কবি রাজা মহিমারঞ্জন রায়চৌধুরী  - অধুনা বাংলাদেশের রংপুরের কাকিনা-র
জমিদার রাজা শম্ভুচন্দ্র রায়চৌধুরীর পুত্র | সম্ভবত ১৮৭১ সালে কাকিনার শাসনভার তাঁর উপর ন্যস্ত হয় |
১৮৬৮ সালে তাঁর বিবাহ হয় রাণি মনমোহিনী রায়চৌধুরীর সাথে |  ১৮৮৭ সালে তাঁকে ব্রিটিশ সরকার
"রাজা" উপাধিতে ভূষিত করেন |

তিনি একজন প্রজাবত্সল রাজা ছিলেন | তাঁর সময়কালে কাকিনা, কৃষি, শিল্প, শিক্ষা-দিক্ষা সর্বদিকেই উন্নতি
করেছিল | তাঁর রাজত্বকাল পানীয় জল সরবরাহ প্রকল্প, মিউসিয়াম ও লাইব্রেরী স্থাপনার মত ইতিবাচক
কর্মযজ্ঞের জন্য সুপরিচিত ছিল |

১৮৬০ সালে, রাজা শম্ভুচন্দ্রের দ্বারা শুরু করা সাপ্তাহিক পত্রিকা "রঙ্গপুর দিক্ প্রকাশ" নিয়মিত প্রকাশিত
হয়েছে রাজা মহিমারঞ্জন-এর পৃষ্ঠপোষকতায় |  হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ই তাঁর জমিদারীতে
সম্প্রীতির সঙ্গে বসবাস করেছে |

তিনি বিনয়ী, সদালাপী এবং সুপণ্ডিত ছিলেন |
দুর্গাদাস লাহিড়ি লিখেছেন যে ..."ইঁহার বৈঠকখানায় একটি
বিশেষত্ব এই যে, উহা বিলাসী রাজা মহারাজগণের অনুকরণে সজ্জিত নহে ; তাঁহার বৈঠকখানার দেয়াল,
অর্ধনগ্না বা নগ্না রূপসীর চিত্রের পরিবর্তে, সুচিত্রিত মানচিত্রে সুশোভিত ; আর গ্রন্থপত্রেই তাঁর বৈঠকখানা
বিভূষিত |"

রাজা মহিমারঞ্জনের জীবনকালেই ঘটে যায় "ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ" যাকে ইংরেজরা বলেছেন
"সিপাহী বিদ্রোহ"
(Sipoy Mutiny) | সেই সময়কার বাংলার বুদ্ধিজীবী মহলের অনেকেই সিপাহী বিদ্রোহকে ভাল
চোখে দেখেন নি | তা আমরা অনেকের লেখা গান, কবিতা, প্রবন্ধে দেখতে পাই |  রাজন্যবর্গের বিরাট
অংশও সেদিন ইংরেজদের সাথে হাত মিলিয়েছিলেন, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য | কারণ যে সকল রাজ-
পরিবার, ব্রিটিশদের সক্রিয় বিরোধিতা  করেছিলেন,  তাঁদের আর আমরা ১৮৫৭ পর ভারতে সমহিমায়
দেখতে পাই নি | লর্ড ডালহাউসির নেতৃত্বে তাঁদের শেষ করে ফেলা হয়েছিল | যাঁরা ব্রিটিশদের পক্ষে ছিলেন,
তাঁরাই পরবর্তী ভারতে সুখ-শান্তিতে বিরাজ করেছেন!

রাজা মহিমারঞ্জনও সিপাহীদের সমর্থন করেন নি | তাঁর গানে তিনি নানাসাহেবের নেতৃত্বে, সিপাহীদের
কার্যকলাপ ও নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন | তাঁর গানে ব্রিটিশদের জয়-জয়কারও দেখতে পাওয়া
যায় |
রাজা রামমোহন রায়ের তিরোধানের পর, সেই দুঃখেও তিনি গান লিখেছিলেন | দুর্ভিক্ষ নিয়েও গান
রচনা করেছিলেন |


উত্স :  দুর্গাদাস লাহিড়ি, বাঙালীর গান ১৯০৫  


আমাদের যোগাযোগের ঠিকানা :-   
মিলনসাগর       
srimilansengupta@yahoo.co.in      
.