগপাশবদ্ধ-কায়,
. সপাশ তৎকেশচয়, কর্ষণকারিণী ||
. সিংহস্থদক্ষচরণা, দেবগণ-স্তূয়মানা,
. দৈত্য-দানব-দলনী |
. দুর্গে দুর্গতিনাশিনি, চন্দ্র-বিপদহারিণী,
. মহিষাসুর মর্দিনী, সর্বকাম প্রদায়িনী ||
. *******************
.
উপরে
মিলনসাগর
কবি মহারাজাধিরাজ
মহাতব
চাঁদ-এর
মূল
পাতায় যেতে এখানে ক্লিক করুন
*
কে ও বামা স্মিতমুখী রত্নসিংহাসনস্থিতা |
কল্পবৃক্ষতলে রত্ন-অলংকার-বিভূষিতা ||
. জিত-নীলঘনঘটা, পট্টাম্বর-পরিধানা,
.
দ্বিভুজধারণা ত্রিনয়না, বরাভয়ান্বিতা ||
.
কালী কলুষনাশিনী, অখিলানন্দকারিণী,
বুদ্ধিবৃত্তি স্বরূপিণী, পরি-বিধি-শিব-বন্দিতা |
. ললিত-বেশধারিণী, কামাখ্যা কামদায়িনী,
.
চন্দ্রে মোক্ষপ্রদায়িনী, হও গো ভববনিতা ||
. *******************
.
উপরে
মিলনসাগর
কবি মহারাজাধিরাজ
মহাতব
চাঁদ-এর
মূল
পাতায় যেতে এখানে ক্লিক করুন
*
কৃষ্ণাবর্ণা কার নারী লম্বোদরী মহাঘোরা |
রক্তমুখী লোলজিহ্বা কৃতনাগকর্ণপুরা ||
শবের্ধ্বে কপাল হেরি, বিরাজিতা তদুপরি,
পীনোন্নত কুচগিরি, পরিহিতরক্তাম্বরা |
বিপুলনাগবেষ্টিতা, বিপুল-নাসিকান্বিতা,
নাসিকাগ্র-ধ্যানরতা, শোভিতদীর্ঘচিকুরা ||
দীর্ঘাঙ্গী, দীর্ঘজঘনা, চন্দ্রসূর্যাগ্নি-নয়না,
রুধির পানে মগনা, পর্বতস্থা চতুষ্করা ||
দক্ষ করে পদ্ম-ধৃতা, তদধো বর-অন্বিতা,
বামে অভয়-শোভিতা, তদূর্ধ্বে কপাল ধরা |
নাগযজ্ঞোপবীতিনী, সর্বসিদ্ধি প্রদায়িনী,
শত্রুগণবিনাশিনী, ব্যাঘ্রচর্ম শিরে ধরা ||
সাধক-সুখদায়িনী, সংসারত্রয়জননি,
নিত্যরূপা সনাতনী, সর্বলোক-ভয়ংকরা |
ত্রাণকর্ত্রী ত্রাণ করো. সংকট ভবে শংকর,
চন্দ্রের দুঃখ সম্বরো, তারিণি ঈশানদারা ||
. *******************
.
উপরে
মিলনসাগর
কবি মহারাজাধিরাজ
মহাতব
চাঁদ-এর
মূল
পাতায় যেতে এখানে ক্লিক করুন
*
. কে ও প্রসন্নবদনা বিরাজমানা |
. কোটিচন্দ্রপ্রভা ত্রিনয়না হারভূষণা ||
দক্ষিণপদ সিংহোপরি, বামাঙ্গুষ্ঠ মহিষে ধরি,
. বিচিত্রপট্টাম্বরী, মঞ্জীরচরণা ||
কেয়ূরে দশভুজপ্রভা, শিরে অর্ধচন্দ্র-আভা,
. ত্রিশূলে খেটক শোভে, শস্ত্রাদি-ধারণা |
শঙ্খ-ঘন্টা-শরাসনা, পাশ-নলিনী-ধারনা,
. লোকপাল-সেব্যমানা, সুরগণ-স্তুয়মানা |
কাত্যায়নি এইবার, চন্দ্রে কষ্ট অনিবার,
. করুণা করি নিবারো, বিপদভঞ্জনা ||
.
*******************
.
উপরে
মিলনসাগর
কবি মহারাজাধিরাজ
মহাতব
চাঁদ-এর
মূল
পাতায় যেতে এখানে ক্লিক করুন
*
. কিশোর কিশোরী খেলেন হোরি |
আহা মরি মরি, হেরি কী আনন্দলহরি ||
. ব্রজেশ্বর ব্রজেশ্বরী, রসিকরসমঞ্জরি,
. অনুপ রূপ মাধুরী, জনমনোহারী ||
মনোমোহন মোহি নী, হরি হরি-বিলাসিনী,
. প্রেমময় প্রমোদিনী, চতুর চতুরী |
. কমলাক্ষ কমলিনী, মোক্ষদায়িনী,
.
শ্রীকৃষ্ণ কৃষ্ণমোহিনী, ত্রাহি কৃপা করি ||
. *******************
.
উপরে
মিলনসাগর
কবি মহারাজাধিরাজ
মহাতব
চাঁদ-এর
মূল
পাতায় যেতে এখানে ক্লিক করুন