কবি রাজা মহিমারঞ্জন রায়চৌধুরীর গান যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। |
ঝিঁঝিটখাম্বাজ --- কাওয়ালি কানপুর হয়েছে জমপুর আজ দেখতে পাই | বাল বৃদ্ধ নর নারী, সব খৃষ্টান ভূতলশায়ী || মাতার সম্মুখে সুতে, খণ্ড করে খড়্গাঘাতে, কী রূপে এই ঘোর পাপে জয় হইবে সিপাই || তৈমুর সিরো নাদির, নিষ্ঠুর বলে ছিল স্থির, এখন নানাসাহেব হল, তাদের সঙ্গে চিরস্থায়ী | দুষ্ট নানাসাহেব তুমি, কলঙ্কিত ভারতভূমি করিলে শিশুর রক্তে, কভু তোমার রক্ষা নাই || . **************** উপরে মিলনসাগর |
পরজবাহার --- কাওয়ালি চলো ব্রিটেনের যত সুতগণ, রণে বীরত্বের আজ প্রয়োজন || ব্রিটিশেরা প্রাণ-ভয় কোনো কালে করে না, দেখো সেই নাম ধ্বংস যেন আজ হয় না | জয় বা মরণ সবে আনন্দেতে করো আলিঙ্গন || আজিকার রণে পুনঃ দিল্লি অধিকার, করিয়ে দেখাব সবে কত চমত্কার | তাই হে উত্সাহে সবে, শীঘ্র যেতে বলে নিকলসন || . **************** উপরে মিলনসাগর |
ললিত --- একতালা ও মা সাক্ষাৎ ঈশ্বরী, আমায় গর্ভে ধরি, কত না যাতনা পেয়েছ | এ প্রাণ থাকিতে, পারিনে ভুলিতে, মাগো যত স্নেহ তুমি করেছ | দেখিলে আমায়, রোগ যন্ত্রণায় হয়েছ মা তুমি নিতান্ত ব্যকুল, গুরু ঋণ-পাশে, জননী এ দাসে, চিরদিন তরে বেঁধেছ | মনে হল তোমায়, বুক ফেটে যায়, তব তুল্য স্নেহ পাইবো কোথায়, চিরদিন তরে, শোকের সাগরে, ভাসাইয়ে মাগো গিয়েছ || . **************** উপরে মিলনসাগর |
সুরটমল্লার --- আড়া বৃথায় জনম আমার, অন্ন নাই খেতে ঘরে | পরিবারগণ সবে, ক্ষুধায় ক্রন্দন করে || প্রাণতুল্য পুত্রগণ, হয়ে ব্যাকুলিত মন, বলে শীঘ্র খেতে দাও, নতুবা যাই প্রাণে মরে দুর্ভিক্ষ হল প্রবল, আমার নাই অর্থবল, কীরূপে বাঁচাবো প্রাণ দেখিনে উপায়--- হায় এই ছিল রে ভাগ্যে, জীবন যাবে দুর্ভিক্ষে, ভাবিলে সেই ঘোর মৃত্যু, সতত নয়ন ঝরে || আর কোনো স্থান নাই, যথা গেলে অন্ন পাই, বিপদকালেতে বন্ধু কেহ নাহি হয় | কোথা ওহে ধণীগণ, দরিদ্রে দিয়ে অশন, রাখো ওষ্ঠাগত প্রাণ, মঙ্গল হইবে পরে || . **************** উপরে মিলনসাগর |
সুরট --- ঝাঁপতাল বণিক বেশে, এসে দেশে, শেষে এই ঘটাইল || সেনাপতি রাজমন্ত্রী সকলেরে ভুলাইল || লোকের দোষ কেবল, বলে কীবা হবে ফল, ভাগ্যমন্ত্র প্রতিকূল, ফলে তাহা দেখাইল || যাতনা দেখিবার তরে, বধিয়াছি বহু নরে, জাতি মান কত জনে মম লোভে হারাইল, বণিকের কি সাধ্য হয়, বঙ্গেশ্বরে করে জয়, আমারে করিতে ক্ষয়, বিধি বণিক পাঠাইল || . **************** উপরে মিলনসাগর |
সিন্ধুখাম্বাজ --- ধামার হায় কী শুনিলাম আমি, শুনে বুক ফেটে যায় | প্রাণের রামমোহন ছেড়ে গিয়েছে আমায় || ও ওরে বাপ রামমোহন, তোর শোক নিবারণ, কী রূপে হবে এখন, দেখি না কোনো উপায় || বিশ্বেশ্বর কৃপা করে, বহু শতবর্ষ পরে, তোর তুল্য সন্তানেরে, দিয়াছিলেন দুঃখিনীরে, ওরে বাছা রে--- কিন্তু ভাগ্যদোষে মৃত্যু, অকালে হরিল তোমায় || সকল ভ্রাতার তরে, জননীরে ত্যাগ করে, গিয়েছিলি দেশান্তরে, নানা ক্লেশ সহ্য করে, ওরে বাছা রে--- বিদেশে হারালি প্রাণ, কেবল পরের মায়ায় || . **************** উপরে মিলনসাগর |