কবি মৈত্রেয়ী দেবী - জন্মগ্রহণ করেন চট্টগ্রামে। পিতা দার্শনিক সুরেন্দ্রনাথ দাশগুপ্ত। তিনি কলকাতা
বিশ্ববিদ্যালয় অন্তর্গত যোগমায়া দেবী কলেজের স্নাতক।
কবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবশিষ্য ছিলেন। তিনি রবীন্দ্র জীবনের অন্তরঙ্গ স্মৃতিকথা লেখিকা এবং
সমাজসেবিকা ছিলেন।
রবীন্দ্র বিষয়ক গ্রন্থের মধ্যে রয়েছে “মংপুতে রবীন্দ্রনাথ” (১৯৪৩), “স্বর্গের কাছাকাছি”, “কবি সার্বভৌম”,
“রবীন্দ্রনাথ গৃহে ও বিশ্বে”, “Rabindranath the man behind his poetry” প্রভৃতি।
কবির লেখা প্রথম কাব্যগ্রন্থ “উদিতা” (১৯৩০ )। রবীন্দ্রনাথ তার ভূমিকা লিখে দেন। তাঁর আত্মজীবনীমূলক
গ্রন্থ “ন হন্যতে” (১৯৭৪) এর জন্য ১৯৭৬ সালে তাঁকে সাহিত্য অ্যাকাদেমি পুরস্কারে ভূষিত করা হয়। ১৯৭৭
সালে ভারত সরকার তাঁকে “পদ্মশ্রী” সম্মানে ভূষিত করেন। তিনি বিভিন্ন সমাজ সেবার সংঘটনের সঙ্গে যুক্ত
ছিলেন। তিনি অনাথ শিশুদের জন্য স্থাপন করেন “খেলাঘর” সংস্থাটি।
দেশ পত্রিকায় তাঁর “চিন দেখে এলাম” ধারাবাহিক লেখাটি, দেশে সারা ফেলেছিল। কমিউনিস্ট চীন সম্পর্কে
মানুষকে নতুন করে ভাবাতে সমর্থ হয়েছিলেন তিনি।
আমরা মিলনসাগরে কবি মৈত্রেয়ী দেবীর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রয়াসের সার্থকতা।
উত্স - শিশিরকুমার দাশ, সংসদ বাংলা সাহিত্য সঙ্গী, ২০০৩।
. নমিতা চৌধুরী ও অনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত, মহিলা কবিদের বাংলা কবিতা সংকলন
. দামিনী ১৪০০ - ২০০০।
কবি মৈত্রেয়ী দেবীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২৩.০৭.২০১৩
পরিবর্ধিত সংস্করণ - ৬.৭.২০১৬
...